ETV Bharat / entertainment

Chotolok Poster Out: ওটিটিতে এবার স্ক্রিনশেয়ার শ্রীময়ী-জুন আন্টির, মুক্তি পেল নতুন সিরিজের মোশন পোস্টার - Indrani Halder And Ushasi Chakraborty Web Series

মুক্তি পেল ইন্দ্রাণী হালদারের নতুন সিরিজ 'ছোটলোক'-এর মোশন পোস্টার ৷ ইন্দ্রনীল রায়চৌধুরীর প্রথম ওয়েব সিরিজ আসছে খুব তাড়াতাড়ি ৷

Chotolok Poster Out
মুক্তি পেল ছোটলোক সিরিজের মোশন পোস্টার
author img

By

Published : Jun 8, 2023, 9:38 PM IST

কলকাতা, 8 জুন: ছোটপর্দায় নজিরবিহীন সাফল্যের পর এবার ওটিটিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন শ্রীময়ী এবং জুন আন্টি ৷ আরও ভালো করে বলতে গেলে ইন্দ্রাণী হালদার এবং ঊষসী চক্রবর্তী ৷ অর্থাৎ, শ্রীময়ী এবং জুন আন্টিকে আরও একবার একসঙ্গে অভিনয় করতে দেখার আকাঙ্খা পূরণ হতে চলেছে অনুরাগীদের ৷ অন্যদিকে পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী এই সিরিজের হাত ধরেই অভিষেক করতে চলেছেন ওয়েব সিরিজ পরিচালনায় ৷ সম্প্রতি মুক্তি পেল এই সিরিজের মোশন পোস্টার ৷ ওয়েব সিরিজটির নাম 'ছোটলোক' ৷

সিরিজের যে মোশন পোস্টারে দেখা গিয়েছে অ্যানিমেটেড এক মহিলা পুলিশ অফিসারকে ৷ তার হাতে রয়েছে বন্দুক আর অন্য়দিকে নীচে দেখা গিয়েছে একজন নারীর মৃতদেহ ৷ সিরিজটি যে রহস্যে ভরপুর হতে চলেছে, পোস্টারেই তার আভাস মিলেছে ৷ যদিও কবে এই সিরিজটি মুক্তি পাচ্ছে, সে বিষয়ে এখনও নিশ্চিত জানাননি নির্মাতারা ৷ তবে সিরিজটি 'জি5'-এ মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷

এর আগে গত বছর সামনে এসেছিল এই সিরিজের প্রথম লুক ৷ সিরিজে ইন্দ্রাণীকে দেখা যাবে এক বৃদ্ধা রাজনীতিবিদের চরিত্রে ৷ স্টাইলিশ লুকে সামনে আসবেন ঊষসীও ৷ এছাড়াও এই সিরিজে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, ঊষসী রায়, দামিনী বসু, প্রতীক দত্ত, জিৎ সুন্দর চক্রবর্তী, লোকনাথ দে, দেবেশ চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার, জয়দীপ মুখোপাধ্য়ায়ের মতো একগুচ্ছ পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের ৷

আরও পড়ুন: ফায়ার ক্র্যাকার, চকোলেট কেক...জমে গেল নীলের জন্মদিনের পার্টি; তদ্বির করলেন তৃণা

চেরিপ্লিক্স মুজিজ প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপবুক-এর প্রযোজনায় আসতে চলেছে এই সিরিজটি ৷ জানা গিয়েছে, সিরিজের গল্প গড়ে উঠতে চলেছে একটি বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে ৷ এই বিবাহ বহির্ভূত সম্পর্কে যে নারীর দেখা মেলে তার রয়েছে একটি ভয়ংকর অতীত ৷ কী সেই ঘটনা? এবার কোনওদিকে গড়াবে গল্প তা জানা যাবে সময় এলেই ৷ তবে খুন, রক্তপাত আর রহস্য় যে থাকছে বোঝা গিয়েছিল গত বছর নির্মাতাদের প্রকাশ করা ভিডিয়োতেই ৷ এর আগে ওয়েবে সেভাবে দেখা যায়নি ইন্দ্রাণীকে ৷ তাই তাঁকে এই সিরিজে দেখার জন্য় মুখিয়ে অনুরাগীরা ৷

কলকাতা, 8 জুন: ছোটপর্দায় নজিরবিহীন সাফল্যের পর এবার ওটিটিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন শ্রীময়ী এবং জুন আন্টি ৷ আরও ভালো করে বলতে গেলে ইন্দ্রাণী হালদার এবং ঊষসী চক্রবর্তী ৷ অর্থাৎ, শ্রীময়ী এবং জুন আন্টিকে আরও একবার একসঙ্গে অভিনয় করতে দেখার আকাঙ্খা পূরণ হতে চলেছে অনুরাগীদের ৷ অন্যদিকে পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী এই সিরিজের হাত ধরেই অভিষেক করতে চলেছেন ওয়েব সিরিজ পরিচালনায় ৷ সম্প্রতি মুক্তি পেল এই সিরিজের মোশন পোস্টার ৷ ওয়েব সিরিজটির নাম 'ছোটলোক' ৷

সিরিজের যে মোশন পোস্টারে দেখা গিয়েছে অ্যানিমেটেড এক মহিলা পুলিশ অফিসারকে ৷ তার হাতে রয়েছে বন্দুক আর অন্য়দিকে নীচে দেখা গিয়েছে একজন নারীর মৃতদেহ ৷ সিরিজটি যে রহস্যে ভরপুর হতে চলেছে, পোস্টারেই তার আভাস মিলেছে ৷ যদিও কবে এই সিরিজটি মুক্তি পাচ্ছে, সে বিষয়ে এখনও নিশ্চিত জানাননি নির্মাতারা ৷ তবে সিরিজটি 'জি5'-এ মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷

এর আগে গত বছর সামনে এসেছিল এই সিরিজের প্রথম লুক ৷ সিরিজে ইন্দ্রাণীকে দেখা যাবে এক বৃদ্ধা রাজনীতিবিদের চরিত্রে ৷ স্টাইলিশ লুকে সামনে আসবেন ঊষসীও ৷ এছাড়াও এই সিরিজে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, ঊষসী রায়, দামিনী বসু, প্রতীক দত্ত, জিৎ সুন্দর চক্রবর্তী, লোকনাথ দে, দেবেশ চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার, জয়দীপ মুখোপাধ্য়ায়ের মতো একগুচ্ছ পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের ৷

আরও পড়ুন: ফায়ার ক্র্যাকার, চকোলেট কেক...জমে গেল নীলের জন্মদিনের পার্টি; তদ্বির করলেন তৃণা

চেরিপ্লিক্স মুজিজ প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপবুক-এর প্রযোজনায় আসতে চলেছে এই সিরিজটি ৷ জানা গিয়েছে, সিরিজের গল্প গড়ে উঠতে চলেছে একটি বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে ৷ এই বিবাহ বহির্ভূত সম্পর্কে যে নারীর দেখা মেলে তার রয়েছে একটি ভয়ংকর অতীত ৷ কী সেই ঘটনা? এবার কোনওদিকে গড়াবে গল্প তা জানা যাবে সময় এলেই ৷ তবে খুন, রক্তপাত আর রহস্য় যে থাকছে বোঝা গিয়েছিল গত বছর নির্মাতাদের প্রকাশ করা ভিডিয়োতেই ৷ এর আগে ওয়েবে সেভাবে দেখা যায়নি ইন্দ্রাণীকে ৷ তাই তাঁকে এই সিরিজে দেখার জন্য় মুখিয়ে অনুরাগীরা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.