ETV Bharat / entertainment

Janhvi Kapoor in Summer Holiday: চর্চিত প্রেমিক শিখরের সঙ্গে কোথায় চললেন জাহ্নবী ? দেখুন ভিডিয়ো - চর্চিত লাভবার্ড

চলতি মাসের শুরুতে তিরুপতি দর্শন করে ফেরার পরে জাহ্নবী কাপুর ফের পাড়ি দিলেন হলিডে কাটাতে ৷ সঙ্গে চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া ৷ প্রেমের গুঞ্জনের মাঝে কোথায় ছুটি কাটাতে যাচ্ছেন এই জুটি ?

Janhvi Kapoor Shikhar Pahariya
জাহ্নবী কাপুর হলিডে
author img

By

Published : Apr 16, 2023, 7:19 PM IST

মুম্বই, 16 এপ্রিল: গরম পড়তে না-পড়তেই বিদেশ যাত্রা শুরু সেলিব্রিটিদের ৷ মুম্বইয়ের গরম থেকে বাঁচতে মলদ্বীপ থেকে মালয়েশিয়া, বলিউড ডিভারা পাড়ি দিচ্ছেন ভিনদেশে ৷ সম্প্রতি তারা সুতারিয়া থেকে অনন্যা পাণ্ডেকে হলিডে'তে পা রেখেছেন দেশের বাইরে ৷ বাকিরাই বা বাদ থাকেন কেন ৷ এবার পালা শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের। গ্রীষ্মের ছুটি কাটাতে বেরোনোর আগে রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে ধড়ক অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া।

রবিবার সকালে এই চর্চিত লাভবার্ডস মুম্বইকে টাটা বলে হলিডে ডেস্টিনেশনে পাড়ি দিতে দিয়েছেন ৷ তবে তাঁরা কোথায় গেলেন, তা এখনও স্পষ্ট নয় ৷ অনুরাগীরা তাই অপেক্ষায় ইনস্টাগ্রাম পোস্টের ৷ সেলিব্রিটিরা বেড়াতে গেলেই নীল জলরাশিতে সিক্ত হওয়া কিংবা বরফ নিয়ে খেলা করার ছবি পোস্ট করে থাকেন ৷ তবে জাহ্নবী বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখেন ৷ সম্পর্ক নিয়ে খুব একটা ঢাক পেটানো তিনি পছন্দ করেন না ৷ কিন্তু মনোকিনি বা বিকিনিতে হট লুকের ছবি তিনি ভক্তদের জন্য শেয়ার করেন হামেশাই ৷

এদিন হলিডে ডেস্টিনেশনে পাড়ি দেওয়ার সময় জাহ্নবী গরম থেকে বাঁচতে গোলাপী প্যান্টস্যুট বেছে নিয়েছিলেন ৷ সঙ্গে পরেছিলেন একটি সাদা ক্রপ টপ ও স্নিকার্স ৷ অন্যদিকে শিখরকে একটি নীল টিশার্ট এবং বেইজ ট্রাউজার পরতে দেখা গিয়েছে ৷ মাথায় ছিল একটি নীল টুপি ৷ শিখরের সঙ্গে হাসিমুখে বিমানবন্দরে ছাড়েন জাহ্নবী । বিমান ধরার আগে এই অভিনেতা ফটোর জন্য পোজ দেন ৷ তাঁকে অনুসরণ করেই পিছন পিছন শিখরও বিমানবন্দরে ঢোকেন ।

2018 সালে সিনে দুনিয়ায় আসার আগে জাহ্নবী এবং শিখর একে অপরকে ডেট শুরু করেন । তবে তারপর তাঁদের ব্রেক-আপ হয়ে যায় ৷ এই জুটি গত বছরের শেষের দিকে পুনরায় এক হন ৷ তাদের রোম্যান্স নিয়ে আবারও চর্চা শুরু হয় ৷ একসঙ্গে দু'জনকে প্রায়শই দেখা যাচ্ছে ৷ মনে হচ্ছে বনি কাপুরও তাঁর মেয়ের পছন্দে সিলমোহর দিয়েছেন । জাহ্নবীর বাবা শিখরকে আপাতদৃষ্টিতে পছন্দ করেন এবং শিখরের সঙ্গে কয়েকবার তাঁকে দেখাও গিয়েছে ।

আরও পড়ুন: কেমন ছিল মালতির প্রথম 'সাউন্ডচেক', জানালেন প্রিয়াঙ্কা

মুম্বই, 16 এপ্রিল: গরম পড়তে না-পড়তেই বিদেশ যাত্রা শুরু সেলিব্রিটিদের ৷ মুম্বইয়ের গরম থেকে বাঁচতে মলদ্বীপ থেকে মালয়েশিয়া, বলিউড ডিভারা পাড়ি দিচ্ছেন ভিনদেশে ৷ সম্প্রতি তারা সুতারিয়া থেকে অনন্যা পাণ্ডেকে হলিডে'তে পা রেখেছেন দেশের বাইরে ৷ বাকিরাই বা বাদ থাকেন কেন ৷ এবার পালা শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের। গ্রীষ্মের ছুটি কাটাতে বেরোনোর আগে রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে ধড়ক অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া।

রবিবার সকালে এই চর্চিত লাভবার্ডস মুম্বইকে টাটা বলে হলিডে ডেস্টিনেশনে পাড়ি দিতে দিয়েছেন ৷ তবে তাঁরা কোথায় গেলেন, তা এখনও স্পষ্ট নয় ৷ অনুরাগীরা তাই অপেক্ষায় ইনস্টাগ্রাম পোস্টের ৷ সেলিব্রিটিরা বেড়াতে গেলেই নীল জলরাশিতে সিক্ত হওয়া কিংবা বরফ নিয়ে খেলা করার ছবি পোস্ট করে থাকেন ৷ তবে জাহ্নবী বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখেন ৷ সম্পর্ক নিয়ে খুব একটা ঢাক পেটানো তিনি পছন্দ করেন না ৷ কিন্তু মনোকিনি বা বিকিনিতে হট লুকের ছবি তিনি ভক্তদের জন্য শেয়ার করেন হামেশাই ৷

এদিন হলিডে ডেস্টিনেশনে পাড়ি দেওয়ার সময় জাহ্নবী গরম থেকে বাঁচতে গোলাপী প্যান্টস্যুট বেছে নিয়েছিলেন ৷ সঙ্গে পরেছিলেন একটি সাদা ক্রপ টপ ও স্নিকার্স ৷ অন্যদিকে শিখরকে একটি নীল টিশার্ট এবং বেইজ ট্রাউজার পরতে দেখা গিয়েছে ৷ মাথায় ছিল একটি নীল টুপি ৷ শিখরের সঙ্গে হাসিমুখে বিমানবন্দরে ছাড়েন জাহ্নবী । বিমান ধরার আগে এই অভিনেতা ফটোর জন্য পোজ দেন ৷ তাঁকে অনুসরণ করেই পিছন পিছন শিখরও বিমানবন্দরে ঢোকেন ।

2018 সালে সিনে দুনিয়ায় আসার আগে জাহ্নবী এবং শিখর একে অপরকে ডেট শুরু করেন । তবে তারপর তাঁদের ব্রেক-আপ হয়ে যায় ৷ এই জুটি গত বছরের শেষের দিকে পুনরায় এক হন ৷ তাদের রোম্যান্স নিয়ে আবারও চর্চা শুরু হয় ৷ একসঙ্গে দু'জনকে প্রায়শই দেখা যাচ্ছে ৷ মনে হচ্ছে বনি কাপুরও তাঁর মেয়ের পছন্দে সিলমোহর দিয়েছেন । জাহ্নবীর বাবা শিখরকে আপাতদৃষ্টিতে পছন্দ করেন এবং শিখরের সঙ্গে কয়েকবার তাঁকে দেখাও গিয়েছে ।

আরও পড়ুন: কেমন ছিল মালতির প্রথম 'সাউন্ডচেক', জানালেন প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.