ETV Bharat / entertainment

Kannada TV Actor Dies in Hospital : প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু অভিনেত্রীর - Kannada TV actor Chethana Raj

প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের (Chethana Raj Death During Surgery) ৷ জনপ্রিয় সিরিয়াল 'গীতা', 'ডোরেসানি', 'ওলাভিনা নীলদানা'-তে অভিনয় করেছিলেন। এছাড়া একটি কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি ।

Kannada TV Actor Dies in Hospital
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু অভিনেত্রীর
author img

By

Published : May 17, 2022, 4:18 PM IST

বেঙ্গালুরু, 17 মে : মাত্র 21 বছর বয়সে প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের (Chethana Raj Death During Surgery) ৷ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রীর বাবা মায়ের অজান্তেই এই সার্জারি করা হয় ৷ আর অস্ত্রোপচারের ফলেই মৃ্ত্যু হয় এই তরুণ অভিনেত্রীর ৷

অভিনেত্রী চেতনা রাজের বাবা মা অবশ্য় সরাসরি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি যথাযথ সরঞ্জাম ছাড়াই এধরণের ঝুঁকিপূর্ণ অপারেশন করা হয়েছে ৷ জানা গিয়েছে অস্ত্রোপচার চলাকালীন তাঁর ফুসফুসে জল জমে যায় আর এর ফলেই তাঁর মৃত্যু হয় ৷ অভিনেত্রীর বাবা গোবিন্দ রাজ জানান, সোমবার সকাল সাড়ে আটটায় চেতনাকে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁরা যখন পুরো বিষয়টি জানতে পারেন ততক্ষণে অপারেশন হয়ে গিয়েছে ৷ সন্ধ্যা নাগাদ, ফুসফুস জল জমে যাওয়ায় শ্বাস কষ্ট শুরু হয় চেতনার ৷ আইসিইউ-তে উপযুক্ত ব্যবস্থা না-থাকায় রোগী মারা যান ৷

Kannada TV Actor Dies in Hospital
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের

গোবিন্দ রাজ জানান, এর আগেও তাঁদের কাছে এই অস্ত্রোপচার করানোর জন্য অনুমতি চেয়েছিলেন চেতনা ৷ তবে তাঁরা রাজি হননি, আর সেই কারণেই এভাবে লুকিয়ে আপারেশন করানোর সিদ্ধান্ত নেন তিনি ৷ তিনি বলেন, "হাসপাতালের অবহেলার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তাররা বাবা-মায়ের অনুমতি ছাড়া এবং যথাযথ যন্ত্রপাতি ছাড়াই অস্ত্রোপচার করেছেন ।"

আরও পড়ুন : ফের শ্বেত কন্যার সাজে অনুরাগীদের মন মাতালেন রাকুলপ্রীত

চেতনা রাজ জনপ্রিয় সিরিয়াল 'গীতা', 'ডোরেসানি', 'ওলাভিনা নীলদানা'-তে অভিনয় করেছিলেন। এছাড়া একটি কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি । চেতনার এই অকাল মৃত্যুতে পরিবার তো বটেই শিল্পী মহলেও নেমেছে শোকের ছায়া ৷

বেঙ্গালুরু, 17 মে : মাত্র 21 বছর বয়সে প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের (Chethana Raj Death During Surgery) ৷ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রীর বাবা মায়ের অজান্তেই এই সার্জারি করা হয় ৷ আর অস্ত্রোপচারের ফলেই মৃ্ত্যু হয় এই তরুণ অভিনেত্রীর ৷

অভিনেত্রী চেতনা রাজের বাবা মা অবশ্য় সরাসরি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি যথাযথ সরঞ্জাম ছাড়াই এধরণের ঝুঁকিপূর্ণ অপারেশন করা হয়েছে ৷ জানা গিয়েছে অস্ত্রোপচার চলাকালীন তাঁর ফুসফুসে জল জমে যায় আর এর ফলেই তাঁর মৃত্যু হয় ৷ অভিনেত্রীর বাবা গোবিন্দ রাজ জানান, সোমবার সকাল সাড়ে আটটায় চেতনাকে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁরা যখন পুরো বিষয়টি জানতে পারেন ততক্ষণে অপারেশন হয়ে গিয়েছে ৷ সন্ধ্যা নাগাদ, ফুসফুস জল জমে যাওয়ায় শ্বাস কষ্ট শুরু হয় চেতনার ৷ আইসিইউ-তে উপযুক্ত ব্যবস্থা না-থাকায় রোগী মারা যান ৷

Kannada TV Actor Dies in Hospital
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মৃত্যু হল ছোটপর্দার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী চেতনা রাজের

গোবিন্দ রাজ জানান, এর আগেও তাঁদের কাছে এই অস্ত্রোপচার করানোর জন্য অনুমতি চেয়েছিলেন চেতনা ৷ তবে তাঁরা রাজি হননি, আর সেই কারণেই এভাবে লুকিয়ে আপারেশন করানোর সিদ্ধান্ত নেন তিনি ৷ তিনি বলেন, "হাসপাতালের অবহেলার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তাররা বাবা-মায়ের অনুমতি ছাড়া এবং যথাযথ যন্ত্রপাতি ছাড়াই অস্ত্রোপচার করেছেন ।"

আরও পড়ুন : ফের শ্বেত কন্যার সাজে অনুরাগীদের মন মাতালেন রাকুলপ্রীত

চেতনা রাজ জনপ্রিয় সিরিয়াল 'গীতা', 'ডোরেসানি', 'ওলাভিনা নীলদানা'-তে অভিনয় করেছিলেন। এছাড়া একটি কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি । চেতনার এই অকাল মৃত্যুতে পরিবার তো বটেই শিল্পী মহলেও নেমেছে শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.