ETV Bharat / entertainment

Jawan BO Collection Day 13: আনলাকি নয় লাকি 13! 900 কোটির ক্লাবে জায়গা পাকা করে ফেলতে পারে 'জওয়ান'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 11:59 AM IST

13 সংখ্যাকে আনলাকি মনে করেন অনেকেই ৷ তবে বাদশার জন্য় বেশ লাকিই হতে পারে 'জওয়ান' ছবির 13তম দিনের সংগ্রহ ৷ মঙ্গলবার ভারতে 500 কোটি এবং দেশ-বিদেশ মিলিয়ে 900 কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে এই ছবি ৷

Jawan BO Collection Day 13
900 কোটির ক্লাবে জওয়ান

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: বক্স অফিসে রকেটের গতিতে একের পরপর মাইলস্টোন পার করে চলেছে 'জওয়ান' ৷ সাপ লুডোর এই কঠিন খেলাতে প্রতিবার নতুন নতুন সিঁড়ি খুঁজে নেওয়াটা সহজ নয় ৷ কিন্তু ব্যতিক্রম শাহরুখ খান ৷ পর্দায় 11টি দেশের পুলিশ তাঁকে খুঁজে বেড়ায় কিন্তু আজও ধরতে পারে না ৷ আর বক্স অফিসে যখন কেউ তাঁর রেকর্ড ভাঙার কথা ভাবার আগেই নিজে সেই রেকর্ড ভেঙে আরও একটি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন এসআরকে ৷ মাত্র 12 দিনেই ভারতে 491 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান' ৷ আর স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, মঙ্গলবার 500 কোটির ক্লাবে আসন পাকা করে ফেলবে এই ছবি ৷ এমনকী বিদেশের বক্স অফিস মিলিয়ে হিসেবটা ছাড়িয়ে যেতে পারে 900 কোটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোমবার রাতে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যে রিপোর্ট সামনে এনেছে তাতে ইতিমধ্য়েই দেশ বিদেশ মিলিয়ে 858.68 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ আর তাই মঙ্গলবারের হিসেব সামনে আসলে খুব সহজেই 900 কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে শাহরুখের ছবির আয় ৷

অন্যদিকে শুধুমাত্র দেশের নিরিখে স্যাকনিল্ক যে রিপোর্ট দিয়েছে তাতে প্রথম 12 দিনে ছবির আয় ছিল 491.63 কোটি টাকা ৷ 13তম দিনে ছবির আয় কেমন হতে পারে? স্য়াকনিল্কের দাবি মঙ্গলবার 12.16 কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবি ৷ যার জেরে ভারতে 500 কোটির ক্লাবে ঢুকে পড়তে পারবে শাহরুখের 'জওয়ান' ৷

আরও পড়ুন: অব্যহত বাদশা-র দাপট! 12 দিনেই 800 কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে 'জওয়ান'

হিট ছবির আশাতেই দক্ষিণি পরিচালকের হাত ধরেছিলেন কিং খান ৷ নিরাশ করেননি পরিচালক অ্যাটলি কুমারও ৷ নিজের রেকর্ডও যেমন বজায় রেখেছেন তেমনই শাহরুখের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একটি এপিক ব্লকবাস্টার ৷ 300 কোটির বাজেটে তৈরি এই ছবিতে শাহরুখকে যেভাবে তুলে ধরেছেন নির্মাতারা তা দেখে খুশি সমালোচকরাও ৷ আর জনতা যে খুশি তার প্রমাণ তো মিলেছে বক্স অফিসেই ৷

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: বক্স অফিসে রকেটের গতিতে একের পরপর মাইলস্টোন পার করে চলেছে 'জওয়ান' ৷ সাপ লুডোর এই কঠিন খেলাতে প্রতিবার নতুন নতুন সিঁড়ি খুঁজে নেওয়াটা সহজ নয় ৷ কিন্তু ব্যতিক্রম শাহরুখ খান ৷ পর্দায় 11টি দেশের পুলিশ তাঁকে খুঁজে বেড়ায় কিন্তু আজও ধরতে পারে না ৷ আর বক্স অফিসে যখন কেউ তাঁর রেকর্ড ভাঙার কথা ভাবার আগেই নিজে সেই রেকর্ড ভেঙে আরও একটি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন এসআরকে ৷ মাত্র 12 দিনেই ভারতে 491 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান' ৷ আর স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, মঙ্গলবার 500 কোটির ক্লাবে আসন পাকা করে ফেলবে এই ছবি ৷ এমনকী বিদেশের বক্স অফিস মিলিয়ে হিসেবটা ছাড়িয়ে যেতে পারে 900 কোটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোমবার রাতে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যে রিপোর্ট সামনে এনেছে তাতে ইতিমধ্য়েই দেশ বিদেশ মিলিয়ে 858.68 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ আর তাই মঙ্গলবারের হিসেব সামনে আসলে খুব সহজেই 900 কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে শাহরুখের ছবির আয় ৷

অন্যদিকে শুধুমাত্র দেশের নিরিখে স্যাকনিল্ক যে রিপোর্ট দিয়েছে তাতে প্রথম 12 দিনে ছবির আয় ছিল 491.63 কোটি টাকা ৷ 13তম দিনে ছবির আয় কেমন হতে পারে? স্য়াকনিল্কের দাবি মঙ্গলবার 12.16 কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবি ৷ যার জেরে ভারতে 500 কোটির ক্লাবে ঢুকে পড়তে পারবে শাহরুখের 'জওয়ান' ৷

আরও পড়ুন: অব্যহত বাদশা-র দাপট! 12 দিনেই 800 কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে 'জওয়ান'

হিট ছবির আশাতেই দক্ষিণি পরিচালকের হাত ধরেছিলেন কিং খান ৷ নিরাশ করেননি পরিচালক অ্যাটলি কুমারও ৷ নিজের রেকর্ডও যেমন বজায় রেখেছেন তেমনই শাহরুখের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একটি এপিক ব্লকবাস্টার ৷ 300 কোটির বাজেটে তৈরি এই ছবিতে শাহরুখকে যেভাবে তুলে ধরেছেন নির্মাতারা তা দেখে খুশি সমালোচকরাও ৷ আর জনতা যে খুশি তার প্রমাণ তো মিলেছে বক্স অফিসেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.