ETV Bharat / entertainment

Tiger 3 Trailer: 'টাইগার কা মেসেজে'র রেশ কাটতে না-কাটতেই ট্রেলার নিয়ে জল্পনা তুঙ্গে - টাইগার 3

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'টাইগার 3' ছবির প্রথম ঝলক ৷ 'টাইগার কা মেসেজ'-এর পর এবার আসতে চলেছে ছবির ট্রেলারও ৷ তেমনটাই বলছে সূত্র ৷

salman khan katrina kaif film trailer
কবে আসছে টাইগার 3 ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:00 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর: আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ ইতিমধ্যে মুক্তি পেয়েছে ওয়াইআরএফের নতুন ছবি 'টাইগার 3'-এর টিজার ৷ প্রয়াত পরিচালক যশ চোপড়ার জন্মদিনেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম ঝলক ৷ আর সেই ঝলকেই বোঝা গিয়েছে এবার টাইগারের কাহিনিতে যেমন থাকবে অ্যাকশন তেমনই মিশে থাকবে আবেগের এক অদ্ভুত রোলার কোস্টার রাইড ৷ টিজার মুক্তি পেতে না পেতেই এবার ট্রেলার নিয়েও শুরু হয়ে গেল জল্পনা ৷

জানা গিয়েছে 'টাইগার কা মেসেজ'-এর (ছবির টিজার ভিডিয়োটির এমনই নাম দিয়েছেন নির্মাতারা) পর কোনও গান মুক্তির কথা ভাবছেন না নির্মাতারা ৷ তাঁরা আগে ট্রেলার সামনে আনবেন তারপর একে একে মুক্তি পাবে গানগুলি ৷ এই দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে সলমনের 'টাইগার 3' ছবিটি ৷ যদিও নির্মাতারা সঠিক তারিখ এখনও সামনে আনেননি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলার মুক্তির সঠিক তারিখও এখনও সামনে আসেনি ৷ তবে সূত্রের খবর বলছে বেশি অপেক্ষা করতে হবে না ৷ খুব তাড়াতাড়ি 'টাইগার'কে আবার পর্দায় দেখতে পাবেন অনুরাগীরা ৷ এবারের কাহিনিতে টাইগারের সঙ্গে দেখা যাবে পাঠানকেও ৷ অর্থাৎ শাহরুখ-সলমান আরও একবার মন মাতাবেন দর্শকের ৷ এর আগে 'পাঠান' ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম ৷ আর ভাইজানের ছবিতে অ্যান্টাগনিস্ট হতে চলেছেন ইমরান হাশমি ৷ আর টাইগারের নায়িকার ভূমিকায় ক্যাটরিনা তো রয়েছেনই ৷

আরও পড়ুন: আমিরের প্রযোজনায় ফের একবার সানি রাজকুমার জুটি, আসছে 'লাহোর 1947'

মনীশ শর্মা পরিচালিত এই ছবির কাহিনিতে দেখা যায় টাইগারের মাথায় এখন দেশদ্রোহিতার তকমা সেঁটে দেওয়া হয়েছে ৷ বলা হচ্ছে সে নাকি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছে ৷ এই পর্যায়ে এসেই একটি বার্তা দিতে দেখা যায় টাইগারকে ৷ সে বলে তার বিচার করবে এই দেশের মানুষ ৷ তার জীবন দেশের জন্যই উৎসর্গ করেছে সে ৷ এরপরেই টাইগারকে দেখা যায় অ্যাকশন মুডে ৷ বাকিটা জানতে গেলে যেতে হবে হলে ৷

হায়দরাবাদ, 3 অক্টোবর: আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ ইতিমধ্যে মুক্তি পেয়েছে ওয়াইআরএফের নতুন ছবি 'টাইগার 3'-এর টিজার ৷ প্রয়াত পরিচালক যশ চোপড়ার জন্মদিনেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম ঝলক ৷ আর সেই ঝলকেই বোঝা গিয়েছে এবার টাইগারের কাহিনিতে যেমন থাকবে অ্যাকশন তেমনই মিশে থাকবে আবেগের এক অদ্ভুত রোলার কোস্টার রাইড ৷ টিজার মুক্তি পেতে না পেতেই এবার ট্রেলার নিয়েও শুরু হয়ে গেল জল্পনা ৷

জানা গিয়েছে 'টাইগার কা মেসেজ'-এর (ছবির টিজার ভিডিয়োটির এমনই নাম দিয়েছেন নির্মাতারা) পর কোনও গান মুক্তির কথা ভাবছেন না নির্মাতারা ৷ তাঁরা আগে ট্রেলার সামনে আনবেন তারপর একে একে মুক্তি পাবে গানগুলি ৷ এই দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে সলমনের 'টাইগার 3' ছবিটি ৷ যদিও নির্মাতারা সঠিক তারিখ এখনও সামনে আনেননি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলার মুক্তির সঠিক তারিখও এখনও সামনে আসেনি ৷ তবে সূত্রের খবর বলছে বেশি অপেক্ষা করতে হবে না ৷ খুব তাড়াতাড়ি 'টাইগার'কে আবার পর্দায় দেখতে পাবেন অনুরাগীরা ৷ এবারের কাহিনিতে টাইগারের সঙ্গে দেখা যাবে পাঠানকেও ৷ অর্থাৎ শাহরুখ-সলমান আরও একবার মন মাতাবেন দর্শকের ৷ এর আগে 'পাঠান' ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম ৷ আর ভাইজানের ছবিতে অ্যান্টাগনিস্ট হতে চলেছেন ইমরান হাশমি ৷ আর টাইগারের নায়িকার ভূমিকায় ক্যাটরিনা তো রয়েছেনই ৷

আরও পড়ুন: আমিরের প্রযোজনায় ফের একবার সানি রাজকুমার জুটি, আসছে 'লাহোর 1947'

মনীশ শর্মা পরিচালিত এই ছবির কাহিনিতে দেখা যায় টাইগারের মাথায় এখন দেশদ্রোহিতার তকমা সেঁটে দেওয়া হয়েছে ৷ বলা হচ্ছে সে নাকি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছে ৷ এই পর্যায়ে এসেই একটি বার্তা দিতে দেখা যায় টাইগারকে ৷ সে বলে তার বিচার করবে এই দেশের মানুষ ৷ তার জীবন দেশের জন্যই উৎসর্গ করেছে সে ৷ এরপরেই টাইগারকে দেখা যায় অ্যাকশন মুডে ৷ বাকিটা জানতে গেলে যেতে হবে হলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.