ETV Bharat / entertainment

আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী - Ayodhya Dham

Hema Malini Dance: 22 জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যা ধামে বিশেষ নৃত্য পরিবেশন করবেন বিজেপি নেত্রী তথা সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে সকলকে অযোধ্যা ধামে আহ্বান জানালেন তিনি ৷

Etv Bharat
অযোধ্যা ধামে নৃত্য পরিবেশনে হেমা মালিনী
author img

By ANI

Published : Jan 14, 2024, 5:04 PM IST

Updated : Jan 14, 2024, 5:11 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ ইতিমধ্যেই দেবভূমি উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল আনা থেকে শুরু করে গুজরাতের ভাওনগর থেকে অখণ্ড জ্যোতি নিয়ে রামজন্মভূমির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন অনেকে ৷ বিশেষ সেই দিনটিকে আরও বিশেষ করে তুলবেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী ৷ অনুষ্ঠানে রামায়ণ ডান্স-ড্রামা করবেন বিজেপি নেত্রী ৷

এক ভিডিয়ো বার্তায় অভিনেত্রী বলেন, "আমি অযোধ্যায় আসছি প্রথমবার ৷ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। তার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছিলেন সকলে ৷ অযোধ্যা ধামে 17 জানুয়ারি সন্ধ্যা 7টায় আমার টিমের সঙ্গে রামায়ণকেন্দ্রিক ডান্স ড্রামা উপস্থাপন করতে চলেছি ৷ সনাতম ধর্মের উৎসব উদযাপনে আসুন অযোধ্যা ধামে ৷"

22 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতের পাশাপাশি বিদেশের তাবড় ব্যক্তিত্বরাও উপস্থিত থাকছেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷ মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে অর্থাৎ 16 জানুয়ারি থেকেই ভগবান রামের সন্নিকটে নানা নিয়ম আচার পালন করা শুরু হয়ে যাচ্ছে ৷ বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দিক্ষীত 22 জানুয়ারি রাম লালা প্রাণ প্রতিষ্ঠার মূল পুজো করবেন ৷ 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি অযোধ্যায় অমৃত মহোৎসব পালিত হবে ৷

  • #WATCH | BJP leader Hema Malini says, "...I am coming to Ayodhya for the first time at the time of the 'pranpratishtha' of Ram Temple for which people were waiting for years...On January 17, I'll be presenting a dance drama based on Ramayana in Ayodhya Dham..."

    (Source: Hema… pic.twitter.com/TjY34WTFNO

    — ANI (@ANI) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দিন হাজার হাজার ভক্তদের খাওয়ানোর জন্য একহাজার আটটি মহাভোগের আয়োজন করা হয়েছে ৷ ইতিমধ্য়েই মন্দিরের কাছে একাধিক তাবু তৈরি করা হয়েছে ভক্তদের থাকার জন্য ৷ দূর থেকে আগত ভক্তরাই এই তাবুতে থাকাবেন ৷ রামজন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, 10 হাজার থেকে 15 হাজার ভক্তদের জন্য এই আয়োজন করা হয়েছে ৷ বিশাল এই কর্মকাণ্ডের জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন:

1. রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নজরদারি, 10 হাজার সিসিটিভিতে মুড়ল অযোধ্যা

2. কনকনের শীতের সঙ্গে লড়াই, পানিপথ থেকে লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায়

3. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে

নয়াদিল্লি, 14 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ ইতিমধ্যেই দেবভূমি উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল আনা থেকে শুরু করে গুজরাতের ভাওনগর থেকে অখণ্ড জ্যোতি নিয়ে রামজন্মভূমির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন অনেকে ৷ বিশেষ সেই দিনটিকে আরও বিশেষ করে তুলবেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী ৷ অনুষ্ঠানে রামায়ণ ডান্স-ড্রামা করবেন বিজেপি নেত্রী ৷

এক ভিডিয়ো বার্তায় অভিনেত্রী বলেন, "আমি অযোধ্যায় আসছি প্রথমবার ৷ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। তার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছিলেন সকলে ৷ অযোধ্যা ধামে 17 জানুয়ারি সন্ধ্যা 7টায় আমার টিমের সঙ্গে রামায়ণকেন্দ্রিক ডান্স ড্রামা উপস্থাপন করতে চলেছি ৷ সনাতম ধর্মের উৎসব উদযাপনে আসুন অযোধ্যা ধামে ৷"

22 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতের পাশাপাশি বিদেশের তাবড় ব্যক্তিত্বরাও উপস্থিত থাকছেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷ মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে অর্থাৎ 16 জানুয়ারি থেকেই ভগবান রামের সন্নিকটে নানা নিয়ম আচার পালন করা শুরু হয়ে যাচ্ছে ৷ বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দিক্ষীত 22 জানুয়ারি রাম লালা প্রাণ প্রতিষ্ঠার মূল পুজো করবেন ৷ 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি অযোধ্যায় অমৃত মহোৎসব পালিত হবে ৷

  • #WATCH | BJP leader Hema Malini says, "...I am coming to Ayodhya for the first time at the time of the 'pranpratishtha' of Ram Temple for which people were waiting for years...On January 17, I'll be presenting a dance drama based on Ramayana in Ayodhya Dham..."

    (Source: Hema… pic.twitter.com/TjY34WTFNO

    — ANI (@ANI) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দিন হাজার হাজার ভক্তদের খাওয়ানোর জন্য একহাজার আটটি মহাভোগের আয়োজন করা হয়েছে ৷ ইতিমধ্য়েই মন্দিরের কাছে একাধিক তাবু তৈরি করা হয়েছে ভক্তদের থাকার জন্য ৷ দূর থেকে আগত ভক্তরাই এই তাবুতে থাকাবেন ৷ রামজন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, 10 হাজার থেকে 15 হাজার ভক্তদের জন্য এই আয়োজন করা হয়েছে ৷ বিশাল এই কর্মকাণ্ডের জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন:

1. রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নজরদারি, 10 হাজার সিসিটিভিতে মুড়ল অযোধ্যা

2. কনকনের শীতের সঙ্গে লড়াই, পানিপথ থেকে লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায়

3. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে

Last Updated : Jan 14, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.