ETV Bharat / entertainment

Kajol Suriya Invited to Join Academy: নতুন সদস্য হিসাবে কাজল, সূর্য, রিণ্টুদের আমন্ত্রণ জানাল অস্কার - oscars winners

বলি অভিনেত্রী কাজল, দক্ষিণী সুপার স্টার সূর্য(Suriya), পরিচালক সুস্মিত ঘোষ, রিণ্টু থমাস, রীমা কাগতি এবং প্যান নলিন-সহ মোট 397 জন কৃতিকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানাল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (New Members of Academy of Motion Picture Arts ) ৷

Kajol Suriya Invited to Join Academy
নতুন সদস্য হিসাবে কাজল, সূর্য, রিণ্টুদের আমন্ত্রণ জানাল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস
author img

By

Published : Jun 29, 2022, 2:24 PM IST

মুম্বই,29 জুন : বলি অভিনেত্রী কাজল, দক্ষিণী সুপার স্টার সূর্য(Suriya), পরিচালক সুস্মিত ঘোষ, রিণ্টু থমাস, রীমা কাগতি এবং প্যান নলিন-সহ মোট 397 জন কৃতিকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানাল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৷ মঙ্গলবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করা হয় অ্যাকাডেমির তরফে (New Members of Academy of Motion Picture Arts ) ৷

এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি যোগ্যতার মাপকাঠিকে মান্যতা দেওয়া হয়েছে ৷ প্রফেশনাল কেরিয়ার তো বটেই তার সঙ্গেই রয়েছে আরও কয়েকটি ধাপ ৷ অ্যাকাডেমি জানিয়েছে এবারের সদস্যপদের জন্য 44 শতাংশ নারী-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের 53টি দেশ থেকে প্রায় 50 শতাংশ সদস্য় গ্রহণ করা হয়েছে ৷ পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তৈরি ডকু ছবি 'রাইটিং উইথ ফায়ার' এই বছরই মনোনীত হয়েছিল ডকুমেন্টারি ফিচার বিভাগে ৷ রীমা ডাক পেয়েছেন একজন বলিষ্ঠ লেখিকা হিসাবে ৷ 'তালাশ', 'গালি বয়' এবং 'গোল্ড'-এর মতো কাজ রয়েছে রীমার ঝুলিতে ৷

'সংসার', 'অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস' এবং 'লাস্ট ফিল্ম শো'-এর মত ছবি করে নজর কেড়ে নেওয়া নালিন পরিচালক হিসাবে ডাক পেয়েছেন ৷ আর অন্যদিকে অভিনেত্রী কাজলের ঝুলিতে রয়েছে 'মাই নেম ইজ খান' এবং 'কভি খুশি কাভি গম...' এর মতো হিন্দি ছবিগুলি ৷ দক্ষিণী তারকা সূর্য তাঁর 'জয় ভীম' ছবির জন্য ইতিমধ্যেই বিশ্বের সমঝদারদের চোখে একটা আলাদা জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন: ভুলছেন চেনা মুখ, বিরল রোগে আক্রান্ত শাহিদের পর্দার নায়িকা শেহনাজ

ভারত থেকে ইতিমধ্যেই অস্কার বিজয়ী এ আর রহমান, মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার শাহরুখ খান, বিদ্যা বালান, আমির খান, সলমন খান এবং আলি আফজল, প্রযোজক আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, একতা কাপুর এবং শোভা কাপুর এই সদস্য হিসাবে মনোনীত হয়েছেন ৷

মুম্বই,29 জুন : বলি অভিনেত্রী কাজল, দক্ষিণী সুপার স্টার সূর্য(Suriya), পরিচালক সুস্মিত ঘোষ, রিণ্টু থমাস, রীমা কাগতি এবং প্যান নলিন-সহ মোট 397 জন কৃতিকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানাল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৷ মঙ্গলবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করা হয় অ্যাকাডেমির তরফে (New Members of Academy of Motion Picture Arts ) ৷

এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি যোগ্যতার মাপকাঠিকে মান্যতা দেওয়া হয়েছে ৷ প্রফেশনাল কেরিয়ার তো বটেই তার সঙ্গেই রয়েছে আরও কয়েকটি ধাপ ৷ অ্যাকাডেমি জানিয়েছে এবারের সদস্যপদের জন্য 44 শতাংশ নারী-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের 53টি দেশ থেকে প্রায় 50 শতাংশ সদস্য় গ্রহণ করা হয়েছে ৷ পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তৈরি ডকু ছবি 'রাইটিং উইথ ফায়ার' এই বছরই মনোনীত হয়েছিল ডকুমেন্টারি ফিচার বিভাগে ৷ রীমা ডাক পেয়েছেন একজন বলিষ্ঠ লেখিকা হিসাবে ৷ 'তালাশ', 'গালি বয়' এবং 'গোল্ড'-এর মতো কাজ রয়েছে রীমার ঝুলিতে ৷

'সংসার', 'অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস' এবং 'লাস্ট ফিল্ম শো'-এর মত ছবি করে নজর কেড়ে নেওয়া নালিন পরিচালক হিসাবে ডাক পেয়েছেন ৷ আর অন্যদিকে অভিনেত্রী কাজলের ঝুলিতে রয়েছে 'মাই নেম ইজ খান' এবং 'কভি খুশি কাভি গম...' এর মতো হিন্দি ছবিগুলি ৷ দক্ষিণী তারকা সূর্য তাঁর 'জয় ভীম' ছবির জন্য ইতিমধ্যেই বিশ্বের সমঝদারদের চোখে একটা আলাদা জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন: ভুলছেন চেনা মুখ, বিরল রোগে আক্রান্ত শাহিদের পর্দার নায়িকা শেহনাজ

ভারত থেকে ইতিমধ্যেই অস্কার বিজয়ী এ আর রহমান, মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার শাহরুখ খান, বিদ্যা বালান, আমির খান, সলমন খান এবং আলি আফজল, প্রযোজক আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, একতা কাপুর এবং শোভা কাপুর এই সদস্য হিসাবে মনোনীত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.