ETV Bharat / entertainment

New Bengali Film Boomerang: নয়া ছবির কাজ আরম্ভ, হাতে হাত রেখে পথচলা শুরু জিৎ-রুক্মিণীর - Jeet Rukmini New Film

নতুন ছবি 'বুমেরাং'-এর শুটিং করে দিলেন জিৎ-রুক্মিণী ৷ ছবি শেয়ার নিজেই অনুরাগীদের সুখবর দিলেন জিৎ ৷

Jeet Rukmini New Film
সৌভিকের বুমেরাং ছবির শুটিং করে দিলেন জিৎ রুক্মিণী
author img

By

Published : Jul 21, 2023, 3:25 PM IST

কলকাতা, 21 জুলাই: জিতের হাত ধরে নতুন পথ চলা শুরু করলেন দেব-প্রিয়া রুক্মিণী মৈত্র? সুপারস্টার অভিনেতার নতুন ইনস্টা স্টোরিটি দেখে কিন্তু এমনই মনে হতে পারে ৷ তবে আদতে বিষয়টি যে কী, এখন সকলেরই জানা ৷ কয়েকদিন আগেই তাঁর নতুন ছবি 'বুমেরাং'-এর মহরতের কিছু ছবি শেয়ার করেছিলেন জিৎ ৷ সেখানে ক্ল্যাপস্টিক হাতে নিয়ে একসঙ্গে পোজ দেন দুই তারকাই ৷ আর সেই ছবির কাজই এবার শুরু করে দিলেন তাঁরা ৷

কয়েকদিন আগে মহরতের ছবি শেয়ার করে জিৎ লিখেছিলেন, "বুমেরাং ছবির মহরত হয়ে গেল ৷ শুটিং শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি ৷" শুটিং শুরুর খবর পেতে বেশিদিন সময় লাগল না ৷ সৌভিক কুণ্ডুর এই ছবির শুটিং শুরুর খবর দিলেন জিৎ নিজেই ৷ এই তাঁর ইনস্টা স্টোরিতে হাতে হাত রাখার একটি ছবি পোস্ট করেছেন জিৎ আর ক্য়াপশানে লিখেছেন, "জার্নি শুরু হল ৷ আপনার এটাবে কীভাবে বলতে চান ৷" একই রুক্মিণীর নামও উল্লেখ করেছেন তিনি ৷

সৌভিক কুণ্ডুর এই ছবিতে জিৎ-রুক্মিণী জুটি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই তুঙ্গে ৷ কারণ শেষ কয়েকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে দেবের সঙ্গেই ৷ সামনেই আসতে চলেছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ৷ দেবের এই ছবিতেও সত্যবতী হিসেবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে ৷ তাই দেবকে ছেড়ে এবার তিনি অন্য় কারও সঙ্গে জুটি বাঁধুন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই ৷ ঠিক সেটাই হতে চলেছে এই ছবির হাত ধরে ৷

Jeet Rukmini New Film
জিতের নতুন ইনস্টা স্টোরি

আরও পড়ুন: 'নতুন রেকর্ড তৈরি হবে', 'প্রজেক্ট কে'র ঝলকে মুগ্ধ প্রভাসের অনুগামীরা

অন্য়দিকে ছবিতে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহরায় এবং অম্বরীশ ভট্টাচার্যও ৷ অম্বরীশকে আগামীতে দেখা যাবে দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ছবিতেও ৷ আবার এই ছবিতেও তিনি জুটি বাঁধছেন জিতের সঙ্গে ৷ অন্যদিকে ছবিতে কাজ করার কথা ছিল সত্য়ম ভট্টাচার্যেরও ৷ বৃহস্পতিবারই সত্যম সোশালে জানিয়েছেন অসুস্থতার কারণে নিজেকে এই ছবি থকে সরিয়ে নিচ্ছেন তিনি ৷ অন্যদিকে কিছুদিন তাঁর 'মানুষ' ছবির কাজ শেষ করেছেন জিৎ ৷ এবার শুরু 'বুমেরাং' ছবির যাত্রা ৷

কলকাতা, 21 জুলাই: জিতের হাত ধরে নতুন পথ চলা শুরু করলেন দেব-প্রিয়া রুক্মিণী মৈত্র? সুপারস্টার অভিনেতার নতুন ইনস্টা স্টোরিটি দেখে কিন্তু এমনই মনে হতে পারে ৷ তবে আদতে বিষয়টি যে কী, এখন সকলেরই জানা ৷ কয়েকদিন আগেই তাঁর নতুন ছবি 'বুমেরাং'-এর মহরতের কিছু ছবি শেয়ার করেছিলেন জিৎ ৷ সেখানে ক্ল্যাপস্টিক হাতে নিয়ে একসঙ্গে পোজ দেন দুই তারকাই ৷ আর সেই ছবির কাজই এবার শুরু করে দিলেন তাঁরা ৷

কয়েকদিন আগে মহরতের ছবি শেয়ার করে জিৎ লিখেছিলেন, "বুমেরাং ছবির মহরত হয়ে গেল ৷ শুটিং শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি ৷" শুটিং শুরুর খবর পেতে বেশিদিন সময় লাগল না ৷ সৌভিক কুণ্ডুর এই ছবির শুটিং শুরুর খবর দিলেন জিৎ নিজেই ৷ এই তাঁর ইনস্টা স্টোরিতে হাতে হাত রাখার একটি ছবি পোস্ট করেছেন জিৎ আর ক্য়াপশানে লিখেছেন, "জার্নি শুরু হল ৷ আপনার এটাবে কীভাবে বলতে চান ৷" একই রুক্মিণীর নামও উল্লেখ করেছেন তিনি ৷

সৌভিক কুণ্ডুর এই ছবিতে জিৎ-রুক্মিণী জুটি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই তুঙ্গে ৷ কারণ শেষ কয়েকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে দেবের সঙ্গেই ৷ সামনেই আসতে চলেছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ৷ দেবের এই ছবিতেও সত্যবতী হিসেবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে ৷ তাই দেবকে ছেড়ে এবার তিনি অন্য় কারও সঙ্গে জুটি বাঁধুন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই ৷ ঠিক সেটাই হতে চলেছে এই ছবির হাত ধরে ৷

Jeet Rukmini New Film
জিতের নতুন ইনস্টা স্টোরি

আরও পড়ুন: 'নতুন রেকর্ড তৈরি হবে', 'প্রজেক্ট কে'র ঝলকে মুগ্ধ প্রভাসের অনুগামীরা

অন্য়দিকে ছবিতে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহরায় এবং অম্বরীশ ভট্টাচার্যও ৷ অম্বরীশকে আগামীতে দেখা যাবে দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ছবিতেও ৷ আবার এই ছবিতেও তিনি জুটি বাঁধছেন জিতের সঙ্গে ৷ অন্যদিকে ছবিতে কাজ করার কথা ছিল সত্য়ম ভট্টাচার্যেরও ৷ বৃহস্পতিবারই সত্যম সোশালে জানিয়েছেন অসুস্থতার কারণে নিজেকে এই ছবি থকে সরিয়ে নিচ্ছেন তিনি ৷ অন্যদিকে কিছুদিন তাঁর 'মানুষ' ছবির কাজ শেষ করেছেন জিৎ ৷ এবার শুরু 'বুমেরাং' ছবির যাত্রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.