হায়দরাবাদ, 2 অগস্ট: জাহ্নবী কাপুরের নতুন ছবি 'গুড লাক জেরি' মুক্তি পেয়েছে গত 29 জুলাই ৷ ছবিতে বিহারের বাসিন্দা এক তরুণীর চরিত্রে অভিনয় করে মোটামুটি ভালোই নজর কেড়েছেন অভিনেত্রী ৷ এবার এই ছবি নিয়ে বেশ কিছু অজানা কথা শেয়ার করলেন তিনি ৷ সেটে কেমন ছিল তাঁর অভিজ্ঞতা তাও জানালেন শ্রীদেবী কন্যা ৷ (Janhvi Kapoor on Good Luck Jerry Shoot )৷
সহ-অভিনেতা এবং টিমের প্রশংসা করে তিনি বলেন,"আমাকে ভ্যানে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ আমার চরিত্রের এমন সুযোগ ছিল না । আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমাদের অভিনেতাদের অনেক সুবিধা রয়েছে কিন্তু লাইট নিয়ে ব্যস্ত দাদা এবং অন্যরা সেটে প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিতে একজন বিহারি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ৷ তাই তাঁর উচ্চারণেও বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে তাঁকে ৷ প্রতিটি ছোট জিনিস নিখুঁত না হলে চরিত্রটি ছন্দ হারিয়ে ফেলত ৷ আর সেই কারণেই শুটিংয়ের সমযও বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়েছে তাঁকে ৷ সেই কথাই স্মরণ করে তিনি বলেন, "আমি এই বিশেষ উপভাষা এবং উচ্চারণের ট্রেনিং শুরু করেছিলাম ৷ বিহারি ভাষায় একটি নির্দিষ্ট ছন্দ আছে যা ভীষণ মিষ্টি ৷ কিন্তু এটার মধ্যে ঢুকে পড়লে বেরিয়ে আসা খুব মুশকিল ৷" '
আরও পড়ুন: 'প্রজাপতি'র শ্যুটিং এ বেনারসে দেব, পুজো দিলেন কাশী ধামে
'গুডলাক জেরি' ছবিতে জাহ্নবী ছাড়াও রয়েছেন দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ট, নীরজ সুদ এবং সুশান্ত সিংকে । ছবির প্রযোজনার দায়িত্বে আনন্দ এল রাই এবং সুবাস্করন ৷ ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেন ৷