ETV Bharat / entertainment

Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা-এষা, দরাজ প্রশংসা মোদির - New Parliament session

Kangana Ranaut, Esha Gupta hail PM Modi: মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা রানাওয়াত ও এষা গুপ্তা ৷ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরাজ প্রশংসা করেছেন দুই অভিনেত্রী ৷

Kangana Ranaut, Esha Gupta
কঙ্গনা রানাওয়াত ও এষা গুপ্তা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 6:23 PM IST

Updated : Sep 19, 2023, 6:48 PM IST

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা-এষা

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ হওয়ায় খুশি দেশের মহিলা মহল ৷ সর্বসম্মতিক্রমে যাতে এই বিল পাশ করা হয়, সে জন্য সংসদের উভয় কক্ষের সাংসদদের কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেছেন, এমনই মহান কাজ করার জন্য ঈশ্বর তাঁকে বেছে নিয়েছেন ৷ যদিও এই বিলের কৃতিত্ব নিজেরা নিতে চেয়েছে কংগ্রেস ৷ তবে কঙ্গনা রানাওয়াত, এষা গুপ্তার মুখে এ প্রসঙ্গে শোনা গেল মোদি স্তুতি ৷ প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের দুই অভিনেত্রী ৷

মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে সংসদে বক্তব্য রাখার জন্য নয়া সংসদ ভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তিনি 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' বিল নিয়ে প্রধানমন্ত্রীর বন্দনায় মেতেছেন ৷ সাদা শাড়ি আর কালো সানগ্লাস পরে সংসদ ভবনের বাইরে কঙ্গনা এ দিন বলেন,

"এটা দেশের মহিলাদের জন্য একটা ঐতিহাসিক দিন ৷ নতুন সংসদের প্রথম দিনটা পুরোটাই মহিলাদের ক্ষমতায়নে উৎসর্গ করা হল ৷ এটা সব মহিলাদের জন্য খুবই সম্মানের ৷ আর এর সব কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে অনেক কিছু করেছেন ৷"

এই রাজনীতি যুব প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন কঙ্গনা ৷ তাঁর কথায়, "আমাদের দেশের মহিলাদের বাড়ির বাইরে বেরনোটাই একটা চ্যালেঞ্জ ৷ তাঁদের ইভ-টিজিং করা হয়, শ্লীলতাহানির শিকার হতে হয়, এমন অনেক কিছু তাঁদের সঙ্গে ঘটে ৷ মহিলাদের জন্য স্কুলে যাওয়াটাও কতটা কঠিন হয়ে পড়ে ৷ তাই অবশ্যই রাজনীতির মতো কেরিয়ারে মহিলাদের জন্য সংরক্ষণ প্রয়োজন ৷" এ দিন নতুন সংসদ ভবনেরও ভূয়সী প্রশংসা করেন মণিকর্ণিকা স্টার ৷ তাঁর মতে, ভারতের ঐতিহ্য যথাযথ ভাবে তুলে ধরছে এই নতুন সংসদ ভবন ৷

আরও পড়ুন: মুলতুবি লোকসভা, সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশে সাংসদদের কাছে আর্জি মোদির

কঙ্গনার মতোই এ দিন শাড়ি পরে নতুন সংসদ ভবনে উপস্থিত ছিলেন আশ্রমের অভিনেত্রী এষা গুপ্তা ৷ তিনিও এ দিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ৷ এষা বলেন,

"নতুন সংসদের আজ প্রথম অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনা হল ৷ আমরা বলি, গৃহপ্রবেশ বা নতুন গাড়ি কেনার মতো কোনও শুভকাজের ক্ষেত্রে লক্ষ্মীকে দিয়েই সবকিছুর সূচনা হয় ৷ আর ভারত যখন লক্ষ্মীর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে, তাতে বোঝা যায় যে ভারত কত দ্রুত উন্নতি করবে ৷"

মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব অন্য কারওকে নয়, মোদিকেই দেবেন বলে জানিয়ে দেন এষা গুপ্তা ৷ এই বিল পাশে আগে কতটা ইচ্ছে ছিল সে বিষয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, এখন ইচ্ছেটাই অদম্য রয়েছে ৷ তাই এই বিল পাশ হবেই ৷ তিনি কি রাজনীতিতে আসবেন ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সম্ভাবনা জিইয়ে রেখেছেন রাজ রিবুটের অভিনেত্রী ৷ তিনি বলেন, "আমি ছোট থেকেই রাজনীতির কথা ভাবি, আমার পরিবারও আছে ৷ আগে বিলটা পাশ হতে দিন ৷ তারপর আপনারা আমাকে ছাব্বিশে দেখে নেবেন ৷"

আর নয়া সংসদ ভবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ৷ তাঁর মতে, "এটা নয়া ভারতের সংসদ ৷ আমাদের সংস্কৃতি ও ইতিহাস এখানে খোদাই করা হয়েছে ৷"

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা-এষা

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ হওয়ায় খুশি দেশের মহিলা মহল ৷ সর্বসম্মতিক্রমে যাতে এই বিল পাশ করা হয়, সে জন্য সংসদের উভয় কক্ষের সাংসদদের কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেছেন, এমনই মহান কাজ করার জন্য ঈশ্বর তাঁকে বেছে নিয়েছেন ৷ যদিও এই বিলের কৃতিত্ব নিজেরা নিতে চেয়েছে কংগ্রেস ৷ তবে কঙ্গনা রানাওয়াত, এষা গুপ্তার মুখে এ প্রসঙ্গে শোনা গেল মোদি স্তুতি ৷ প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের দুই অভিনেত্রী ৷

মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে সংসদে বক্তব্য রাখার জন্য নয়া সংসদ ভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তিনি 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' বিল নিয়ে প্রধানমন্ত্রীর বন্দনায় মেতেছেন ৷ সাদা শাড়ি আর কালো সানগ্লাস পরে সংসদ ভবনের বাইরে কঙ্গনা এ দিন বলেন,

"এটা দেশের মহিলাদের জন্য একটা ঐতিহাসিক দিন ৷ নতুন সংসদের প্রথম দিনটা পুরোটাই মহিলাদের ক্ষমতায়নে উৎসর্গ করা হল ৷ এটা সব মহিলাদের জন্য খুবই সম্মানের ৷ আর এর সব কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে অনেক কিছু করেছেন ৷"

এই রাজনীতি যুব প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন কঙ্গনা ৷ তাঁর কথায়, "আমাদের দেশের মহিলাদের বাড়ির বাইরে বেরনোটাই একটা চ্যালেঞ্জ ৷ তাঁদের ইভ-টিজিং করা হয়, শ্লীলতাহানির শিকার হতে হয়, এমন অনেক কিছু তাঁদের সঙ্গে ঘটে ৷ মহিলাদের জন্য স্কুলে যাওয়াটাও কতটা কঠিন হয়ে পড়ে ৷ তাই অবশ্যই রাজনীতির মতো কেরিয়ারে মহিলাদের জন্য সংরক্ষণ প্রয়োজন ৷" এ দিন নতুন সংসদ ভবনেরও ভূয়সী প্রশংসা করেন মণিকর্ণিকা স্টার ৷ তাঁর মতে, ভারতের ঐতিহ্য যথাযথ ভাবে তুলে ধরছে এই নতুন সংসদ ভবন ৷

আরও পড়ুন: মুলতুবি লোকসভা, সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশে সাংসদদের কাছে আর্জি মোদির

কঙ্গনার মতোই এ দিন শাড়ি পরে নতুন সংসদ ভবনে উপস্থিত ছিলেন আশ্রমের অভিনেত্রী এষা গুপ্তা ৷ তিনিও এ দিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ৷ এষা বলেন,

"নতুন সংসদের আজ প্রথম অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনা হল ৷ আমরা বলি, গৃহপ্রবেশ বা নতুন গাড়ি কেনার মতো কোনও শুভকাজের ক্ষেত্রে লক্ষ্মীকে দিয়েই সবকিছুর সূচনা হয় ৷ আর ভারত যখন লক্ষ্মীর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে, তাতে বোঝা যায় যে ভারত কত দ্রুত উন্নতি করবে ৷"

মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব অন্য কারওকে নয়, মোদিকেই দেবেন বলে জানিয়ে দেন এষা গুপ্তা ৷ এই বিল পাশে আগে কতটা ইচ্ছে ছিল সে বিষয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, এখন ইচ্ছেটাই অদম্য রয়েছে ৷ তাই এই বিল পাশ হবেই ৷ তিনি কি রাজনীতিতে আসবেন ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সম্ভাবনা জিইয়ে রেখেছেন রাজ রিবুটের অভিনেত্রী ৷ তিনি বলেন, "আমি ছোট থেকেই রাজনীতির কথা ভাবি, আমার পরিবারও আছে ৷ আগে বিলটা পাশ হতে দিন ৷ তারপর আপনারা আমাকে ছাব্বিশে দেখে নেবেন ৷"

আর নয়া সংসদ ভবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ৷ তাঁর মতে, "এটা নয়া ভারতের সংসদ ৷ আমাদের সংস্কৃতি ও ইতিহাস এখানে খোদাই করা হয়েছে ৷"

Last Updated : Sep 19, 2023, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.