ETV Bharat / entertainment

Hansika Motwani Wedding: ভিক্যাটের পর এবার জয়পুরের প্রাসাদে ডেস্টিনেশন ওয়েডিং হংসিকার - হংসিকা মোতওয়ানি

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের পর এ বার রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে অভিনেত্রী হংসিকা মোতওয়ানির (Hansika Motwani Wedding)৷ জয়পুরে 450 বছরের পুরনো মুন্ডোটা প্রাসাদে সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি (Hansika Motwani Destination Wedding)৷

hansika-motwani-and-sohail-kathuria-destination-wedding-at-mundota-palace-in-jaipur-on-december-4
ভিক্যাটের পর এবার জয়পুরের প্রাসাদে ডেস্টিনেশন ওয়েডিং হংসিকার
author img

By

Published : Nov 21, 2022, 6:33 PM IST

জয়পুর, 21 নভেম্বর: এখন ডেস্টিনেশন ওয়েডিং-এ ভরসা রাখছেন অধিকাংশ বলিউডের তারকা ৷ আর এ জন্য সবারই পছন্দের গন্তব্য হয়ে উঠেছে রাজস্থান ৷ মরুরাজ্যের রাজকীয় আমেজে বিয়ের স্বপ্ন দেখেন অনেক তারকাই ৷ গত বছর সেখানে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল । তারও আগে, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, নীল নীতিন মুকেশ ও রুক্মিনী সহায়, কেটি পেরি ও রাসেল ব্র্যান্ড, রবীনা ট্যান্ডন ও অনিল থাদানি, প্রিয়া সচদেব ও বিক্রম চাটওয়াল এবং এলিজাবেথ হার্লি ও অরুণ নায়ারও ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য বেছে নিয়েছেন রাজস্থানকেই । এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক জুটির নাম ৷ হংসিকা মোতওয়ানি (Hansika Motwani Wedding) ও সোহেল কাঠুরিয়া ৷

ঐতিহাসিক নিদর্শনে ঠাসা রাজস্থানেই বিয়ের আসর বসছে চলচ্চিত্র অভিনেত্রী হংসিকা মোতওয়ানির (Hansika Motwani Destination Wedding)৷ জয়পুরের 450 বছরের পুরনো মুন্ডোটা প্যালেসে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করতে চলেছেন তিনি । বন্ধু সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন হংসিকা ৷

জানা গিয়েছে, 2 ডিসেম্বর থেকে হংসিকার বিয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হবে ৷ প্রথা মেনে থাকছে গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান ৷ এরপর আগামী 4 ডিসেম্বর বিয়ে করবেন তাঁরা । বিয়ের অনুষ্ঠানের মাঝে পোলো ম্যাচ ও ক্যাসিনো পার্টিরও পরিকল্পনা করা হচ্ছে । এই বিয়ের আরও একটি বিশেষত্ব হল, গোটা বিবাহপর্বের লাইভ স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্মে (Hansika Motwani Marriage in Rajasthan)৷

hansika-motwani-and-sohail-kathuria-destination-wedding-at-mundota-palace-in-jaipur-on-december-4
রাজস্থানের মুন্ডোটা প্রাসাদে বিয়ে হংসিকার

আরও পড়ুন: রাজস্থানে আজ থেকে শুরু বিয়ের পর্ব, ত্রিনেত্র গণেশের দ্বারে ভিকি-ক্যাট

শিশু অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করা হংসিকা মোতওয়ানি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন । বর্তমানে তিনি দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ । তাঁর আগে দক্ষিণের আরেক মুখ শ্রিয়া শরণ, উদয়পুরের দেবগড় প্যালেসে আন্দ্রেই কোচসিভের সঙ্গে রাজকীয় বিয়ে করেছিলেন । একই সময়ে, বাহুবলী ছবির পরিচালক রাজামৌলীর ছেলে এসএস কার্তিকেয় এবং অভিনেতা জগপতি বাবুর ভাগ্নি পূজা প্রসাদও কুকস রোডে অবস্থিত হোটেল ফেয়ারমাউন্টে বিয়ে করেন । এ ছাড়াও দক্ষিণের অনেক বড় ছবির শুটিংও চলেছে রাজস্থানে ।

যে মুন্ডোটা প্রাসাদে হংসিকা মোতওয়ানির বিয়ে হতে চলেছে তার বয়স প্রায় 450 বছর । এই প্রাসাদের প্রতিটি ঘর থেকে মুন্ডোটা ফোর্টের সরাসরি দৃশ্য দেখা যায় । এই প্রাসাদটি ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য খুবই বিখ্যাত । এখানে একটি পোলো গ্রাউন্ডও রয়েছে, যেখানে ঘোড়ায় চড়া এবং পোলো খেলা উপভোগ করার ব্যবস্থা রয়েছে ৷

জয়পুর, 21 নভেম্বর: এখন ডেস্টিনেশন ওয়েডিং-এ ভরসা রাখছেন অধিকাংশ বলিউডের তারকা ৷ আর এ জন্য সবারই পছন্দের গন্তব্য হয়ে উঠেছে রাজস্থান ৷ মরুরাজ্যের রাজকীয় আমেজে বিয়ের স্বপ্ন দেখেন অনেক তারকাই ৷ গত বছর সেখানে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল । তারও আগে, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, নীল নীতিন মুকেশ ও রুক্মিনী সহায়, কেটি পেরি ও রাসেল ব্র্যান্ড, রবীনা ট্যান্ডন ও অনিল থাদানি, প্রিয়া সচদেব ও বিক্রম চাটওয়াল এবং এলিজাবেথ হার্লি ও অরুণ নায়ারও ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য বেছে নিয়েছেন রাজস্থানকেই । এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক জুটির নাম ৷ হংসিকা মোতওয়ানি (Hansika Motwani Wedding) ও সোহেল কাঠুরিয়া ৷

ঐতিহাসিক নিদর্শনে ঠাসা রাজস্থানেই বিয়ের আসর বসছে চলচ্চিত্র অভিনেত্রী হংসিকা মোতওয়ানির (Hansika Motwani Destination Wedding)৷ জয়পুরের 450 বছরের পুরনো মুন্ডোটা প্যালেসে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করতে চলেছেন তিনি । বন্ধু সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন হংসিকা ৷

জানা গিয়েছে, 2 ডিসেম্বর থেকে হংসিকার বিয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হবে ৷ প্রথা মেনে থাকছে গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান ৷ এরপর আগামী 4 ডিসেম্বর বিয়ে করবেন তাঁরা । বিয়ের অনুষ্ঠানের মাঝে পোলো ম্যাচ ও ক্যাসিনো পার্টিরও পরিকল্পনা করা হচ্ছে । এই বিয়ের আরও একটি বিশেষত্ব হল, গোটা বিবাহপর্বের লাইভ স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্মে (Hansika Motwani Marriage in Rajasthan)৷

hansika-motwani-and-sohail-kathuria-destination-wedding-at-mundota-palace-in-jaipur-on-december-4
রাজস্থানের মুন্ডোটা প্রাসাদে বিয়ে হংসিকার

আরও পড়ুন: রাজস্থানে আজ থেকে শুরু বিয়ের পর্ব, ত্রিনেত্র গণেশের দ্বারে ভিকি-ক্যাট

শিশু অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করা হংসিকা মোতওয়ানি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন । বর্তমানে তিনি দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ । তাঁর আগে দক্ষিণের আরেক মুখ শ্রিয়া শরণ, উদয়পুরের দেবগড় প্যালেসে আন্দ্রেই কোচসিভের সঙ্গে রাজকীয় বিয়ে করেছিলেন । একই সময়ে, বাহুবলী ছবির পরিচালক রাজামৌলীর ছেলে এসএস কার্তিকেয় এবং অভিনেতা জগপতি বাবুর ভাগ্নি পূজা প্রসাদও কুকস রোডে অবস্থিত হোটেল ফেয়ারমাউন্টে বিয়ে করেন । এ ছাড়াও দক্ষিণের অনেক বড় ছবির শুটিংও চলেছে রাজস্থানে ।

যে মুন্ডোটা প্রাসাদে হংসিকা মোতওয়ানির বিয়ে হতে চলেছে তার বয়স প্রায় 450 বছর । এই প্রাসাদের প্রতিটি ঘর থেকে মুন্ডোটা ফোর্টের সরাসরি দৃশ্য দেখা যায় । এই প্রাসাদটি ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য খুবই বিখ্যাত । এখানে একটি পোলো গ্রাউন্ডও রয়েছে, যেখানে ঘোড়ায় চড়া এবং পোলো খেলা উপভোগ করার ব্যবস্থা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.