ETV Bharat / entertainment

Sherlyn Chopra: রাহুল গান্ধিকে বিয়ে করতে এককথায় রাজি শার্লিন চোপড়া, তবে দিলেন একটি শর্ত - পাপারাৎজিদের

রাহুল গান্ধিকে কি বিয়ে করবেন? প্রশ্ন শুনে রাজি শার্লিন চোপড়া ৷ তবে বিয়ের জন্য় রাখলেন একটি শর্ত ৷

PIC Courtesy Rahul And Sherlyn Instagram
এক শর্তে রাহুল গান্ধিকে বিয়ে করতে রাজি শার্লিন
author img

By

Published : Aug 8, 2023, 12:39 PM IST

Updated : Aug 8, 2023, 1:30 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট: তাঁর বোল্ড পোশাক এবং সাহসী ফ্যাশনের জন্য় প্রায়শই চর্চায় উঠে আসেন শার্লিন চোপড়া ৷ শার্লিনের ইনস্টাগ্রাম, টুইটার কিংবা অন্যান্য সোশাল মিডিয়ায় নজর রাখলেই মিলবে এর প্রমাণ ৷ প্রায়শই পাপারাৎজিদের সামনে তাঁর বক্তব্যের জেরেও লাইমলাইট কেড়ে নেন নায়িকা ৷ এবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে বিবাহের ইচ্ছাপ্রকাশ করে শিরোনামে উঠে এলেন তিনি ৷ তবে সঙ্গে সঙ্গে রাহুলের জন্য় একটি শর্তও দিয়েছেন তিনি ৷

কোন শর্তে বিয়ে করতে চান শার্লিন?

সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে 'রাহুল গান্ধির সঙ্গে বিবাহ' সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শার্লিন চোপড়া ৷ তিনি এই প্রশ্নের উত্তরে নিসংকোচে বলেন, "আরে কেন নয় ৷ তবে আমি শুধু চাই আমার পদবি চোপড়াই থাকুক ৷" শার্লিন মূলত বলিউডের ব্যস্ত মডেল ৷ তবে তাঁর একটি অন্য পরিচয়ও রয়েছে, তাঁকে বলা যেতেই পারে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন ৷ সর্বদাই কোনও না কোনও বিতর্কে জড়িয়ে থাকেন তিনি ৷

আবারও রাহুলের সঙ্গে বিবাহ সংক্রান্ত বক্তব্যকে ঘিরে চর্চায় উঠে এলেন এই অভিনেত্রী ৷ শার্লিনের বয়স 36 বছর ৷ তিনি 2002 সাল থেকে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও শুরু করেন ৷ বেশকিছু দক্ষিণী এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ 2009 সালে তিনি বিগ বস-এও অংশগ্রহণ করেছিলেন ৷ তারপর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে তাঁর নাম ৷ কয়েকদিন আগেই শার্লিন শিল্পা শেট্টির স্বামী তথা পর্ণ কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য করেন ৷

আরও পড়ুন: কেকে মেননের সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা, প্রকাশ্যে 'লাভ অল' ছবির ট্রেলার

অন্য়দিকে, ভারত জোড়ো যাত্রার পর থেকে ভারতীয় রাজনীতিতে রাহুলের জনপ্রিয়তা কয়েক গুন বেড়েছে বলাই যায় ৷ রাহুল গান্ধির ভক্তদের সংখ্যা অবাধ । এবার সেই রাহুলকেই বিয়ে করতে আপত্তি করলেন না শার্লিন । শর্ত মানলেই রাহুলকে বিয়ে করতেই পারেন তিনি ।

হায়দরাবাদ, 8 অগস্ট: তাঁর বোল্ড পোশাক এবং সাহসী ফ্যাশনের জন্য় প্রায়শই চর্চায় উঠে আসেন শার্লিন চোপড়া ৷ শার্লিনের ইনস্টাগ্রাম, টুইটার কিংবা অন্যান্য সোশাল মিডিয়ায় নজর রাখলেই মিলবে এর প্রমাণ ৷ প্রায়শই পাপারাৎজিদের সামনে তাঁর বক্তব্যের জেরেও লাইমলাইট কেড়ে নেন নায়িকা ৷ এবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে বিবাহের ইচ্ছাপ্রকাশ করে শিরোনামে উঠে এলেন তিনি ৷ তবে সঙ্গে সঙ্গে রাহুলের জন্য় একটি শর্তও দিয়েছেন তিনি ৷

কোন শর্তে বিয়ে করতে চান শার্লিন?

সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে 'রাহুল গান্ধির সঙ্গে বিবাহ' সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শার্লিন চোপড়া ৷ তিনি এই প্রশ্নের উত্তরে নিসংকোচে বলেন, "আরে কেন নয় ৷ তবে আমি শুধু চাই আমার পদবি চোপড়াই থাকুক ৷" শার্লিন মূলত বলিউডের ব্যস্ত মডেল ৷ তবে তাঁর একটি অন্য পরিচয়ও রয়েছে, তাঁকে বলা যেতেই পারে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন ৷ সর্বদাই কোনও না কোনও বিতর্কে জড়িয়ে থাকেন তিনি ৷

আবারও রাহুলের সঙ্গে বিবাহ সংক্রান্ত বক্তব্যকে ঘিরে চর্চায় উঠে এলেন এই অভিনেত্রী ৷ শার্লিনের বয়স 36 বছর ৷ তিনি 2002 সাল থেকে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও শুরু করেন ৷ বেশকিছু দক্ষিণী এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ 2009 সালে তিনি বিগ বস-এও অংশগ্রহণ করেছিলেন ৷ তারপর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে তাঁর নাম ৷ কয়েকদিন আগেই শার্লিন শিল্পা শেট্টির স্বামী তথা পর্ণ কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য করেন ৷

আরও পড়ুন: কেকে মেননের সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা, প্রকাশ্যে 'লাভ অল' ছবির ট্রেলার

অন্য়দিকে, ভারত জোড়ো যাত্রার পর থেকে ভারতীয় রাজনীতিতে রাহুলের জনপ্রিয়তা কয়েক গুন বেড়েছে বলাই যায় ৷ রাহুল গান্ধির ভক্তদের সংখ্যা অবাধ । এবার সেই রাহুলকেই বিয়ে করতে আপত্তি করলেন না শার্লিন । শর্ত মানলেই রাহুলকে বিয়ে করতেই পারেন তিনি ।

Last Updated : Aug 8, 2023, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.