হায়দরাবাদ, 31 অগস্ট: সুপারস্টার শাহরুখ খান এবং বিজয় সেতুপতি সম্মুখ সমরে নামতে চলেছেন 'জওয়ান' ছবিতে ৷ অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন বিজয় ৷ বুধবার চেন্নাইতে একটি অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল শাহরুখ-বিজয় দু'জনকেই ৷ আর এই অনুষ্ঠানে উঠে এল অনেক ব্যক্তিগত গল্প ৷ সেখানে বিজয় জানালেন শাহরুখের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তাঁর ছোটবেলা থেকেই ৷ কিন্তু কেন? কী এমন দোষ করলেন এসআরকে ৷
বিজয় এদিন ফিরে যান তাঁর স্কুলের দিনগুলিতে ৷ তিনি জানান, যখন তিনি স্কুলে পড়তেন তাঁর একটি মেয়ের প্রতি ভীষণ 'ক্রাশ' ছিল ৷ কিন্তু সেই মেয়েটি আবার ছিল শাহরুখের অন্ধ অনুরাগী ৷ মনে মনে প্রেমিক রূপে সে নাকি বরণ করে নিয়েছিল এসআরকে-কেই ৷ আর তাই বিজয় সেখানে কোনও সুযোগই পাননি ৷ বিজয় জানান, তিনি চেয়েছিলেন কোনও এক দিন তিনি শাহরুখকে এর জবাব দেবেন ৷
-
Vijay : I had a huge crush on a girl in school, but she was madly in love with SRK, I guess I have finally fulfilled my revenge against him with Jawan, as his antagonist.
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
SRK : You can take revenge, But you can not take my Girls!#Jawan #JawanPreReleaseEvent#LeoRoarsIn50DAYS pic.twitter.com/gi43MRnMB6
">Vijay : I had a huge crush on a girl in school, but she was madly in love with SRK, I guess I have finally fulfilled my revenge against him with Jawan, as his antagonist.
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) August 30, 2023
SRK : You can take revenge, But you can not take my Girls!#Jawan #JawanPreReleaseEvent#LeoRoarsIn50DAYS pic.twitter.com/gi43MRnMB6Vijay : I had a huge crush on a girl in school, but she was madly in love with SRK, I guess I have finally fulfilled my revenge against him with Jawan, as his antagonist.
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) August 30, 2023
SRK : You can take revenge, But you can not take my Girls!#Jawan #JawanPreReleaseEvent#LeoRoarsIn50DAYS pic.twitter.com/gi43MRnMB6
আর এই ছবিতে শাহরুখের বিপরীতে খলনায়ক কালির চরিত্রে দেখা গিয়েছে বিজয়কে ৷ তাই সেকথা মনে করে তিনি বলেন, "শেষমেষ আমি শাহরুখের বিরুদ্ধে বদলা নিয়েই নিলাম ৷" বিজয়ের এই কমেন্ট নিয়ে রীতিমতো মিম তৈরি হচ্ছে সোশালে ৷ সেখানে শাহরুখের মুখেও একটি সংলাপ বসিয়ে দিয়েছেন ফ্যানেরা ৷ কেউ লিখেছেন, "শাহরুখ এটা শুনে বলবেন: বিজয় তুমি বদলা নিতেই পারো তবে আমার মহিলা ফ্যানেদের কেড়ে নিতে পারবে না ৷"
আরও পড়ুন: 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না', খলনায়ক শাহরুখে পাগল অনুরাগীরা, মুক্তি পেল ট্রেলার
7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ তার আগে বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলারও ৷ ছবিতে বিজয় এবং শাহরুখ ছাড়াও রয়েছেন প্রিয়ামণি, শানায়া মালহোত্রা, নয়নতারার মতো একঝাঁক নায়িকা ৷ এছাড়া সুনীল গ্রোভার থেকে দীপিকা পাডু়কোন অনেকেই ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে ৷