ETV Bharat / entertainment

Swara Fahad Wedding: কবে হবে অনুষ্ঠান? জানুন স্বরা-ফাহাদের বিয়ের খুঁটিনাটি - জানুন স্বরা ফাহাদের বিয়ের খুঁটিনাটি

কবে বিয়ের অনুষ্ঠান ? কীভাবে চলেছে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা (Swara Bhasker-Fahad Ahmad wedding in March)৷ স্বরা-ফাহাদের বিয়ের সব তথ্য সামনে এল এবার ৷

Etv Bharat
স্বরা ফাহাদের বিয়ের সব তথ্য সামনে এল এবার
author img

By

Published : Feb 17, 2023, 4:40 PM IST

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে গত 6 জানুয়ারি জীবনসঙ্গী হিসাবে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বেছে নিয়েছেন স্বরা ভাস্কর ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন নায়িকা ৷ রেজিস্ট্রি ম্যারেজের পর এবার সামাজিক রীতি মেনে বিবাহের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা জুটি ৷

শুক্রবার স্বরা ভাস্কর একটি টুইট করেন যেখানে তিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের প্রশংসা করেছেন কারণ এই আইনই তাঁদের সুযোগ দিয়েছে একসঙ্গে থাকার ৷ শুধু তাই নয়, আরও একটি টুইটে তিনি তাঁর অনুরাগী এবং কাছের মানুষদেরও ধন্যবাদ দিয়েছেন তাঁদের এত ভালোবাসা দেওয়ার জন্য় ৷ খবর অনুযায়ী, স্বরা এবং ফাহাদ আনুষ্ঠানিক বিবাহ সারতে চলেছেন আগামী মার্চ মাসে ৷ এবার সত্যিই হতে চলেছে তাঁদের 'সানাই ওয়ালা শাদি' ৷ আর তাই নিয়ে ভীষণ উত্তেজিত অভিনেত্রী (Swara Bhasker Fahad Ahmad wedding in march )৷

Swara Fahad Wedding
যদিও নায়িকা জানিয়েছেন এখনও বিয়ে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা হয়নি তাঁদের

যদিও নায়িকা জানিয়েছেন এখনও বিয়ে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা হয়নি তাঁদের ৷ কীভাবে হবে সেলিব্রেশন, তার পরিকল্পনাও এখনও সেভাবে হয়নি ৷ তাঁদের বিয়ের কথা ঘোষণা হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তুঙ্গে আলোচনা ৷ কেউ কেউ ট্রোলিংও শুরু করেছেন এই তারকা জুটিকে নিয়ে ৷ কেউ কেউ আবার স্বরার সেই টুইটও খুঁজে বার করেছেন যেখানে তিনি ফাহাদকে 'ভাই' বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: প্রি বুকিং এ হতাশ করল 'শেহজাদা', বক্স অফিসে সাফল্য নিয়ে আশঙ্কা

ফাহাদের সঙ্গে স্বরার আলাপ প্রতিবাদের মঞ্চে ৷ সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন দু'জনেই ৷ আর সেখানেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মতো শুরু তাঁদের সম্পর্কের পথ চলা ৷ ঠিক যেমন সুভাষ লিখেছিলেন, 'তুমিই আমার মিছিলের সেই মুখ' ৷ তেমনই প্রতিবাদের মিছিল থেকে মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির এই যুব নেতার সঙ্গে আলাপ স্বরার ৷ আর তারপর শুরু প্রেম ৷ বিয়েটা অবশ্য আগেই সেরে ফেলেছিলেন অভিনেত্রী ৷ এবার অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে জীবনের পথ চলা শুরু করার ৷

  • शुक्रिया ज़र्रानवाज़ी का दोस्त 💛

    भाई के कॉन्फिडेंस ने तो झंडे गाड़े है वो तो बरकरार रहना ज़रूरी है….और हाँ, तुमने वादा किया था तुम मेरी शादी में आओगे तो वक़्त निकालो….लड़की मैंने ढूँढ ली है 😎😎😎 https://t.co/fHHS1CXiH2

    — Fahad Ahmad (@FahadZirarAhmad) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • जन्मदिन मुबारक फ़हाद मियाँ! भाई का कॉन्फ़िडेंस बरकरार रहे :) @FahadZirarAhmad
    खुश रहो, आबाद रहो.. उम्र हो रही है अब शादी कर लो! 🤣🤣🤓🤓💛💛
    Have a great birthday & a fantastic year dost! ✨ pic.twitter.com/3Rzak1MuQB

    — Swara Bhasker (@ReallySwara) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে গত 6 জানুয়ারি জীবনসঙ্গী হিসাবে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বেছে নিয়েছেন স্বরা ভাস্কর ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন নায়িকা ৷ রেজিস্ট্রি ম্যারেজের পর এবার সামাজিক রীতি মেনে বিবাহের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা জুটি ৷

শুক্রবার স্বরা ভাস্কর একটি টুইট করেন যেখানে তিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের প্রশংসা করেছেন কারণ এই আইনই তাঁদের সুযোগ দিয়েছে একসঙ্গে থাকার ৷ শুধু তাই নয়, আরও একটি টুইটে তিনি তাঁর অনুরাগী এবং কাছের মানুষদেরও ধন্যবাদ দিয়েছেন তাঁদের এত ভালোবাসা দেওয়ার জন্য় ৷ খবর অনুযায়ী, স্বরা এবং ফাহাদ আনুষ্ঠানিক বিবাহ সারতে চলেছেন আগামী মার্চ মাসে ৷ এবার সত্যিই হতে চলেছে তাঁদের 'সানাই ওয়ালা শাদি' ৷ আর তাই নিয়ে ভীষণ উত্তেজিত অভিনেত্রী (Swara Bhasker Fahad Ahmad wedding in march )৷

Swara Fahad Wedding
যদিও নায়িকা জানিয়েছেন এখনও বিয়ে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা হয়নি তাঁদের

যদিও নায়িকা জানিয়েছেন এখনও বিয়ে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা হয়নি তাঁদের ৷ কীভাবে হবে সেলিব্রেশন, তার পরিকল্পনাও এখনও সেভাবে হয়নি ৷ তাঁদের বিয়ের কথা ঘোষণা হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তুঙ্গে আলোচনা ৷ কেউ কেউ ট্রোলিংও শুরু করেছেন এই তারকা জুটিকে নিয়ে ৷ কেউ কেউ আবার স্বরার সেই টুইটও খুঁজে বার করেছেন যেখানে তিনি ফাহাদকে 'ভাই' বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: প্রি বুকিং এ হতাশ করল 'শেহজাদা', বক্স অফিসে সাফল্য নিয়ে আশঙ্কা

ফাহাদের সঙ্গে স্বরার আলাপ প্রতিবাদের মঞ্চে ৷ সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন দু'জনেই ৷ আর সেখানেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মতো শুরু তাঁদের সম্পর্কের পথ চলা ৷ ঠিক যেমন সুভাষ লিখেছিলেন, 'তুমিই আমার মিছিলের সেই মুখ' ৷ তেমনই প্রতিবাদের মিছিল থেকে মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির এই যুব নেতার সঙ্গে আলাপ স্বরার ৷ আর তারপর শুরু প্রেম ৷ বিয়েটা অবশ্য আগেই সেরে ফেলেছিলেন অভিনেত্রী ৷ এবার অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে জীবনের পথ চলা শুরু করার ৷

  • शुक्रिया ज़र्रानवाज़ी का दोस्त 💛

    भाई के कॉन्फिडेंस ने तो झंडे गाड़े है वो तो बरकरार रहना ज़रूरी है….और हाँ, तुमने वादा किया था तुम मेरी शादी में आओगे तो वक़्त निकालो….लड़की मैंने ढूँढ ली है 😎😎😎 https://t.co/fHHS1CXiH2

    — Fahad Ahmad (@FahadZirarAhmad) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • जन्मदिन मुबारक फ़हाद मियाँ! भाई का कॉन्फ़िडेंस बरकरार रहे :) @FahadZirarAhmad
    खुश रहो, आबाद रहो.. उम्र हो रही है अब शादी कर लो! 🤣🤣🤓🤓💛💛
    Have a great birthday & a fantastic year dost! ✨ pic.twitter.com/3Rzak1MuQB

    — Swara Bhasker (@ReallySwara) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.