হায়দরাবাদ, 16 অগস্ট: শেষ ছবি 'লাল সিং চাড্ডা' একেবারেই ভালো যায়নি বলিউড সুপারস্টার আমির খানের জন্য ৷ 'ফরেস্টগাম্প' ছবির এই হিন্দি রিমেকটি মন জয় করতে পারেনি কারোরই ৷ না মন মজেছে সমালোচকদের, না বক্স অফিসে জায়গা করতে পেরেছে এই ছবি ৷ তারপর থেকেই কার্যত একেবারে চুপ মিস্টার পারফেকশনিস্ট ৷ এবার সামনে এল একটি নতুন জল্পনা ৷ হয়তো ছেলে জুনায়েদ খানকে নিয়ে নতুন কাজ করতে পারেন আমির ৷ যদিও কোনও খবরেই এখনও সিলমোহর পড়েনি ৷ তবে কানাঘুষো শোনা যাচ্ছে জুনায়েদের উল্টোদিকে থাকবেন শ্রীদেবী কন্য়া খুশি কাপুর ৷
আমির-পুত্র অবশ্য় তার আগেই অভিষেক করতে চলেছেন ছবির জগতে ৷ তাঁকে আগামীতে দেখা যাবে যশ রাজ ফিল্মের ঐতিহাসিক ছবি 'মহারাজা'-তে ৷ এবার তাঁর প্রথম ছবি মুক্তির আগেই কথাবার্তা শুরু হল তাঁর দ্বিতীয় ছবি নিয়েও ৷ সৌজন্য়ে অবশ্যই আমির খান ৷ কিং খান যেমন তাঁর পুত্রের প্রথম ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ আমিরও এক্ষেত্রে তেমনটাই করবেন বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, এই ছবিটিও আদতে একটি রিমেক ৷ তবে এবার একটি থাই ছবির রিমেক তৈরি করতে চলেছেন আমির ৷ ছবির স্বত্ত্বও ইতিমধ্যেই কিনে ফেলেছেন অভিনেতা ৷ ছবির পরিচালনার দায়িত্ব নিতে হতে পারে আমির ঘনিষ্ট সুনীল পাণ্ডেকে ৷ ছবিটি যে থাই ছবির রিমেক তার নাম 'ওয়ান ডে' ৷ 2016 সালে মুক্তি পায় এই ছবিটি ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বাঞ্জং পিসানথানাকুন ৷ তবে যেটুকু জানা গিয়েছে তা হল এটি একটি রোম্যান্টিক ড্রামা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: 'নিয়ম ভালোই জানি', জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কটাক্ষের পালটা দিলেন শিল্পা
এবার সেই ছবির হাত ধরেই দ্বিতীয়বার পর্দায় ফিরতে পারেন জুনায়েদ ৷ শোনা গিয়েছে, এই বছরের শেষের দিকেই শুরু হতে চলেছে শুটিং ৷ আগামীতে খুশি কাপুরকে দেখা যাবে 'দ্য আর্চিস' ছবিতে ৷ জোয়া আখতার পরিচালিত এই প্রজেক্টের হাত ধরেই অভিষেক করবেন শ্রীদেবী কন্যা ৷