ETV Bharat / entertainment

National Film Awards 2023: জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আপ্লুত 'কালকক্ষ'র পরিচালক শর্মিষ্ঠা মাইতি

69th National Film Awards 2023: তিনি জানতেনই না, বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৷ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার ফোন পেয়ে তিনি নিজেও অবাক ৷ জাতীয় পুরস্কার পেয়েছে শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল পরিচালিত 'কালকক্ষ' ৷ পরিচালক শর্মিষ্ঠা মাইতি ইটিভি ভারতকে জানালেন নিজের প্রতিক্রিয়া ৷

Etv Bharat
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল 'কালকক্ষ'
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 8:30 PM IST

'কালকক্ষ'র পরিচালক শর্মিষ্ঠা মাইতির প্রতিক্রিয়া

কলকাতা, 24 অগস্ট: চলচ্চিত্রের জাতীয় মঞ্চে বাংলা ছবি কালকক্ষ-র মুকুটে উঠেছে সেরা ছবির মুকুট ৷ 69তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ৷ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলা থেকে যাওয়া দুটি ছবি ৷ শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল পরিচালিত 'কালকক্ষ' ও ঈশান ঘোষ পরিচালিত 'ঝিল্লি' ৷

'কালকক্ষ' ছবির দু’জন পরিচালক। রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি। শর্মিষ্ঠা মাইতি ইটিভি ভারতকে বলেন, "বিভৎস লড়াই ছিল ছবিটা নিয়ে। যে সময়ে দাঁড়িয়ে এই কাজটা করেছি সেটা তো স্বাভাবিক সময় ছিল না। কোভিডের সময়ে তৈরি হয় ছবিটা। আমরা ভাবিতে পারিনি, এটা আমাদের ফার্স্ট ফিচার ফিল্ম হবে। আরও ভাবিনি যে জাতীয় পুরস্কার আসবে ঘরে। এর আগেও জাতীয় পুরস্কার পেয়েছি আমরা। তবে তা ডকুমেন্টরিতে। সিনেমাতে নয়। আগের বছর অগস্ট মাসে রিলিজ হয় 'কালকক্ষ'। তারপর প্রদর্শনের ক্ষেত্রে নানান বাধা আসে। যে সময়ে মানুষ গিয়ে দেখতে পারে সেই সময়ে শো টাইম পাওয়া যায়নি।"

তিনি আরও বলেন, "এই ছবি আরও অনেক পুরস্কার পেয়েছে। আমাদের পরের ছবি 'মন পতঙ্গ'র কাজ প্রায় শেষ। আর 'অরোরা'-র সঙ্গে কাজ করা একটা বড় ব্যাপার। যে প্রযোজনা সংস্থা থেকে এক সময়ে 'পথের পাঁচালি', 'অযান্ত্রিক', 'রাইকমল', 'সিস্টার নিবেদিতা', 'জলসাঘর' এসেছে সেখান থেকেই এই ছবি। 'ময়না তদন্ত' এই সংস্থা থেকে শেষ জাতীয় পুরস্কার পায়। তারপর 'কালকক্ষ'। এই ঘটনা আরও দায়িত্ব বাড়িয়ে দিল। এই পুরস্কার আমাদের কাজে আরও অনুপ্রেরণা দেবে এটুকু বলতে পারি।"

আরও পড়ুন: জাতীয় মঞ্চে বাজিমাত গণেশ-বকুলের, দু’টি পুরস্কার এল ঝিল্লির ঝুলিতে

বাংলা ছবি কালকক্ষ-এর প্রযোজনার দায়িত্ব সামলেছে অরোরা ফিল্ম কর্পোরেশন ৷ করোনার অতিমারির সময়সীমা ও পরিস্থিতিই এই ছবির বিষয়বস্তু ৷ লকডাউনের সময় সকলেই ছিলেন ঘরবন্দি ৷ তবে ধনী ও নিম্নবিত্তের মাঝখানে আটকে তাকা মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি ঠিক কেমন, তাই ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিল কালকক্ষ ৷ এবার বেস্ট ফিল্ম ক্রিটিক বিভাগে সেরা ছবির শিরোপা পেল 'কালকক্ষ' ৷ নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয়েছে বিজয়ীদের নাম। জানা গিয়েছে, এই বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

'কালকক্ষ'র পরিচালক শর্মিষ্ঠা মাইতির প্রতিক্রিয়া

কলকাতা, 24 অগস্ট: চলচ্চিত্রের জাতীয় মঞ্চে বাংলা ছবি কালকক্ষ-র মুকুটে উঠেছে সেরা ছবির মুকুট ৷ 69তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ৷ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলা থেকে যাওয়া দুটি ছবি ৷ শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল পরিচালিত 'কালকক্ষ' ও ঈশান ঘোষ পরিচালিত 'ঝিল্লি' ৷

'কালকক্ষ' ছবির দু’জন পরিচালক। রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি। শর্মিষ্ঠা মাইতি ইটিভি ভারতকে বলেন, "বিভৎস লড়াই ছিল ছবিটা নিয়ে। যে সময়ে দাঁড়িয়ে এই কাজটা করেছি সেটা তো স্বাভাবিক সময় ছিল না। কোভিডের সময়ে তৈরি হয় ছবিটা। আমরা ভাবিতে পারিনি, এটা আমাদের ফার্স্ট ফিচার ফিল্ম হবে। আরও ভাবিনি যে জাতীয় পুরস্কার আসবে ঘরে। এর আগেও জাতীয় পুরস্কার পেয়েছি আমরা। তবে তা ডকুমেন্টরিতে। সিনেমাতে নয়। আগের বছর অগস্ট মাসে রিলিজ হয় 'কালকক্ষ'। তারপর প্রদর্শনের ক্ষেত্রে নানান বাধা আসে। যে সময়ে মানুষ গিয়ে দেখতে পারে সেই সময়ে শো টাইম পাওয়া যায়নি।"

তিনি আরও বলেন, "এই ছবি আরও অনেক পুরস্কার পেয়েছে। আমাদের পরের ছবি 'মন পতঙ্গ'র কাজ প্রায় শেষ। আর 'অরোরা'-র সঙ্গে কাজ করা একটা বড় ব্যাপার। যে প্রযোজনা সংস্থা থেকে এক সময়ে 'পথের পাঁচালি', 'অযান্ত্রিক', 'রাইকমল', 'সিস্টার নিবেদিতা', 'জলসাঘর' এসেছে সেখান থেকেই এই ছবি। 'ময়না তদন্ত' এই সংস্থা থেকে শেষ জাতীয় পুরস্কার পায়। তারপর 'কালকক্ষ'। এই ঘটনা আরও দায়িত্ব বাড়িয়ে দিল। এই পুরস্কার আমাদের কাজে আরও অনুপ্রেরণা দেবে এটুকু বলতে পারি।"

আরও পড়ুন: জাতীয় মঞ্চে বাজিমাত গণেশ-বকুলের, দু’টি পুরস্কার এল ঝিল্লির ঝুলিতে

বাংলা ছবি কালকক্ষ-এর প্রযোজনার দায়িত্ব সামলেছে অরোরা ফিল্ম কর্পোরেশন ৷ করোনার অতিমারির সময়সীমা ও পরিস্থিতিই এই ছবির বিষয়বস্তু ৷ লকডাউনের সময় সকলেই ছিলেন ঘরবন্দি ৷ তবে ধনী ও নিম্নবিত্তের মাঝখানে আটকে তাকা মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি ঠিক কেমন, তাই ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিল কালকক্ষ ৷ এবার বেস্ট ফিল্ম ক্রিটিক বিভাগে সেরা ছবির শিরোপা পেল 'কালকক্ষ' ৷ নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয়েছে বিজয়ীদের নাম। জানা গিয়েছে, এই বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.