ETV Bharat / entertainment

Independence Day 2023: মিমি থেকে যশ, স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠল টলিউড - মিমি থেকে যশ

77তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠল টলিউড ৷ ছবি থেকে রিল, গানে গানে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন মিমি, জিত থেকে টলি পাড়ার তারকারা।

Pic Yash Nusrat Mimi Instagram
স্বাধীনতা দিবস উদযাপনে মাতল টলিউড
author img

By

Published : Aug 15, 2023, 12:51 PM IST

কলকাতা, 15 অগস্ট: আম জনতা থেকে তারকা মহল সকলেই মেতে উঠেছেন 77তম স্বাধীনতা দিবস উদযাপনে ৷ কেউ শেয়ার করেছেন সেদিনের পেপার কাটিং, কেউ বা শেয়ার করেছেন তেরঙা পতাকা উত্তোলনের ছবি কিংবা রিলস ৷ টলিউডও তার ব্যতিক্রম নয় ৷ মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্ত থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ সকলেই এদিন শুভেচ্ছা জানালেন অনুরাগীদের ৷

যশ দাশগুপ্তকে এদিন দেখা সাদা হাফ শার্টে ৷ আর হাতে তেরঙা পতাকা ৷ ছবির ক্যাপশানে তিনি লেখেন, "স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷" অন্যদিকে নুসরত জাহান জাতীয় পতাকার রঙেই সাজিয়েছেন নিজেকে ৷ তিনি এদিন শেয়ার করেছেন একটি সুন্দর রিলস ভিডিয়ো ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গেল সাদা সালোয়ারে ৷ তেরঙা পতাকাকে ওড়নির মতো এদিন গায়ে জড়ালেন নায়িকা ৷ ক্যাপশানে তিনি লেখেন, "স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ জয় হিন্দ, বন্দে মাতরম ৷" তেরঙা পতাকার ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ৷

মিমি চক্রবর্তীকেও এদিন দেখা গেল তেরঙা পতাকা হাতে ৷ 1947 সালের পেপার কাটিং শেয়ার করে শাশ্বত এদিন লেখেন, "গর্বের সঙ্গে স্বাধীনতার মূল্যকে আবার উদযাপন করছি ৷ আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷" অন্য়দিকে জিতও তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই বিশেষ দিনে ৷ সন্দীপ্তা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রাও রয়েছেন তালিকায় ৷ তাঁর শোয়ের একটি ঝলক শেয়ার করে সকলকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুপম রায় ৷ গানে গানে স্বাধীনতা দিবসের কথা স্মরণ করেছেন ভাস্বর ৷

আরও পড়ুন: 'আগাম সেলিব্রেশন শুরু', জন্মদিনের আগেই চকলেট কেকে কামড় বসালেন দর্শনা

200 বছরের পরাধীনতার গ্লানি মুছতে বলিদান দিয়েছেন বহু বীর ৷ স্বাধীনতার সোপান ভিজেছে তাঁদের রক্তে ৷ আজও সেইসব বীরেদের গাথা বারবার উঠে আসে রূপোলি পর্দায় ৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেব যেমন হাজির হয়েছেন তাঁর নতুন ছবি 'বাঘা যতীন' ছবির প্রি টিজার নিয়ে ৷ আগামীতে অগ্নি কন্যাকে ঊষা মেহতাকে পর্দায় ফুটিয়ে তুলবেন সারা আলি খান ৷ আজ রূপোলি পর্দার সেই যোদ্ধারাও মেতে উঠেছেন স্বাধীনতা দিবস উদযাপনে ৷

কলকাতা, 15 অগস্ট: আম জনতা থেকে তারকা মহল সকলেই মেতে উঠেছেন 77তম স্বাধীনতা দিবস উদযাপনে ৷ কেউ শেয়ার করেছেন সেদিনের পেপার কাটিং, কেউ বা শেয়ার করেছেন তেরঙা পতাকা উত্তোলনের ছবি কিংবা রিলস ৷ টলিউডও তার ব্যতিক্রম নয় ৷ মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্ত থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ সকলেই এদিন শুভেচ্ছা জানালেন অনুরাগীদের ৷

যশ দাশগুপ্তকে এদিন দেখা সাদা হাফ শার্টে ৷ আর হাতে তেরঙা পতাকা ৷ ছবির ক্যাপশানে তিনি লেখেন, "স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷" অন্যদিকে নুসরত জাহান জাতীয় পতাকার রঙেই সাজিয়েছেন নিজেকে ৷ তিনি এদিন শেয়ার করেছেন একটি সুন্দর রিলস ভিডিয়ো ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গেল সাদা সালোয়ারে ৷ তেরঙা পতাকাকে ওড়নির মতো এদিন গায়ে জড়ালেন নায়িকা ৷ ক্যাপশানে তিনি লেখেন, "স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ জয় হিন্দ, বন্দে মাতরম ৷" তেরঙা পতাকার ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ৷

মিমি চক্রবর্তীকেও এদিন দেখা গেল তেরঙা পতাকা হাতে ৷ 1947 সালের পেপার কাটিং শেয়ার করে শাশ্বত এদিন লেখেন, "গর্বের সঙ্গে স্বাধীনতার মূল্যকে আবার উদযাপন করছি ৷ আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷" অন্য়দিকে জিতও তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই বিশেষ দিনে ৷ সন্দীপ্তা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রাও রয়েছেন তালিকায় ৷ তাঁর শোয়ের একটি ঝলক শেয়ার করে সকলকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুপম রায় ৷ গানে গানে স্বাধীনতা দিবসের কথা স্মরণ করেছেন ভাস্বর ৷

আরও পড়ুন: 'আগাম সেলিব্রেশন শুরু', জন্মদিনের আগেই চকলেট কেকে কামড় বসালেন দর্শনা

200 বছরের পরাধীনতার গ্লানি মুছতে বলিদান দিয়েছেন বহু বীর ৷ স্বাধীনতার সোপান ভিজেছে তাঁদের রক্তে ৷ আজও সেইসব বীরেদের গাথা বারবার উঠে আসে রূপোলি পর্দায় ৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেব যেমন হাজির হয়েছেন তাঁর নতুন ছবি 'বাঘা যতীন' ছবির প্রি টিজার নিয়ে ৷ আগামীতে অগ্নি কন্যাকে ঊষা মেহতাকে পর্দায় ফুটিয়ে তুলবেন সারা আলি খান ৷ আজ রূপোলি পর্দার সেই যোদ্ধারাও মেতে উঠেছেন স্বাধীনতা দিবস উদযাপনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.