ETV Bharat / entertainment

Hami 2 Musical Trailer: এসে গেল 'হামি 2'-এর মিউজিক্যাল ট্রেলার - Nandita Roy Shiboprosad Mukherjee New Film

'রামধনু' এবং 'হামি'র পর বড়পর্দায় আসছে 'হামি 2'(Hami 2 Musical Trailer )। এবার হাজির ছবির মিউজিক্যাল ট্রেলার(Haami 2 musical trailer is out now ) ৷

Hami 2 Musical Trailer
এসে গেল 'হামি 2'-এর মিউজিক্যাল ট্রেলার
author img

By

Published : Oct 7, 2022, 11:15 AM IST

Updated : Oct 7, 2022, 11:21 AM IST

কলকাতা, 7 অক্টোবর: 'রামধনু' এবং 'হামি'র পর এবার বড়পর্দায় আসছে 'হামি 2'। ফের একবার লাল্টু আর মিতালির রসায়ন দেখবে দর্শক । ফের ছোটদের বন্ধুত্ব, সারল্য, খুনসুটি, ঝগড়াঝাটির হল্লাহাটি উঠে আসবে পর্দায় । আসবে মজাদার রঙচঙে এক গল্প নিয়ে ৷ মোট 81 জন শিশুকে দেখা যাবে ছবিতে ।

লাল্টুর পেশা বদলেছে । আর বদলেছেও পদবী । বদলের ব্যাপারটা অবশ্য চমক হিসেবেই রাখতে চায় উইন্ডোজ । তবে, এবারের 'হামি'তে বাড়তি পাওনা রয়েছে বেশ কিছু । ছবির মিউজিক্যাল ট্রেলারেই সেই সব পাওনার কথা জানিয়ে দিয়েছেন নির্মাতারা (Hami 2 Musical Trailer Out)।

Hami 2 Musical Trailer
ফের একবার লাল্টু আর মিতালির কেমেস্ট্রি দেখবে দর্শক

এই ছবিতে নিতাই জ্যাঠার চরিত্রে দেখা যাবে অঞ্জন দত্তকে (Haami 2 musical trailer is out now)। ট্রেলারে দেখা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । একটি রিয়ালিটি শো'র মঞ্চে দেখা গিয়েছে তাঁকে । সেই রিয়ালিটি শো'র মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছে হরনাথ চক্রবর্তী, মনামী ঘোষ, তনুশ্রী চক্রবর্তীকেও ।

Hami 2 Musical Trailer
ফের ছোটদের বন্ধুত্ব, সারল্য, খুনসুটি, ঝগড়াঝাটির হল্লাহাটি উঠে আসবে পর্দায়

এই সময়ে দাঁড়িয়ে রিয়ালিটি শো'তে ছোটদের দারুণ রমরমা । নাচে, গানে তারা কাঁপিয়ে দিচ্ছে টেলিভিশনের পর্দা । এই ছবিতে তারও কিছু ঝলক থাকবে বলে আন্দাজ করা যায় । রিয়ালিটি শো'র সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে আরজে সোমককে । বাকিটা চমক ।

Hami 2 Musical Trailer
'রামধনু' এবং 'হামি'র পর এবার বড়পর্দায় আসছে 'হামি 2'

আরও পড়ুন: খোলা মেলা সাজে প্রকাশ্যে এসে কটাক্ষের শিকার মুনমুন কন্যা

সবটা জানার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত । গানের কথা লেখা থেকে শুরু করে সুর দেওয়ার দায়িত্ব সামলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় । সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । গান গেয়েছেন অরুণা দাস, সায়েরি সরকার, ঈশান দাস, সামন্তক মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দেবনাথ, ঐন্দ্রিলা সান্যাল এবং রোহন দাস ৷

Hami 2 Musical Trailer
এবার হাজির ছবির মিউজিক্যাল ট্রেলার

উল্লেখ্য, শুভ বিজয়ার উপহার হিসেবে 'হামি 2'-এর এই মিউজিক্যাল ট্রেলার নিয়ে হাজির হলেন শিবপ্রসাদ এবং নন্দিতা । এরপর বড়দিনের উপহার হিসেবে গোটা ছবিটি আসবে বড় পর্দায় । 'রামধনু' এবং 'হামি'র পর 'হামি 2' নিয়েও আশাবাদী দুই পরিচালক (Nandita Roy Shiboprosad Mukherjee New Film) । 16 ডিসেম্বর বড় পর্দায় আসবে 'হামি 2'।

কলকাতা, 7 অক্টোবর: 'রামধনু' এবং 'হামি'র পর এবার বড়পর্দায় আসছে 'হামি 2'। ফের একবার লাল্টু আর মিতালির রসায়ন দেখবে দর্শক । ফের ছোটদের বন্ধুত্ব, সারল্য, খুনসুটি, ঝগড়াঝাটির হল্লাহাটি উঠে আসবে পর্দায় । আসবে মজাদার রঙচঙে এক গল্প নিয়ে ৷ মোট 81 জন শিশুকে দেখা যাবে ছবিতে ।

লাল্টুর পেশা বদলেছে । আর বদলেছেও পদবী । বদলের ব্যাপারটা অবশ্য চমক হিসেবেই রাখতে চায় উইন্ডোজ । তবে, এবারের 'হামি'তে বাড়তি পাওনা রয়েছে বেশ কিছু । ছবির মিউজিক্যাল ট্রেলারেই সেই সব পাওনার কথা জানিয়ে দিয়েছেন নির্মাতারা (Hami 2 Musical Trailer Out)।

Hami 2 Musical Trailer
ফের একবার লাল্টু আর মিতালির কেমেস্ট্রি দেখবে দর্শক

এই ছবিতে নিতাই জ্যাঠার চরিত্রে দেখা যাবে অঞ্জন দত্তকে (Haami 2 musical trailer is out now)। ট্রেলারে দেখা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । একটি রিয়ালিটি শো'র মঞ্চে দেখা গিয়েছে তাঁকে । সেই রিয়ালিটি শো'র মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছে হরনাথ চক্রবর্তী, মনামী ঘোষ, তনুশ্রী চক্রবর্তীকেও ।

Hami 2 Musical Trailer
ফের ছোটদের বন্ধুত্ব, সারল্য, খুনসুটি, ঝগড়াঝাটির হল্লাহাটি উঠে আসবে পর্দায়

এই সময়ে দাঁড়িয়ে রিয়ালিটি শো'তে ছোটদের দারুণ রমরমা । নাচে, গানে তারা কাঁপিয়ে দিচ্ছে টেলিভিশনের পর্দা । এই ছবিতে তারও কিছু ঝলক থাকবে বলে আন্দাজ করা যায় । রিয়ালিটি শো'র সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে আরজে সোমককে । বাকিটা চমক ।

Hami 2 Musical Trailer
'রামধনু' এবং 'হামি'র পর এবার বড়পর্দায় আসছে 'হামি 2'

আরও পড়ুন: খোলা মেলা সাজে প্রকাশ্যে এসে কটাক্ষের শিকার মুনমুন কন্যা

সবটা জানার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত । গানের কথা লেখা থেকে শুরু করে সুর দেওয়ার দায়িত্ব সামলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় । সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । গান গেয়েছেন অরুণা দাস, সায়েরি সরকার, ঈশান দাস, সামন্তক মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দেবনাথ, ঐন্দ্রিলা সান্যাল এবং রোহন দাস ৷

Hami 2 Musical Trailer
এবার হাজির ছবির মিউজিক্যাল ট্রেলার

উল্লেখ্য, শুভ বিজয়ার উপহার হিসেবে 'হামি 2'-এর এই মিউজিক্যাল ট্রেলার নিয়ে হাজির হলেন শিবপ্রসাদ এবং নন্দিতা । এরপর বড়দিনের উপহার হিসেবে গোটা ছবিটি আসবে বড় পর্দায় । 'রামধনু' এবং 'হামি'র পর 'হামি 2' নিয়েও আশাবাদী দুই পরিচালক (Nandita Roy Shiboprosad Mukherjee New Film) । 16 ডিসেম্বর বড় পর্দায় আসবে 'হামি 2'।

Last Updated : Oct 7, 2022, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.