ETV Bharat / entertainment

Kangana on Amritpal Singh: গুলি না-চালালে অমৃতপালের সঙ্গে বৈঠকে রাজি, জানালেন কঙ্গনা - Kangana on Amritpal Singh

খালিস্তানিরা তাঁর ওপর গুলি না চালালে তিনি বৈঠকে রাজি, অমৃতপালের চ্যালেঞ্জ স্বীকার করে লিখলেন কঙ্গনা ৷ এর আগে সারাদিন ধরেই টুইটারে আনজালা ঘটনা নিয়ে মতামত ব্যক্ত করেছেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' (Kangana Tweets on Ajnala Police Station incident)৷

Kangana on Amritpal Singh
বৈঠকে রাজি অমৃতপালের চ্যালেঞ্জ স্বীকার করে লিখলেন কঙ্গনা
author img

By

Published : Feb 25, 2023, 9:12 PM IST

চণ্ডীগড়, 25 ফেব্রুয়ারি: বিতর্কের রানি কঙ্গনা রানাওয়াত ফের সরব হলেন টুইটারে ৷ গত 23 ফেব্রুয়ারি কিছু খালিস্তানি সমর্থক বন্দুক এবং তরবারি নিয়ে আজনালা পুলিশ স্টেশনে হামলা চালায় ৷ তাদের সঙ্গে ছিল 'ওয়ারিস পঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিংও ৷ অমৃতপালের ঘনিষ্ঠ লভপ্রীত সিং ওরফে তুফানের মুক্তির দাবিতেই এই হামলা ৷ এই নিয়ে শুক্রবারই মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ শনিবারও চলল তার জের ৷ এমনকী অমৃতপাল সিং-এর সঙ্গে বিতর্কেও জড়ালেন অভিনেত্রী (Kangana Tweets on Ajnala Police Station incident)৷

কঙ্গনা গতকাল তাঁর প্রথম টুইটে লেখেন, "পঞ্জাবে যা ঘটছে তা আমি দু'বছর আগেই অনুমান করেছিলাম ৷ আমার বিরুদ্ধে প্রচুর কেস ফাইল করা হয়েছিল, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, আমার গাড়িতেও চলেছিল হামলা কিন্তু তাই তো হল যা আমি বলেছিলাম ৷ নন-খালিস্তানি শিখেদের তাঁদের ভূমিকা ও অবস্থান স্পষ্ট করা দরকার ৷" এরপর আজ সেই টুইটের সঙ্গেই আরও একটি টুইট জুড়ে দেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, 'ছ'টা সমন, এক অ্যারেস্ট ওয়ারেন্ট, আমার ছবির ওপর পঞ্জাবে নিষেধাজ্ঞা জারি, গাড়িতে হামলা করা ৷ এটাই হল সেই মূল্য গোটা দেশকে সংঘবদ্ধ রাখতে একজন দেশপ্রেমীকে যা চোকাতে হয় ৷ যদি সংবিধানে বিশ্বাস করতে হয় তাহলে খালিস্তানিরা ভারত সরকারের দ্বারা ঘোষিত আতঙ্কবাদী ৷ এক্ষেত্রে তোমার অবস্থান নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় ৷'

  • Whatever is happening in Punjab I predicted two years ago,many cases were filed on me, arrest warrant was issued against me, my car was attacked in Punjab, lekin wahi hua na jo maine kaha tha,now is the time non- Khalistani Sikhs need to make there position and intension clear 👍

    — Kangana Ranaut (@KanganaTeam) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর এই বিষয়ে আরও একটি টুইট করেন অভিনেত্রী ৷ এই টুইটে তিনি সরাসরি অমৃতপালের মুখোমুখি বৈঠকের আহ্বান স্বীকারও করেন ৷ তিনি লেখেন, "অমৃতপাল সিংহ গোটা দেশকে খোলা আহ্বান জানিয়েছেন তাঁর সঙ্গে আলোচনার জন্য ৷ তার দাবি তিনি খালিস্তানের দাবি কতটা সঠিক তা ব্যাখ্য়া করতে পারবেন ৷ আমি অবাক যে কোনও রাজনৈতিক নেতাও এই আহ্বান স্বীকার করেননি ৷ যদি খালিস্তানিরা আমার ওপর হামলা না-চালায়, গুলি না-চালায় আমি রাজি ৷ "

  • 6 summons, one arrest warrant, ban on my movies in Punjab, physical attack on my car, the price a nationalist pays to keep the nation together. Khalistanis are declared terrorists by GOI if you believe in the constitution, you mustn’t have any doubt about your position on this 🇮🇳 https://t.co/Gz8M4NOziY

    — Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শুভ্রজিতের বহুদিনের গবেষণার ফসল হতে চলেছে 'দেবী চৌধুরানী'

কঙ্গনার এই বক্তব্য সামনে আসার পর নানা মুনি নানা মত প্রকাশ করছেন ৷ কেউ কেউ আবার তাঁকে স্মরণ করাচ্ছেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁর বিতর্কের প্রসঙ্গও ৷ অভিনয়ের কথা বলতে গেলে কঙ্গনা রানাওয়াতকে আগামীতে দেখা যাবে 'ইমারজেন্সি' ছবিতে ৷ এখানে তিনি অভিনয় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় ৷

  • 6 summons, one arrest warrant, ban on my movies in Punjab, physical attack on my car, the price a nationalist pays to keep the nation together. Khalistanis are declared terrorists by GOI if you believe in the constitution, you mustn’t have any doubt about your position on this 🇮🇳 https://t.co/Gz8M4NOziY

    — Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চণ্ডীগড়, 25 ফেব্রুয়ারি: বিতর্কের রানি কঙ্গনা রানাওয়াত ফের সরব হলেন টুইটারে ৷ গত 23 ফেব্রুয়ারি কিছু খালিস্তানি সমর্থক বন্দুক এবং তরবারি নিয়ে আজনালা পুলিশ স্টেশনে হামলা চালায় ৷ তাদের সঙ্গে ছিল 'ওয়ারিস পঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিংও ৷ অমৃতপালের ঘনিষ্ঠ লভপ্রীত সিং ওরফে তুফানের মুক্তির দাবিতেই এই হামলা ৷ এই নিয়ে শুক্রবারই মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ শনিবারও চলল তার জের ৷ এমনকী অমৃতপাল সিং-এর সঙ্গে বিতর্কেও জড়ালেন অভিনেত্রী (Kangana Tweets on Ajnala Police Station incident)৷

কঙ্গনা গতকাল তাঁর প্রথম টুইটে লেখেন, "পঞ্জাবে যা ঘটছে তা আমি দু'বছর আগেই অনুমান করেছিলাম ৷ আমার বিরুদ্ধে প্রচুর কেস ফাইল করা হয়েছিল, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, আমার গাড়িতেও চলেছিল হামলা কিন্তু তাই তো হল যা আমি বলেছিলাম ৷ নন-খালিস্তানি শিখেদের তাঁদের ভূমিকা ও অবস্থান স্পষ্ট করা দরকার ৷" এরপর আজ সেই টুইটের সঙ্গেই আরও একটি টুইট জুড়ে দেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, 'ছ'টা সমন, এক অ্যারেস্ট ওয়ারেন্ট, আমার ছবির ওপর পঞ্জাবে নিষেধাজ্ঞা জারি, গাড়িতে হামলা করা ৷ এটাই হল সেই মূল্য গোটা দেশকে সংঘবদ্ধ রাখতে একজন দেশপ্রেমীকে যা চোকাতে হয় ৷ যদি সংবিধানে বিশ্বাস করতে হয় তাহলে খালিস্তানিরা ভারত সরকারের দ্বারা ঘোষিত আতঙ্কবাদী ৷ এক্ষেত্রে তোমার অবস্থান নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় ৷'

  • Whatever is happening in Punjab I predicted two years ago,many cases were filed on me, arrest warrant was issued against me, my car was attacked in Punjab, lekin wahi hua na jo maine kaha tha,now is the time non- Khalistani Sikhs need to make there position and intension clear 👍

    — Kangana Ranaut (@KanganaTeam) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর এই বিষয়ে আরও একটি টুইট করেন অভিনেত্রী ৷ এই টুইটে তিনি সরাসরি অমৃতপালের মুখোমুখি বৈঠকের আহ্বান স্বীকারও করেন ৷ তিনি লেখেন, "অমৃতপাল সিংহ গোটা দেশকে খোলা আহ্বান জানিয়েছেন তাঁর সঙ্গে আলোচনার জন্য ৷ তার দাবি তিনি খালিস্তানের দাবি কতটা সঠিক তা ব্যাখ্য়া করতে পারবেন ৷ আমি অবাক যে কোনও রাজনৈতিক নেতাও এই আহ্বান স্বীকার করেননি ৷ যদি খালিস্তানিরা আমার ওপর হামলা না-চালায়, গুলি না-চালায় আমি রাজি ৷ "

  • 6 summons, one arrest warrant, ban on my movies in Punjab, physical attack on my car, the price a nationalist pays to keep the nation together. Khalistanis are declared terrorists by GOI if you believe in the constitution, you mustn’t have any doubt about your position on this 🇮🇳 https://t.co/Gz8M4NOziY

    — Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শুভ্রজিতের বহুদিনের গবেষণার ফসল হতে চলেছে 'দেবী চৌধুরানী'

কঙ্গনার এই বক্তব্য সামনে আসার পর নানা মুনি নানা মত প্রকাশ করছেন ৷ কেউ কেউ আবার তাঁকে স্মরণ করাচ্ছেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁর বিতর্কের প্রসঙ্গও ৷ অভিনয়ের কথা বলতে গেলে কঙ্গনা রানাওয়াতকে আগামীতে দেখা যাবে 'ইমারজেন্সি' ছবিতে ৷ এখানে তিনি অভিনয় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় ৷

  • 6 summons, one arrest warrant, ban on my movies in Punjab, physical attack on my car, the price a nationalist pays to keep the nation together. Khalistanis are declared terrorists by GOI if you believe in the constitution, you mustn’t have any doubt about your position on this 🇮🇳 https://t.co/Gz8M4NOziY

    — Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.