মুম্বই, 28 নভেম্বর: 2022 সালের ফিফা বিশ্বকাপের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে মঞ্চে দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি ৷ বলকীস, রহমা রিয়াদ ও মানালের সঙ্গে স্টেজ শেয়ার করেন তিনি ৷ এবার অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরার প্রশংসায় পঞ্চমুখ ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ৷
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "প্রতিভাময়ী নোরা ফতেহির অসাধারণ পারফর্ম্যান্স দেখটা সত্যিই আনন্দদায়ক ৷ তিনি যেভাবে দর্শকদের মনোরঞ্জন করেছেন এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর মঞ্চ আলোকিত করেছেন তা প্রশংসনীয় ৷ আমাদের প্রিয় খেলার জন্য তোমার দুর্দান্ত নাচ-গান ও প্যাশন ফুটবলপ্রেমীরা আজীবন মনে রাখবে ৷"
ফিফা প্রেসিডেন্টের প্রশংসা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন নোরা ৷ তিনি বলেন, " ধন্যবাদ জিয়ানি ইনফান্তিনো ৷ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর সেই মুহূর্ত আমার মন জুড়ে রয়েছে ৷ এই দিন কোনও সময় ভুলব না ৷ খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে ৷"
ফুটবল জগতে জিয়ানি অন্যতম এক ব্যক্তিত্ব ৷ তিনি তাঁর সোশাল হ্যান্ডেলে বিভিন্ন সময় ফুটবল তারকাদের প্রশংসা করে থাকেন ৷ রোনাল্ডো থেকে মেসির খেলার নানা সুন্দর মুহূর্ত তিনি শেয়ার করেন নেটপাড়ায় ৷ এবার তিনি স্পেশালি নোরা ফতেহির প্রশংসা করলেন, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷
আর্জেন্টাইন ও ফ্রান্সের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে মঞ্চ মাতানো এই অনুষ্ঠান টেলিকাস্ট হওয়ার পর প্রায় 1.5 বিলিয়ন দর্শক দেখেছেন ৷ প্রথম বলিউড তারকা হিসাবে বিশ্বকাপ অ্যান্থেম লাইট দ্য স্কাই গানটি করেন নোরা ৷ গানের তালে তালে কোমর দোলাতেও দেখা যায় নোরাকে ৷ যা গ্লোবালি দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে তাঁকে ৷ উল্লেখ্য, বলিউডের পাশাপাশি তেলুগু ছবির জগতে পা রাখতে চলেছেন সাকি সাকি গার্ল ৷ করনা কুমার পরিচালিত 'মটকা' ছবিতে বরুণ তেজের বিপরীতে দেখা যাবে নোরাকে ৷ এছাড়া বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে 'ক্র্যাক', অভিষেক বচ্চনের বিপরীতে 'বি হ্যাপি' ছবির কাজও রয়েছে নোরা ফতেহির ঝুলিতে ৷
আরও পড়ুন:
1. 'বলিউডে ঝড় তুলেছিলেন', পরিচালক রাম গোপাল বর্মার প্রশংসায় রাজামৌলি
2. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে
3. ডিপফেকের শিকার এবার আলিয়া, রশ্মিকা-ক্যাটরিনাদের পর নকল ভিডিয়ো ভাইরাল কাপুর-পুত্রবধূর