ETV Bharat / entertainment

Indian Films at Cannes: কান চলচ্চিত্র উৎসবে এবার অনুরাগের 'কেনেডি' ও রাহুলের 'আগ্রা' - Indian films at Cannes 2023

2023 সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তিনটি ভারতীয় ছবি । থাকছে অনুুরাগ কাশ্যপের 'কেনেডি' এবং রাহুল রায় অভিনীত 'আগ্রা' ছবিটি ৷ এছাড়া উৎসবের ক্লাসিক সেকশনে দেখানো হবে আরিবাম শ্য়াম শর্মা পরিচালিত 'ঈশানউ' ছবিটিও ।

Cannes 2023
কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তিনটি ভারতীয় ছবি
author img

By

Published : May 13, 2023, 8:30 PM IST

কান, 13 মে: 2023 সালের কান চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হবে বেশ কিছু ভারতীয় সিনেমা ৷ গতবছর কান-এ জায়গা করে নিয়েছিল আর মাধবনের ছবি 'রকেট্রি' আর এবার জায়গা করে নিতে চলেছে অনুুরাগ কাশ্যপের আসন্ন ছবি 'কেনেডি' এবং রাহুল রায় অভিনীত 'আগ্রা' ৷ 'মিডনাইট স্ক্রিনিং সেকশন'-এর জন্য় বেছে নেওয়া হয়েছে এই ছবিগুলিকে ৷ আগামী 16-27 মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ৷ এছাড়া কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে জায়াগা করে নিয়েছে আরিবাম শ্য়াম শর্মা পরিচালিত 'ঈশানউ' ছবিটিও ৷

জি স্টুডিয়ো এবং গুড ব্যাড ফিল্মস প্রযোজিত কেনেডি ছবিতে দেখানো ইনসোমনিয়ায় আক্রান্ত এক প্রাক্তন পুলিশ অফিসারের কাহিনি ৷ এই পুলিশ অফিসারটিকে বহুদিন আগে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল কিন্তু সে আজও একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের অংশ হয়েই রয়ে গিয়েছে ৷ আর সেখান থেকেই সে মুক্তির উপায় খুঁজতে চায় ৷ ছবি নিয়ে অনুরাগ জানিয়েছেন, এটা অপরাধ জগতের এমন একটি দিক তুলে ধরে এবং এমন একটি বিষয়ের কথা বলে যা তিনি সর্বদা খুঁজতে চেয়েছিলেন ৷

অন্যদিকে রাহুল রায় অভিনীত 'আগ্রা' ছবিটিও জায়গা করে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবে ৷ আশিকি স্টার রাহুল রায় ছাড়াও এই ছবিতে রয়েছেন মোহিত আগরওয়াল, রুহানি শর্মা, প্রবীণ অভিনেতা বিভা চিব্বর, সোনাল ঝা এবং আঁচল গোস্বামীর মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এই ছবির গল্প এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন কানু বেহল ৷ এই ছবি নিয়েও তাই সিনে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে ৷

মনিপুরি পরিচালক আরিবাম শ্য়াম শর্মা পরিচালিত 1990 সালের পুরস্কার বিজয়ী ছবি 'ঈশানউ'-ও এদিন জায়গা করে নিয়েছে কানের রেড কার্পেটে ৷ এবছর রেড কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য় বেছে নেওয়া হয়েছে এই ছবিটিকে ৷ এই ছবিটি জায়গা করে নিয়েছে কানের ক্লাসিক সেকশনে ৷ ছবিটি দেখানো হবে 19 মে ৷

আরও পড়ুন: বিকাশ বহালের ছবির হাত ধরে প্রথমবার এক পর্দায় অজয় মাধবন

কান, 13 মে: 2023 সালের কান চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হবে বেশ কিছু ভারতীয় সিনেমা ৷ গতবছর কান-এ জায়গা করে নিয়েছিল আর মাধবনের ছবি 'রকেট্রি' আর এবার জায়গা করে নিতে চলেছে অনুুরাগ কাশ্যপের আসন্ন ছবি 'কেনেডি' এবং রাহুল রায় অভিনীত 'আগ্রা' ৷ 'মিডনাইট স্ক্রিনিং সেকশন'-এর জন্য় বেছে নেওয়া হয়েছে এই ছবিগুলিকে ৷ আগামী 16-27 মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ৷ এছাড়া কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে জায়াগা করে নিয়েছে আরিবাম শ্য়াম শর্মা পরিচালিত 'ঈশানউ' ছবিটিও ৷

জি স্টুডিয়ো এবং গুড ব্যাড ফিল্মস প্রযোজিত কেনেডি ছবিতে দেখানো ইনসোমনিয়ায় আক্রান্ত এক প্রাক্তন পুলিশ অফিসারের কাহিনি ৷ এই পুলিশ অফিসারটিকে বহুদিন আগে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল কিন্তু সে আজও একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের অংশ হয়েই রয়ে গিয়েছে ৷ আর সেখান থেকেই সে মুক্তির উপায় খুঁজতে চায় ৷ ছবি নিয়ে অনুরাগ জানিয়েছেন, এটা অপরাধ জগতের এমন একটি দিক তুলে ধরে এবং এমন একটি বিষয়ের কথা বলে যা তিনি সর্বদা খুঁজতে চেয়েছিলেন ৷

অন্যদিকে রাহুল রায় অভিনীত 'আগ্রা' ছবিটিও জায়গা করে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবে ৷ আশিকি স্টার রাহুল রায় ছাড়াও এই ছবিতে রয়েছেন মোহিত আগরওয়াল, রুহানি শর্মা, প্রবীণ অভিনেতা বিভা চিব্বর, সোনাল ঝা এবং আঁচল গোস্বামীর মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এই ছবির গল্প এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন কানু বেহল ৷ এই ছবি নিয়েও তাই সিনে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে ৷

মনিপুরি পরিচালক আরিবাম শ্য়াম শর্মা পরিচালিত 1990 সালের পুরস্কার বিজয়ী ছবি 'ঈশানউ'-ও এদিন জায়গা করে নিয়েছে কানের রেড কার্পেটে ৷ এবছর রেড কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য় বেছে নেওয়া হয়েছে এই ছবিটিকে ৷ এই ছবিটি জায়গা করে নিয়েছে কানের ক্লাসিক সেকশনে ৷ ছবিটি দেখানো হবে 19 মে ৷

আরও পড়ুন: বিকাশ বহালের ছবির হাত ধরে প্রথমবার এক পর্দায় অজয় মাধবন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.