ETV Bharat / entertainment

Celebs on PM Modi Birthday: মোদিকে রামের সঙ্গে তুলনা কঙ্গনার, জন্মদিনের শুভেচ্ছায় দরাজ বলি তারকারা - Akshay Kumar

Celebs Wish PM Modi on his Birthday: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিন উপলক্ষে সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি ৷ অক্ষয় কুমার থেকে অনুপম খের-সহ অনেকেই ভূয়সী প্রশংসাও করলেন নমোর ৷

Celebs Wish PM Modi on his Birthday
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা সেলিব্রিটিদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 4:33 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 73তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা ৷ সোশাল মিডিয়ায় একের পর এক পোস্টে অনেকে আবার মোদিকে বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছেন ৷ কঙ্গনা রানাওয়াত থেকে অক্ষয় কুমার, হেমা মালিনী-সহ বহু সেলিব্রিটি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

কঙ্গনা রানাওয়াত টুইটারে শেয়ার করা একটি বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করেছেন । কঙ্গনা প্রধানমন্ত্রী মোদির তাত্পর্য বর্ণনা করে তাঁকে শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয়, রামের মতো একজন ব্যক্তিত্ব হিসেবে তুলনা টেনেছেন, যিনি জাতীয় চেতনার অবিস্মরণীয় উন্মেষ ঘটিয়েছেন বলে তাঁর মত ৷

  • Happy birthday to the most loved leader in the world, an ordinary man who rose to the heights of empowerment through his hard work and perseverance and became the architect of New Bharat. You are not just a Prime Minister for the people of Bharat, like Lord Rama your name is… pic.twitter.com/Bkc8dufcAH

    — Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অক্ষয় মোদিকে অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করে তাঁর সুস্বাস্থ্য, চিরস্থায়ী সুখ কামনা করেছেন । তাঁর বার্তায় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কুর্ণিশ জানিয়েছেন অক্ষয় কুমার ৷

সানি দেওলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান । তাঁকে 'আমাদের প্রধানমন্ত্রী' হিসাবে উল্লেখ করে সানি দেওল মঙ্গল ও সমৃদ্ধির কামনা করেছেন ৷ প্রধানমন্ত্রী মোদির স্বাস্থ্য এবং শাশ্বত সুখের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গদর স্টার ।

আরও পড়ুন: সৌজন্যে বাধ সাধেনি আদর্শের মতভেদ, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন রাহুল থেকে অভিষেক

অভিনেতা বরুণ ধাওয়ানও টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 73তম জন্মদিনে শুভেচ্ছা জানান ৷

প্রবীণ অভিনেতা অনুপম খের প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । এ দিকে, কিরণ খের সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেছেন । তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে, ভারতের বিশ্বজুড়ে খ্যাতি এবং জাতির কল্যাণে উত্সর্গীকরণে ভূমিকা নেওয়ার জন্য প্রশংসা করেছেন । কিরণ খের প্রধানমন্ত্রী মোদির স্বাস্থ্য, সুখ এবং আরও অনেক গৌরবময় বছর কামনা করেছেন ।

  • A very Happy Birthday to our Hon’ble PM @narendramodi Ji, who has put #India on the world map. Your dedication for the welfare of our country and its people is highly appreciated. Wish you health, happiness and glorious years ahead.#HappyBdayModiji

    — Kirron Kher (@KirronKherBJP) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • आदरणीय प्रधानमंत्री @narendramodi जी। आज आपसे मिलकर मन अत्यंत प्रसन्न हुआ।आप देशवासियों के लिए दिन रात जो मेहनत कर रहें है, वो प्रेरणात्मक है! जिस श्रद्धा के साथ आपने मेरी माँ द्वारा आपकी रक्षा के लिए भेजी रुद्राक्ष की माला स्वीकार की वो हम हमेशा याद रखेंगे।जय हो।जय हिंद! 🙏🇮🇳🙏 pic.twitter.com/yBQN4UOvWy

    — Anupam Kher (@AnupamPKher) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হেমা মালিনী টুইটারে তাঁর শুভেচ্ছা শেয়ার করেছেন, প্রধানমন্ত্রী মোদিকে আধুনিক বিশ্বে একটি বিশাল ব্যক্তিত্ব এবং আলোর বাতিঘর হিসাবে বর্ণনা করেছেন । তিনি তাঁর সাহসী এবং বিজ্ঞ সিদ্ধান্তের জন্য বিশ্ব নেতাদের প্রশংসার কথা তুলে ধরেন ৷ মোদির নেতৃত্ব দেওয়ার দৃষ্টান্ত টেনে তিনি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 73তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা ৷ সোশাল মিডিয়ায় একের পর এক পোস্টে অনেকে আবার মোদিকে বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছেন ৷ কঙ্গনা রানাওয়াত থেকে অক্ষয় কুমার, হেমা মালিনী-সহ বহু সেলিব্রিটি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

কঙ্গনা রানাওয়াত টুইটারে শেয়ার করা একটি বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করেছেন । কঙ্গনা প্রধানমন্ত্রী মোদির তাত্পর্য বর্ণনা করে তাঁকে শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয়, রামের মতো একজন ব্যক্তিত্ব হিসেবে তুলনা টেনেছেন, যিনি জাতীয় চেতনার অবিস্মরণীয় উন্মেষ ঘটিয়েছেন বলে তাঁর মত ৷

  • Happy birthday to the most loved leader in the world, an ordinary man who rose to the heights of empowerment through his hard work and perseverance and became the architect of New Bharat. You are not just a Prime Minister for the people of Bharat, like Lord Rama your name is… pic.twitter.com/Bkc8dufcAH

    — Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অক্ষয় মোদিকে অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করে তাঁর সুস্বাস্থ্য, চিরস্থায়ী সুখ কামনা করেছেন । তাঁর বার্তায় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কুর্ণিশ জানিয়েছেন অক্ষয় কুমার ৷

সানি দেওলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান । তাঁকে 'আমাদের প্রধানমন্ত্রী' হিসাবে উল্লেখ করে সানি দেওল মঙ্গল ও সমৃদ্ধির কামনা করেছেন ৷ প্রধানমন্ত্রী মোদির স্বাস্থ্য এবং শাশ্বত সুখের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গদর স্টার ।

আরও পড়ুন: সৌজন্যে বাধ সাধেনি আদর্শের মতভেদ, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন রাহুল থেকে অভিষেক

অভিনেতা বরুণ ধাওয়ানও টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 73তম জন্মদিনে শুভেচ্ছা জানান ৷

প্রবীণ অভিনেতা অনুপম খের প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । এ দিকে, কিরণ খের সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেছেন । তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে, ভারতের বিশ্বজুড়ে খ্যাতি এবং জাতির কল্যাণে উত্সর্গীকরণে ভূমিকা নেওয়ার জন্য প্রশংসা করেছেন । কিরণ খের প্রধানমন্ত্রী মোদির স্বাস্থ্য, সুখ এবং আরও অনেক গৌরবময় বছর কামনা করেছেন ।

  • A very Happy Birthday to our Hon’ble PM @narendramodi Ji, who has put #India on the world map. Your dedication for the welfare of our country and its people is highly appreciated. Wish you health, happiness and glorious years ahead.#HappyBdayModiji

    — Kirron Kher (@KirronKherBJP) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • आदरणीय प्रधानमंत्री @narendramodi जी। आज आपसे मिलकर मन अत्यंत प्रसन्न हुआ।आप देशवासियों के लिए दिन रात जो मेहनत कर रहें है, वो प्रेरणात्मक है! जिस श्रद्धा के साथ आपने मेरी माँ द्वारा आपकी रक्षा के लिए भेजी रुद्राक्ष की माला स्वीकार की वो हम हमेशा याद रखेंगे।जय हो।जय हिंद! 🙏🇮🇳🙏 pic.twitter.com/yBQN4UOvWy

    — Anupam Kher (@AnupamPKher) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হেমা মালিনী টুইটারে তাঁর শুভেচ্ছা শেয়ার করেছেন, প্রধানমন্ত্রী মোদিকে আধুনিক বিশ্বে একটি বিশাল ব্যক্তিত্ব এবং আলোর বাতিঘর হিসাবে বর্ণনা করেছেন । তিনি তাঁর সাহসী এবং বিজ্ঞ সিদ্ধান্তের জন্য বিশ্ব নেতাদের প্রশংসার কথা তুলে ধরেন ৷ মোদির নেতৃত্ব দেওয়ার দৃষ্টান্ত টেনে তিনি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.