হায়দরাবাদ, 8 জুন : নবি মহম্মদকে নিয়ে করা আশালীন মন্তব্যের জেরে ইতিমধ্যেই দল থেকে মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করেছে বিজেপি ৷ সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে করা তাঁর মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয় ৷ এমনকী নবি মহম্মদকে নিয়ে এধরণের অভব্য় মন্তব্য সামনে আসার পর ভারতের ওপর রুষ্ট হয় প্রতিবেশী গালফ দেশগুলিও ৷ এই ঘটনার পরেই তাঁকে পদ থেকে বরখাস্ত করে দল ৷ পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লি বিজেপির মিডিয়া ইন-চার্জ নবীন জিন্দলের বিরুদ্ধেও ৷
এবার নূপুর শর্মার সমর্থনেই মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Supports Suspended Nupur Sharma) ৷ ইনস্টাগ্রামে দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়েই নিজের মতপ্রকাশ করে থাকেন অভিনেত্রী ৷ এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'নূপুর তাঁর মনের কথা স্বাধীনভাবে প্রকাশ করতেই পারেন ৷ আমি দেখছি ওকে সবরকমের হুমকি দেওয়া হচ্ছে ৷ যখন হিন্দু দেব-দেবীদের প্রতিদিন অপমান করা হয়, তখন এই ধরনের মামলার জন্য আদালত রয়েছে ৷' কঙ্গনা আরও লিখেছেন, 'এটা আফগানিস্তান নয় ৷ আমরা একটি নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত একটি রাষ্ট্রে বাস করি ৷ এটা তাঁদের মনে করিয়ে দেওয়ার জন্য় যাঁরা সবসময় এটা ভুলে যান ৷'
![Kangana Ranaut on Nupur Sharma](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15502271_1.png)
আরও পড়ুন : নাম বদলাতে চলেছে সলমনের আসন্ন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র
নূপুর নিজেই অবশ্য এই ঘটনার জন্য় ক্ষমা প্রার্থনা করেছেন ৷ যাই হোক, অভিনয়ের কথা বলতে হলে কঙ্গনার শেষ ছবি 'ধাকড়'-ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ একেবারেই ফ্লপ এই ছবি, যার জেরে তাঁর কেরিয়ার নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে ৷ অন্যদিকে তাঁর এই মন্তব্যের জেরে ঘটনা এখন নতুন কোন পথে বাঁক নেয় সেটাই দেখার ৷