ETV Bharat / entertainment

Devi Chowdhurani First Look: 'দেবী চৌধুরানী' শ্রাবন্তী ! দীপাবলির আগে প্রকাশ্যে ব্যান্ডিত কুইনের প্রথম ঝলক - Subhrajit mitra

Devi Chowdhurani: শুরু থেকেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের পারদ চড়তে শুরু করেছে ৷ নানা সময়ে শুটিংয়ের খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন পরিচালক ৷ এবার প্রকাশ্যে আনলেন ছবির তারকাদের প্রথম ঝলক ৷

Devi Chowdhurani First Look
প্রফুল্ল থেকে 'দেবী চৌধুরানী' হওয়ার জার্নি শ্রাবন্তীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 2:44 PM IST

কলকাতা, 11 নভেম্বর: দীপাবলির প্রাককালে প্রকাশ্যে বহু চর্চিত শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক। তিন রকমের সাজে শ্রাবন্তীর ভিন্ন লুক নজর কেড়েছে নেটিজেনদের ৷ শনিবার সামাজিক মাধ্যমে শ্রাবন্তী-সহ ছবির অনান্য তারকাদের ফার্স্ট লুক শেয়ার করেছেন পরিচালক।

ছবি শেয়ার করে ক্যাপশনে পরিচালক শুভ্রজিৎ লিখেছেন, "নতুন জার্নির পর্দা সরে গিয়েছে ৷ যে সময়ের জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবার তা শেষ হতে চলেছে ৷ দেবী চৌধুরানীর প্রথম ঝলক প্রকাশ্যে ৷ সাহিত্য-প্রধান কাহিনীতে ভিন্ন ধারার চমক আপনাদের জন্য ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সবার আগে কথা বলা যাক শ্রাবন্তীর লুক নিয়ে ৷ পরিচালক এখানে তিন ধরনের লুক শেয়ার করেছেন অভিনেত্রীর ৷ একটি নববধূ সাজে তথা প্রফুল্ল রূপে ৷ একটিতে ফুটে উঠেছে অসহায় বা করুণ মেয়ের প্রতিচ্ছবি ৷ অপরটিতে ধরা দিয়েছে, তির-ধনুক ও তলোয়ার হাতে ডাকাত রানির তথা দেবী চৌধুরানীর রূপ ৷ স্বভাবতই, শ্রাবন্তীর এই রূপে মজেছে নেটপাড়া ৷ সকলেই এখন অধীর আগ্রহে রয়েছেন অভিনেত্রীর অভিনয় দেখার অপেক্ষায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ প্রমুখ। এই মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে দেবী চৌধুরানী হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন শ্রাবন্তী। শুধু তিনিই নন, প্রসেনজিৎ, অর্জুন থেকে বিবৃতি, দর্শনা, কিঞ্জল প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন নিজেদের চরিত্র হয়ে ওঠার লক্ষ্যে। এবার ফ্লোরে যাওয়ার পালা এই ছবির।

Devi Chowdhurani First Look
সব্যসাচী চক্রবর্তী

পরিচালকের শেয়ার করা প্রথম ঝলকে রঙ্গরাজের চরিত্রে অর্জুন চক্রবর্তী, নিশির চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়, সাগরের চরিত্রে দর্শনা বণিক, ব্রজেশ্বর রায়ের চরিত্রে কিঞ্জল নন্দ এবং জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তীকে দেখা গিয়েছে। বেশ অনেকদিন পর আবার বড় পর্দায় অভিনয় করবেন তিনি। উল্লেখ্য, ভালো চরিত্র না পেলে আর অভিনয় করবেন না বলে আগেই জানিয়েছেন তিনি। 'দেবী চৌধুরানী'তে জমিদারের চরিত্রটিতে তাঁকে রাজি করানোর ব্যাপারে তাঁর পুত্র অর্জুন চক্রবর্তী বিশেষ ভূমিকা পালন করেছিলেন বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি ভবানী পাঠক তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চরিত্র ৷ পরিচালক জানিয়ে দিয়েছেন সেখানেও রয়েছে চমক ৷ তাই একটু অপেক্ষা দর্শকদের করতেই হবে ৷

Devi Chowdhurani First Look
অর্জুন চক্রবর্তী

অশ্বচালনা থেকে অস্ত্রচালনা সবই শিখতে হয়েছে টিমকে। উল্লেখ্য, পরিচালক শুভ্রজিৎ মিত্রও পারদর্শী তরোয়াল চালনায়। নিজের বাড়িতেও সংগ্রহে রেখেছেন তরোয়াল ৷ উল্লেখ্য, ছবির রিসার্চ থেকে স্ক্রিনপ্লে, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র ৷

আরও পড়ুন:

1. রশ্মিকার 'ডিপফেক ভিডিয়ো' কাণ্ডে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

2. একতা কাপুরের দিওয়ালিতে পার্টিতে গ্ল্যামার ও ফ্যাশনের ঝলকানি, দেখুন ভিডিয়ো

3. কফি কাউচে সলমন ! করণের অতিথি তালিকায় লম্বা চমক

কলকাতা, 11 নভেম্বর: দীপাবলির প্রাককালে প্রকাশ্যে বহু চর্চিত শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক। তিন রকমের সাজে শ্রাবন্তীর ভিন্ন লুক নজর কেড়েছে নেটিজেনদের ৷ শনিবার সামাজিক মাধ্যমে শ্রাবন্তী-সহ ছবির অনান্য তারকাদের ফার্স্ট লুক শেয়ার করেছেন পরিচালক।

ছবি শেয়ার করে ক্যাপশনে পরিচালক শুভ্রজিৎ লিখেছেন, "নতুন জার্নির পর্দা সরে গিয়েছে ৷ যে সময়ের জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবার তা শেষ হতে চলেছে ৷ দেবী চৌধুরানীর প্রথম ঝলক প্রকাশ্যে ৷ সাহিত্য-প্রধান কাহিনীতে ভিন্ন ধারার চমক আপনাদের জন্য ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সবার আগে কথা বলা যাক শ্রাবন্তীর লুক নিয়ে ৷ পরিচালক এখানে তিন ধরনের লুক শেয়ার করেছেন অভিনেত্রীর ৷ একটি নববধূ সাজে তথা প্রফুল্ল রূপে ৷ একটিতে ফুটে উঠেছে অসহায় বা করুণ মেয়ের প্রতিচ্ছবি ৷ অপরটিতে ধরা দিয়েছে, তির-ধনুক ও তলোয়ার হাতে ডাকাত রানির তথা দেবী চৌধুরানীর রূপ ৷ স্বভাবতই, শ্রাবন্তীর এই রূপে মজেছে নেটপাড়া ৷ সকলেই এখন অধীর আগ্রহে রয়েছেন অভিনেত্রীর অভিনয় দেখার অপেক্ষায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ প্রমুখ। এই মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে দেবী চৌধুরানী হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন শ্রাবন্তী। শুধু তিনিই নন, প্রসেনজিৎ, অর্জুন থেকে বিবৃতি, দর্শনা, কিঞ্জল প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন নিজেদের চরিত্র হয়ে ওঠার লক্ষ্যে। এবার ফ্লোরে যাওয়ার পালা এই ছবির।

Devi Chowdhurani First Look
সব্যসাচী চক্রবর্তী

পরিচালকের শেয়ার করা প্রথম ঝলকে রঙ্গরাজের চরিত্রে অর্জুন চক্রবর্তী, নিশির চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়, সাগরের চরিত্রে দর্শনা বণিক, ব্রজেশ্বর রায়ের চরিত্রে কিঞ্জল নন্দ এবং জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তীকে দেখা গিয়েছে। বেশ অনেকদিন পর আবার বড় পর্দায় অভিনয় করবেন তিনি। উল্লেখ্য, ভালো চরিত্র না পেলে আর অভিনয় করবেন না বলে আগেই জানিয়েছেন তিনি। 'দেবী চৌধুরানী'তে জমিদারের চরিত্রটিতে তাঁকে রাজি করানোর ব্যাপারে তাঁর পুত্র অর্জুন চক্রবর্তী বিশেষ ভূমিকা পালন করেছিলেন বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি ভবানী পাঠক তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চরিত্র ৷ পরিচালক জানিয়ে দিয়েছেন সেখানেও রয়েছে চমক ৷ তাই একটু অপেক্ষা দর্শকদের করতেই হবে ৷

Devi Chowdhurani First Look
অর্জুন চক্রবর্তী

অশ্বচালনা থেকে অস্ত্রচালনা সবই শিখতে হয়েছে টিমকে। উল্লেখ্য, পরিচালক শুভ্রজিৎ মিত্রও পারদর্শী তরোয়াল চালনায়। নিজের বাড়িতেও সংগ্রহে রেখেছেন তরোয়াল ৷ উল্লেখ্য, ছবির রিসার্চ থেকে স্ক্রিনপ্লে, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র ৷

আরও পড়ুন:

1. রশ্মিকার 'ডিপফেক ভিডিয়ো' কাণ্ডে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

2. একতা কাপুরের দিওয়ালিতে পার্টিতে গ্ল্যামার ও ফ্যাশনের ঝলকানি, দেখুন ভিডিয়ো

3. কফি কাউচে সলমন ! করণের অতিথি তালিকায় লম্বা চমক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.