মুম্বই, 16 মে: মাতৃত্বের স্বাদ পাওয়ার পর প্রথমবার সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী গওহর খান ৷ গত সপ্তাহে পুত্র সন্তানের জন্মের পর এই প্রথম ছবি শেয়ার করে তিনি জানালেন সাজগোজ করার মতো শক্তিও তাঁর নেই ৷ তাই এভাবে নো-মেকআপ লুকেই আজ ক্য়ামেরার সামনে নায়িকা ৷ তবে যে সেলফিটি এদিন তাঁর ইনস্টায় শেয়ার করেছেন নায়িকা, সেখানে তাঁর মুখে রয়েছে তৃপ্তির হাসি ৷ তবে নবজাতকের কোনও ছবি এদিন শেয়ার করেননি অভিনেত্রী ৷
ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, "অবশেষে 12টা বাজল ৷ নতুন মা হিসাবে প্রথম মার্দাস ডে কাটল ৷ মা হিসাবে আমার প্রথম পোস্টের জন্য় সাজগোজ করার মতো শক্তিও আর নেই ৷ কিন্তু সত্যিই ভগবানের কাছে আমি কৃতজ্ঞ ৷ আলহামদুলিল্লাহ! এই সমস্ত কিছুর জন্য় ৷ আর যে এটাকে এত স্পেশাল বানিয়েছে তার জন্য় ৷ আমার সন্তানকে এভাবে আঁকড়ে ধরে রাখতে পারছি এটাই আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও লেখেন, "প্রতিবছর আমি সেই সমস্ত মায়েদের কথা লিখি যাঁরা আমার জীবনকে প্রভাবিত করেছে ৷ কিন্তু 2023 সালের মার্দাস ডে-টা আমার জন্য় সবচেয়ে সুন্দর কারণ আমার মা আমায় বললেন, শুভ মাতৃ দিবস বেটা ৷" গওহরের অনুরাগীরাও এদিন তাঁদের প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গত সপ্তাহে তাঁদের প্রথম সন্তানলাভের কথা সকলকে জানিয়েছিলেন জাহিদ দরবার এবং গওহর খান ৷ গত 10 মে মা হয়েছেন গওহর ৷ অভিনেত্রী সেদিন জানান, মা হতে পারা যে কত বড় উপহার তা সেদিন সত্য়িই বুঝতে পেরেছিলেন তিনি ৷ গওহর এবং জাহিদের বিয়ে হয় 2020 সালের ডিসেম্বর মাসে ৷ তার প্রায় তিন বছর পর তাঁদের প্রথম সন্তানলাভ করলেন এই তারকা দম্পতি ৷
আরও পড়ুন: অচেনা ব্যক্তির বাইকে চড়াই কাল হল ? আইনি জটিলতায় বিগ বি অনুষ্কা ?