ETV Bharat / entertainment

Parineeti-Raghav Wedding: কেমন ছিল পরিণীতি-রাঘবের সঙ্গীতানুষ্ঠান, ভাইরাল ভিডিয়ো - সানিয়া মিরজা

শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান ৷ একে একে এসে পৌঁছেছেন অতিথিরাও ৷ সানিয়া মিরজা, মণীশ মালহোত্রাও উপস্থিত হয়েছেন উদয়পুরে ৷ পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের তোরজোড় চলছে ৷ তার আগে প্রকাশ্যে সঙ্গীতানুষ্ঠানের ছবি ৷ ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Parineeti-Raghav Wedding
পরিণীতি-রাঘবের সঙ্গীতানুষ্ঠান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 1:15 PM IST

Updated : Sep 24, 2023, 1:57 PM IST

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: মেহেন্দি থেকে সঙ্গীত সেরেমনি কেমন চলছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠান, তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ দুপুর 1টা নাগাদ হবে পরিণীতির চূড়া অনুষ্ঠান ৷ ইতিমধ্যেই বিগ ফ্যাট ওয়েডিং-এ যোগ দিতে উদয়পুরে পৌঁছে গিয়েছেন টেনিস তারকা সানিয়া মিরজা ও ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা ৷

দীর্ঘ চর্চার পর রবিবার চার হাত এক হাত চলেছে পরিণীতি-রাঘবের ৷ তবে কেমন ছিল সঙ্গীতের আয়োজন, কেমন ছিল হবু কনের সাজ সেই ছবি এখন প্রকাশ্যে ৷ বলিউডের পাঞ্জাবি গায়ক নভরাজ হংসের দুর্দান্ত পারফরম্যান্স ছবি ও ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উদয়পুরের লীলা প্যালেসে ৷ সেখানেই নিমন্ত্রণ পত্রে উল্লেখ করা থিম ও সময় মেনেই নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ শনিবার ছিল রাগনীতির সঙ্গীতানুষ্ঠান ৷ নয়ের দশকের নস্ট্যালজিয়াকে সামনে রেখে অনুষ্ঠানের থিম ঠিক করা হয়েছিল 'লেটস পার্টি লাইক ইটস 90 ৷' সেই অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন ডিজে নভরাজ ৷

ছবিতে দেখা গিয়েছে, সঙ্গীতের অনুষ্ঠানে পরিণীতি পরেছিলেন সুন্দর ডিজাইন করা ঘাগড়া ৷ গলায় চওড়া চোকার ৷ তাতে বসানো হিরে ৷ কানে ও হাতে হিরের ছোঁয়া ৷ ঘাগড়ার রঙ দেখে আন্দাজ করা যায়, তা ছিল হালকো বেগুনি ৷ অন্যদিকে হবু বর অর্থাৎ রাঘব পরেছিলেন কালো গলা বন্ধ কোট ৷ গায়ক নভরাজের সঙ্গে তোলা সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, ভিডিয়োতে দেখা গিয়েছে, গানের জাদুতে কীরকম ভাবে উপস্থিত অতিথিদের মনোরঞ্জনে ব্যস্ত রয়েছেন নভরাজ ৷

আরও পড়ুন: প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে-বিদাই

অন্যদিকে, লাল ও গোলাপি সালোয়ার কামিজে উদয়পুর বিমানবন্দরে দেখা গিয়েছে সানিয়া মিরজাকে ৷ প্রিয় বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে তিনিও এসে গিয়েছেন ৷ অন্যদিকে, উপস্থিত হয়েছেন ফ্য়াশন ডিজাইনার মণীশ মলহোত্রাও ৷ কেমন সাজে সাজবেন পরিণীতি? পাপারাৎজিদের প্রশ্নের জবাবে মণীশ উত্তর দেন, "আজ রাতে আপনারা দেখতে পাবেন ৷" দুপুর 1টায় শুরু হবে রাঘবের শেহরাবন্দি অর্থাৎ পাগড়ি বাঁধা ৷ এই অনুষ্ঠানের থিম রাখা হয়েছে থ্রেডস অফ ব্লেসিং ৷ এরপর বারাত বা দ্য রয়্যাল প্রসেশন তাজ লেক থেকে শুরু হবে দুপুর 2টোয় ৷

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: মেহেন্দি থেকে সঙ্গীত সেরেমনি কেমন চলছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠান, তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ দুপুর 1টা নাগাদ হবে পরিণীতির চূড়া অনুষ্ঠান ৷ ইতিমধ্যেই বিগ ফ্যাট ওয়েডিং-এ যোগ দিতে উদয়পুরে পৌঁছে গিয়েছেন টেনিস তারকা সানিয়া মিরজা ও ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা ৷

দীর্ঘ চর্চার পর রবিবার চার হাত এক হাত চলেছে পরিণীতি-রাঘবের ৷ তবে কেমন ছিল সঙ্গীতের আয়োজন, কেমন ছিল হবু কনের সাজ সেই ছবি এখন প্রকাশ্যে ৷ বলিউডের পাঞ্জাবি গায়ক নভরাজ হংসের দুর্দান্ত পারফরম্যান্স ছবি ও ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উদয়পুরের লীলা প্যালেসে ৷ সেখানেই নিমন্ত্রণ পত্রে উল্লেখ করা থিম ও সময় মেনেই নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ শনিবার ছিল রাগনীতির সঙ্গীতানুষ্ঠান ৷ নয়ের দশকের নস্ট্যালজিয়াকে সামনে রেখে অনুষ্ঠানের থিম ঠিক করা হয়েছিল 'লেটস পার্টি লাইক ইটস 90 ৷' সেই অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন ডিজে নভরাজ ৷

ছবিতে দেখা গিয়েছে, সঙ্গীতের অনুষ্ঠানে পরিণীতি পরেছিলেন সুন্দর ডিজাইন করা ঘাগড়া ৷ গলায় চওড়া চোকার ৷ তাতে বসানো হিরে ৷ কানে ও হাতে হিরের ছোঁয়া ৷ ঘাগড়ার রঙ দেখে আন্দাজ করা যায়, তা ছিল হালকো বেগুনি ৷ অন্যদিকে হবু বর অর্থাৎ রাঘব পরেছিলেন কালো গলা বন্ধ কোট ৷ গায়ক নভরাজের সঙ্গে তোলা সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, ভিডিয়োতে দেখা গিয়েছে, গানের জাদুতে কীরকম ভাবে উপস্থিত অতিথিদের মনোরঞ্জনে ব্যস্ত রয়েছেন নভরাজ ৷

আরও পড়ুন: প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে-বিদাই

অন্যদিকে, লাল ও গোলাপি সালোয়ার কামিজে উদয়পুর বিমানবন্দরে দেখা গিয়েছে সানিয়া মিরজাকে ৷ প্রিয় বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে তিনিও এসে গিয়েছেন ৷ অন্যদিকে, উপস্থিত হয়েছেন ফ্য়াশন ডিজাইনার মণীশ মলহোত্রাও ৷ কেমন সাজে সাজবেন পরিণীতি? পাপারাৎজিদের প্রশ্নের জবাবে মণীশ উত্তর দেন, "আজ রাতে আপনারা দেখতে পাবেন ৷" দুপুর 1টায় শুরু হবে রাঘবের শেহরাবন্দি অর্থাৎ পাগড়ি বাঁধা ৷ এই অনুষ্ঠানের থিম রাখা হয়েছে থ্রেডস অফ ব্লেসিং ৷ এরপর বারাত বা দ্য রয়্যাল প্রসেশন তাজ লেক থেকে শুরু হবে দুপুর 2টোয় ৷

Last Updated : Sep 24, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.