ETV Bharat / entertainment

Hrithik-Jr NTR War 2: জুনিয়র এনটিআর হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবির শুটিং শুরু! ভাইরাল ছবি ঘিরে জল্পনা - Jr NTR starrer War 2

শুরু হল জুনিয়র এনটিআর হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবির শুটিং! নেটপাড়ায় এখন তুঙ্গে জল্পনা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল কিছু ভিডিয়োয় দাবি করা হয়েছে স্পেনে শুটিং শুরু হয়েছে এই ছবির ৷

Jr NTR starrer War 2
ওয়ার 2 ছবির শুটিং শুরু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 4:19 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর: হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবিটি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কারণ একটাই এই ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন 'আরআরআর' খ্যাত জুনিয়ার এনটিআর এবং হৃতিক রোশন ৷ নেটপাড়াতেও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি ৷ খবর অনুযায়ী, ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি থেকেই তৈরি হয়েছে এই জল্পনা ৷ কারণ ভাইরাল ছবিতে দেখা গিয়েছে টিমের সঙ্গে সেটের দিকে এগোচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷

সোশালে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিয়োও ৷ আর সেই সমস্ত ভিডিয়োর ক্য়াপশানেও দাবি করা হয়েছে স্পেনে শুরু হয়েছে ছবির শুটিং ৷ যদিও কোনও ভিডিয়োতেই খুব স্পষ্টভাবে কলাকুশলীদের দেখা যায়নি ৷ আর এই ছবি নিয়ে নির্মাতারা কোনও অফিসিয়াল ঘোষণাও এখনও করেননি ৷ তবে বলাই বাহুল্য হৃতিকের সঙ্গে জুনিয়র এনটিআরকে রূপোলি পর্দায় দেখতে এখন মুখিয়ে সকলেই ৷

হৃতিকের এই ছবির প্রথম পর্বটিও ছিল সুপারহিট ৷ যদিও ছবির প্রথম পর্বের পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ ৷ তবে তাঁর হাত ধরে 150 কোটি টাকায় তৈরি এই ছবি বক্স অফিসে 475 কোটি টাকা আয় করেছিল ৷ 'ওয়ার' ছবির গল্পও তৈরি হয়েছে একজন গুপ্তচরকে কেন্দ্র করে ৷ ছবির মুখ্য চরিত্রের নাম কবির ৷ ছবির প্রথম পর্বে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, বাণী কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসরে কেন তাঁর বিয়ের শাড়ি পরলেন আলিয়া

আর এবার ছবির দ্বিতীয় পর্বে অ্যাকশন কেমন জমে, সেটাই দেখার ৷ 'ওয়ার 2' ছবিটিও যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ৷ 'পাঠান' ছবি থেকেই শুরু হয়ে গিয়েছে এই স্পাই ইউনিভার্সের যাত্রা ৷ ছবিতে একসঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল টাইগার এবং পাঠানকে ৷ আর এবার তাঁদের সঙ্গে যুক্ত হতে চলেছে কবীরও ৷

হায়দরাবাদ, 18 অক্টোবর: হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবিটি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কারণ একটাই এই ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন 'আরআরআর' খ্যাত জুনিয়ার এনটিআর এবং হৃতিক রোশন ৷ নেটপাড়াতেও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি ৷ খবর অনুযায়ী, ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি থেকেই তৈরি হয়েছে এই জল্পনা ৷ কারণ ভাইরাল ছবিতে দেখা গিয়েছে টিমের সঙ্গে সেটের দিকে এগোচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷

সোশালে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিয়োও ৷ আর সেই সমস্ত ভিডিয়োর ক্য়াপশানেও দাবি করা হয়েছে স্পেনে শুরু হয়েছে ছবির শুটিং ৷ যদিও কোনও ভিডিয়োতেই খুব স্পষ্টভাবে কলাকুশলীদের দেখা যায়নি ৷ আর এই ছবি নিয়ে নির্মাতারা কোনও অফিসিয়াল ঘোষণাও এখনও করেননি ৷ তবে বলাই বাহুল্য হৃতিকের সঙ্গে জুনিয়র এনটিআরকে রূপোলি পর্দায় দেখতে এখন মুখিয়ে সকলেই ৷

হৃতিকের এই ছবির প্রথম পর্বটিও ছিল সুপারহিট ৷ যদিও ছবির প্রথম পর্বের পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ ৷ তবে তাঁর হাত ধরে 150 কোটি টাকায় তৈরি এই ছবি বক্স অফিসে 475 কোটি টাকা আয় করেছিল ৷ 'ওয়ার' ছবির গল্পও তৈরি হয়েছে একজন গুপ্তচরকে কেন্দ্র করে ৷ ছবির মুখ্য চরিত্রের নাম কবির ৷ ছবির প্রথম পর্বে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, বাণী কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসরে কেন তাঁর বিয়ের শাড়ি পরলেন আলিয়া

আর এবার ছবির দ্বিতীয় পর্বে অ্যাকশন কেমন জমে, সেটাই দেখার ৷ 'ওয়ার 2' ছবিটিও যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ৷ 'পাঠান' ছবি থেকেই শুরু হয়ে গিয়েছে এই স্পাই ইউনিভার্সের যাত্রা ৷ ছবিতে একসঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল টাইগার এবং পাঠানকে ৷ আর এবার তাঁদের সঙ্গে যুক্ত হতে চলেছে কবীরও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.