হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: শ্রীদেবী কন্যা আজ হিন্দি বিনোদন জগতের অন্য়তম চেনা মুখ ৷ মা শ্রীদেবী এবং বাবা বনি কাপুরের সৌজন্যে ছোটবেলা থেকেই স্পটলাইটে চলে এসেছিলেন তিনি ৷ কিন্তু সেই অভিজ্ঞতা তাঁর জন্য় মোটেই সুখকর ছিল না ৷ সম্প্রতি তাঁর খ্যাতির বিড়ম্বনার কাহিনি তিনি শেয়ার করলেন সকলের জন্য় ৷ তাঁর যখন 10 বছর বয়স তখন থেকেই পাপারাৎজিদের লেন্স ছিল তাঁর মুখের ওপর ৷ বিখ্যাত বাবা-মায়ের মেয়ে হওয়ায় যেমন তিনি চর্চায় উঠে এসেছেন তেমনই মাত্র 10 বছর বয়সেই পর্ন সাইটে ফাঁস হয়ে যায় তাঁর ছবি ৷
একটি সাম্প্রতিক ইন্টারভিউতে তিনি জানান, ছোটবেলাতেই তাঁর ছবি ইয়াহুর মতো বহু জনপ্রিয় প্লার্টফর্মে ফাঁস হয়ে গিয়েছিল ৷ আজ সেই ছবিগুলি দেখলে তাঁর অস্বস্তি হয় বলেও জানান অভিনেত্রী ৷ শুধু তাই নয় তিনি জানান, পর্ন সাইটেও তাঁর বেশ কয়েকটি ছবি ফাঁস করে দেওয়া হয় ৷ যার জেরে স্কুলে তাঁকে হেনস্থার শিকার হতে হয় ৷
তাঁর মতে, স্কুলে সকলেই তাঁর দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করে ৷ তিনি শুরুর দিকে বিষয়টা অতোটা বুঝতেও পারেননি ৷ কিন্তু তাঁর প্রচণ্ড অস্বস্তি হতো ৷ এরপর তিনি অনুধাবন করেন, তাঁকে সকলেই অপছন্দ করতে শুরু করেছে ৷ তাঁর সঙ্গে ঠিক করে কথাও বলছে না ৷ জাহ্নবীর জন্য় স্কুলের জীবনটা হয়ে উঠেছিল ভীষণ যন্ত্রনাদায়ক ৷
আরও পড়ুন: অভিভাবকহীন হগওয়ার্টস! হ্যাগিড্রের পর মায়ার রাজ্য ছাড়লেন ‘হ্যারির হেডস্যর’
অভিনয়ের কথা বলতে গেলে, জাহ্নবীকে শেষ পর্দায় দেখা গিয়েছে নীতিশ তিওয়ারির 'বাওয়াল' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ৷ আগামিদিনেও বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে ৷ রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে ৷ আর অন্য়দিকে তাঁর হাতে রয়েছে 'দেভারা'র মতো ছবিও ৷ ছবিতে তাঁকে দেখা যাবে জুনিয়র এনটিআরের সঙ্গে ৷