মুম্বই, 9 জুন: ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিলেন কাজল দেবগণ ৷ সোশাল মিডিয়া থেকেই বিরতি নিতে চান নায়িকা। এমনটাই জানালেন শুক্রবার ৷ শুধু তাই নয় ইনস্টায় বাকি সমস্ত পোস্টও ডিলিট করে দিলেন নায়িকা ৷ এদিন একটি নতুন পোস্টও শেয়ার করেছেন তিনি ৷ কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা অক্ষরে লেখা, "জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি ৷" সঙ্গে ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, "সোশাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি ৷"
যদিও কী কারণে এই বিরতি নেওয়ার প্রসঙ্গটি এল তা কিছুই জানাননি অভিনেত্রী ৷ কেনই নিজের সমস্ত পোস্ট ডিলিট করলেন তিনি তা নিয়েও রয়েছে সংশয় ৷ তনুজা-কন্য়া কাজল ইন্ডাস্ট্রির এক অতি পরিচিত নাম ৷ বলিউডে শাহরুখের সঙ্গে জুটিতে তিনি উপহার দিয়েছেন একের পর মনে রাখার মতো সিনেমা ৷ এরপর বাস্তবে অজয় দেবগণকে স্বামী রূপে বরণ করে নেন নায়িকা ৷ সদা হাস্য়মুখ এই নায়িকা দুই সন্তানের মা ৷ তাঁর মেয়ের নাম নাইসা এবং ছেলের নাম যুগ ৷
কয়েকদিন আগে মেয়ের সঙ্গেও বেশ সুন্দর একটি ফটোশ্য়ুটের ঝলক শেয়ার করেছিলেন নায়িকা ৷ সেখানে দু'জনের কেমিস্ট্রি রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ কিন্তু হঠাৎ কী হল নায়িকার ? কেন তিনি ডিলিট করে দিলেন সমস্ত পোস্ট ৷ আর কেনই বা লিখলেন "জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্য়ে দিয়ে চলেছি ৷" তা জানতে মুখিয়ে অনুরাগীরা ৷ কাজলের ইনস্টা ফলোয়ারের সংখ্যা কিন্তু মোটেই কম নয় ৷ ইনস্টাতেই তাঁকে ফলো করেন 14 মিলিয়নেরও বেশি মানুষ ৷ তাই তাঁর এই পোস্ট সামনে আসার পর কমেন্ট বক্স ভরে গিয়েছে প্রশ্নবাণে ৷
আরও পড়ুন: মায়ের জন্মদিনে মাতলেন বনি, সঙ্গী কৌশানিও ; রইল সেলিব্রেশনের খুঁটিনাটি
সম্প্রতি আবার ছবির জগতে কামব্যাকও করেছিলেন কাজল ৷ তাঁকে শেষ দেখা গিয়েছিল আর রেবতী পরিচালিত 'সালাম ভেঙ্কি' ছবিতে ৷ মা-ছেলের সম্পর্কের এই অনবদ্য গল্প রীতিমতো নজর কেড়েছিল দর্শকের ৷ আগামীতেও তাঁকে পর্দায় দেখতে চান দর্শকরা ৷ তার মধ্যেই সামাজিক মাধ্যম থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন নায়িকা। এদিকে, শুক্রবার কিছুটা সমস্যা হয়েছিল ইনস্টাগ্রামেও ৷ সার্ফিং করতে রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছিল ব্যবহারকারীর ৷ সেই সমস্যা মিটতে না মিটতেই সামনে এল কাজলের পোস্ট ৷