ETV Bharat / entertainment

Joydeep Mukherjee New Series: জয়দীপের হাত ধরে আসছে উল্লাস মল্লিকের 'ডুগডুগি'

উল্লাস মল্লিকের লেখা 'ডুগডুগি' নিয়ে ওয়েবে হাজির হতে চলেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ৷ একইসঙ্গে ওয়েবে হাজির হতে চলেছে 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'-ও ৷

Joydeep Mukherjee New Series
উল্লাস মল্লিকের ডুগডুগি নিয়ে ওয়েবে আসছেন জয়দীপ
author img

By

Published : Jun 9, 2023, 12:39 PM IST

কলকাতা, 9 জুন: আজ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই শুভদিনে সিনেমাপ্রেমী, সর্বোপরি সাহিত্যপ্রেমীদের জন্য রয়েছে এক দারুণ খবর । এবার উল্লাস মল্লিকের লেখা 'ডুগডুগি' নিয়ে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন পরিচালক । উল্লাস মল্লিক ছোটদের পাশাপাশি, বড়দের জন্য়ও লিখছেন বহুদিন ধরে ৷ তাঁর গল্পের প্রাণশক্তি হল হাসি ৷ তবে 'ডুগডুগি' কোন পথে এগোবে তা বলে দেবে সময়ই ৷ এই নয়া সফরেও তাঁর সঙ্গী সেই একেন্দ্র সেন থুড়ি অনির্বাণ চক্রবর্তী। এই সিরিজ নিয়ে এখনই বিশেষ কিছু জানার উপায় নেই । তবে, অনির্বাণ চক্রবর্তী এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় দুজনেই জানিয়েছেন যে নতুন সিরিজের শ্যুটিং প্রায় শেষের পথে।

ছবিতে অনির্বাণ চক্রবর্তী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, অতনু বর্মন, রায়তী ভট্টাচার্যকে। ওদিকে গত সপ্তাহেই 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'-এর হাফসেঞ্চুরি অতিক্রম করার সাকসেস পার্টিতে মেতে উঠেছিলেন ছবির কলাকুশলীরা । একইসঙ্গে ছিল আরেকটি সুখবর, হইচইতে আগামী 16 জুন থেকে স্ট্রিমিং হবে ছবির । এই প্রসঙ্গে অনির্বাণ চক্রবর্তী বলেন, "বড় পর্দার এবারের একেন নিয়েও এমন সাড়া পেয়ে আমি সত্যিই আপ্লুত । হইচইতে আসছে এটাও এক বড় খবর । এর জন্য খুশি আমরা সকলেই । হইচইতে 16 জুন থেকে শুরু হবে স্ট্রিমিং ।"

আরও পড়ুন: পর্দায় এবার দেবাদিদেব মহাদেব, কবে আসছে অক্ষয়ের 'ওএমজি 2'?

প্রসঙ্গত, 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' মুক্তির দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছিল। আর তারই রেশ ধরে রাখতে এবার ওটিটিতে আসবে এই ছবি । ফলে, যারা এখনও দেখে উঠতে পারেননি এই ছবি তাঁরা দেখতে পাবেন ওটিটি-তে । বলাবাহুল্য, এই সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাওয়ার উপায় হল ওয়েব সিরিজ । ওয়েবে ইতিমধ্য়েই সাড়া ফেলেছে 'টনিক', 'প্রজাপতি'র মতো আরও অনেক ছবি । আর এবার একেনবাবুর পালা ।

কলকাতা, 9 জুন: আজ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই শুভদিনে সিনেমাপ্রেমী, সর্বোপরি সাহিত্যপ্রেমীদের জন্য রয়েছে এক দারুণ খবর । এবার উল্লাস মল্লিকের লেখা 'ডুগডুগি' নিয়ে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন পরিচালক । উল্লাস মল্লিক ছোটদের পাশাপাশি, বড়দের জন্য়ও লিখছেন বহুদিন ধরে ৷ তাঁর গল্পের প্রাণশক্তি হল হাসি ৷ তবে 'ডুগডুগি' কোন পথে এগোবে তা বলে দেবে সময়ই ৷ এই নয়া সফরেও তাঁর সঙ্গী সেই একেন্দ্র সেন থুড়ি অনির্বাণ চক্রবর্তী। এই সিরিজ নিয়ে এখনই বিশেষ কিছু জানার উপায় নেই । তবে, অনির্বাণ চক্রবর্তী এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় দুজনেই জানিয়েছেন যে নতুন সিরিজের শ্যুটিং প্রায় শেষের পথে।

ছবিতে অনির্বাণ চক্রবর্তী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, অতনু বর্মন, রায়তী ভট্টাচার্যকে। ওদিকে গত সপ্তাহেই 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'-এর হাফসেঞ্চুরি অতিক্রম করার সাকসেস পার্টিতে মেতে উঠেছিলেন ছবির কলাকুশলীরা । একইসঙ্গে ছিল আরেকটি সুখবর, হইচইতে আগামী 16 জুন থেকে স্ট্রিমিং হবে ছবির । এই প্রসঙ্গে অনির্বাণ চক্রবর্তী বলেন, "বড় পর্দার এবারের একেন নিয়েও এমন সাড়া পেয়ে আমি সত্যিই আপ্লুত । হইচইতে আসছে এটাও এক বড় খবর । এর জন্য খুশি আমরা সকলেই । হইচইতে 16 জুন থেকে শুরু হবে স্ট্রিমিং ।"

আরও পড়ুন: পর্দায় এবার দেবাদিদেব মহাদেব, কবে আসছে অক্ষয়ের 'ওএমজি 2'?

প্রসঙ্গত, 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' মুক্তির দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছিল। আর তারই রেশ ধরে রাখতে এবার ওটিটিতে আসবে এই ছবি । ফলে, যারা এখনও দেখে উঠতে পারেননি এই ছবি তাঁরা দেখতে পাবেন ওটিটি-তে । বলাবাহুল্য, এই সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাওয়ার উপায় হল ওয়েব সিরিজ । ওয়েবে ইতিমধ্য়েই সাড়া ফেলেছে 'টনিক', 'প্রজাপতি'র মতো আরও অনেক ছবি । আর এবার একেনবাবুর পালা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.