ETV Bharat / entertainment

Game Changer: কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

author img

By

Published : Jul 30, 2023, 4:59 PM IST

অভিনেত্রী কিয়ারা আদবানির জন্মদিনে আসতে পারে বড় চমক । সূত্রের খবর, অভিনেত্রীর 31তম জন্মদিনে প্রকাশিত হতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে তাঁর প্রথম ঝলক । অপেক্ষায় অনুরাগীরা ।

Etv Bharat
কিয়ারা জন্মদিনে বড় চমক

হায়দরাবাদ, 30 জুলাই: 31 জুলাই জন্মদিন 'সত্যপ্রেম কী কথা' অভিনেত্রী কিয়ারা আদবানির । জন্মদিন মানেই স্পেশাল কিছু হতে পারে বলে আগে থেকেই অনুমান শুরু করে দিয়েছেন অনুরাগীরা । শোনা যাচ্ছে, কিয়ারর জন্মদিনে উপহার হিসাবে সামনে আসতে পারে 'গেম চ্য়াঞ্জার' ছবি-তে তাঁর প্রথম ঝলক । তবে এখনও পর্যন্ত বিষয়টি অফিসিয়ালি জানানো হয়নি । তবে অনুরাগীরা এখন থেকেই উচ্ছসিত । অপেক্ষায় রয়েছেন দক্ষিণী ছবিতে রাম চরণের বিপরীতে কিয়ারার লুক কেমন হবে ।

'গেম চ্যাঞ্জার' ছবির পরিচালক শঙ্কর । সম্প্রতি এই ছবি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে । ফলে যদি আগামীকাল অর্থাৎ 31 জুলাই কিয়ারা আদবানির প্রথম ঝলক প্রকাশিত হয়, তাহলে তা কিয়ারা অনুরাগীদের কাছে দারুণ খবর হতে চলেছে । 2019 সালে ভিনয়া বিদ্যা রামা-তে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা আদবানি । গেমচ্যাঞ্জার অভিনেতার সঙ্গে দ্বিতীয় ছবি । সেই ছবির শুটিংয়ের জন্য নিজামের শহর হায়দরাবাদেও উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী । কিয়ারা, রামচরণের সহ-অভিনেত্রীর পাশাপাশি তাঁদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্কও রয়েছে ।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এই প্রোজেক্ট নিয়ে ভীষণ উত্তেজিত । তিনি খুব খুশি রামচরণের বিপরীতে অভিনয় করতে পেরে । অন্যদিকে, ব্লকব্লাস্টার হিট 'আরআরআর'-এর পর এটি রামচরণের প্রথম ছবি । ফলে এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ রয়েছে প্রবল । অ্যাকশনে ভরপুর এই ছবি ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ ।

আরও পড়ুুন: জ্যাকেটে রণবীরের মুখ, হাবিকে নিয়েই রকি আর রানির প্রেম দেখতে গেলেন দীপিকা

প্রসঙ্গত, দক্ষিণী অভিনেতা রামচরণের জন্মদিনেই গেমচ্যাঞ্জার ছবির নাম ঘোষণা করা হয়েছিল । তবে প্রথমে ছবির নাম অন্য ছিল । শঙ্কর সনমুঘম পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়। অন্যদিকে, কিয়ারার হাত রয়েছে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত 'ওয়ার 2' । অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি স্পাই ইউনিভার্সের অন্যতম একটি ছবি হতে চলেছে । এছাড়াও রয়েছে, রোম্যান্টিক ড্রামা ছবি 'অদল বদল' । বিপরীতে রয়েছেন হাবি সিদ্ধার্থ মালহোত্রা । 'শেরশাহ'-র পর এই জুটি একসঙ্গে কাজ করবে 'অদল বাদল'-এ ।

হায়দরাবাদ, 30 জুলাই: 31 জুলাই জন্মদিন 'সত্যপ্রেম কী কথা' অভিনেত্রী কিয়ারা আদবানির । জন্মদিন মানেই স্পেশাল কিছু হতে পারে বলে আগে থেকেই অনুমান শুরু করে দিয়েছেন অনুরাগীরা । শোনা যাচ্ছে, কিয়ারর জন্মদিনে উপহার হিসাবে সামনে আসতে পারে 'গেম চ্য়াঞ্জার' ছবি-তে তাঁর প্রথম ঝলক । তবে এখনও পর্যন্ত বিষয়টি অফিসিয়ালি জানানো হয়নি । তবে অনুরাগীরা এখন থেকেই উচ্ছসিত । অপেক্ষায় রয়েছেন দক্ষিণী ছবিতে রাম চরণের বিপরীতে কিয়ারার লুক কেমন হবে ।

'গেম চ্যাঞ্জার' ছবির পরিচালক শঙ্কর । সম্প্রতি এই ছবি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে । ফলে যদি আগামীকাল অর্থাৎ 31 জুলাই কিয়ারা আদবানির প্রথম ঝলক প্রকাশিত হয়, তাহলে তা কিয়ারা অনুরাগীদের কাছে দারুণ খবর হতে চলেছে । 2019 সালে ভিনয়া বিদ্যা রামা-তে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা আদবানি । গেমচ্যাঞ্জার অভিনেতার সঙ্গে দ্বিতীয় ছবি । সেই ছবির শুটিংয়ের জন্য নিজামের শহর হায়দরাবাদেও উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী । কিয়ারা, রামচরণের সহ-অভিনেত্রীর পাশাপাশি তাঁদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্কও রয়েছে ।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এই প্রোজেক্ট নিয়ে ভীষণ উত্তেজিত । তিনি খুব খুশি রামচরণের বিপরীতে অভিনয় করতে পেরে । অন্যদিকে, ব্লকব্লাস্টার হিট 'আরআরআর'-এর পর এটি রামচরণের প্রথম ছবি । ফলে এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ রয়েছে প্রবল । অ্যাকশনে ভরপুর এই ছবি ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ ।

আরও পড়ুুন: জ্যাকেটে রণবীরের মুখ, হাবিকে নিয়েই রকি আর রানির প্রেম দেখতে গেলেন দীপিকা

প্রসঙ্গত, দক্ষিণী অভিনেতা রামচরণের জন্মদিনেই গেমচ্যাঞ্জার ছবির নাম ঘোষণা করা হয়েছিল । তবে প্রথমে ছবির নাম অন্য ছিল । শঙ্কর সনমুঘম পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়। অন্যদিকে, কিয়ারার হাত রয়েছে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত 'ওয়ার 2' । অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি স্পাই ইউনিভার্সের অন্যতম একটি ছবি হতে চলেছে । এছাড়াও রয়েছে, রোম্যান্টিক ড্রামা ছবি 'অদল বদল' । বিপরীতে রয়েছেন হাবি সিদ্ধার্থ মালহোত্রা । 'শেরশাহ'-র পর এই জুটি একসঙ্গে কাজ করবে 'অদল বাদল'-এ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.