ETV Bharat / entertainment

New Films And Web Series: প্রিয়াঙ্কা থেকে সোনাক্ষী শুক্রবারের ম্যাটিনিতে তারকার ঝাঁক - New Films And Web Series

একঝাঁক নতুন ছবি আর সিরিজ নিয়ে আসতে চলেছে এক 'ফাটাফাটি' শুক্রবার ৷ সোনাক্ষী থেকে ঋতাভরী পর্দায় আসছেন একদল তারকা ৷

New Films And Web Series
একঝাঁক নতুন ছবি আর সিরিজ মুক্তি পাবে শুক্রবার
author img

By

Published : May 11, 2023, 10:50 AM IST

হায়দরাবাদ, 11 মে: বিনোদনের দুনিয়ার তুফান আসতে চলেছে শুক্রবার ৷ একইসঙ্গে পর্দায় আসছেন আবির-ঋতাভরী, সোনাক্ষী-বিজয়, নাগা চৈতন্য থেকে শুরু করে নিক-প্রিয়াঙ্কারা ৷ সিনে অনুরাগীদের জন্য 'কোনটা ছেড়ে কোনটা দেখি' তা ঠিক করাই মুশকিল হতে চলেছে ৷ শুধু সিনেমা হল নয় ওটিটিতেও 12 মে রিলিজ করতে চলেছে বেশকিছু আলোচিত প্রজেক্ট ৷ যার জেরে এই উইকএন্ডটা সিনেমা হল বা বিঞ্জ ওয়াচ-এর জন্য যে একেবারে আদর্শ হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিমত নেই ৷ আসুন দেখে নেওয়া যাক শুক্রবার পর্দায় আসছেন কোন কোন তারকা ?

New Films And Web Series
দাহাড়

দাহাড়: রিমা কাগাতি পরিচালিত এই থ্রিলার সিরিজে লেডি দাবাং রোলেই দেখা যাবে শত্রুঘ্ন কন্য়াকে ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন সোনাক্ষী ৷ 27 জন নারীর রহস্যমৃত্য়ুর তদন্তের দায়িত্ব সামলাবেন ৷ কীভাবে তিনি এই প্যাঁচালো রহস্য়ের জট খুলে অপরাধীর পাকড়াও করেন সেটাই দেখার ৷ সিরিজটি আসতে চলেছে আমাজন প্রাইম ভিডিয়ো-তে ৷ এই প্রজেক্টে তাঁর সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং গুলশন দেভাইয়াকেও ৷

New Films And Web Series
আইবি 71

আইবি 71: স্পাই থ্রিলার যদি আপনার পছন্দের বিষয় হয় তাহলে শুক্রবার অবশ্য়ই হলে গিয়ে দেখে ফেলতে হবে 'আইবি 71' ৷ ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় তৈরি এক আইবি এজেন্টের কাহিনি এই ছবিতে তুলে ধরবেন অ্য়াকশন হিরো বিদ্য়ুৎ জামওয়াল ৷ সঙ্গে থাকছেন অনুপম খেরও । তাই পরতে পরতে রহস্য আর অ্যাকশনে ভরপুর এই ছবি আপনার মেজাজ ভালো করে দেওয়ার জন্য় যথেষ্ট ।

New Films And Web Series
ফাটাফাটি

ফাটাফাটি: অরিত্র মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন আবির চট্টোপাধ্য়ায় এবং ঋতাভরী চক্রবর্তী ৷ মুচমুচে প্রেমের পাশাপাশি সামাজিক বার্তা নিয়ে হাজির হতে চলেছে ছবিটি ৷ আসলে রোগা বা মোটা হওয়া কোনও স্বপ্নের যাত্রাকে থামিয়ে দিতে পারে না ৷ সেই কথাই তুলে ধরবে 'ফাটাফাটি' ৷

New Films And Web Series
লাভ এগেন

লাভ এগেন: হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়াও আবার পর্দায় ফিরছেন তাঁর নতুন ছবি 'লাভ এগেন' নিয়ে ৷ তার সঙ্গে রয়েছেন স্যাম হিউগেন ৷ এই রোম্য়ান্টিক ড্রামায় বিশেষ দৃশ্যে দেখা যাবে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকেও ৷ তবে এবার আর ওটিটিতে নয় নিক-প্রিয়াঙ্কার রোম্যান্স দেখতে আপনাকে যেতে হবে সিনেমাহলে ৷

New Films And Web Series
কাস্টোডি
কাস্টোডি: দক্ষিণি ছবির ভক্ত হলে আপনার জন্য় উপযুক্ত হতে পারে নাগা চৈতন্য়ের 'কাস্টোডি' ৷ ছবিতে নাগার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি শেঠি, আর শরৎকুমারও ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে বেঙ্কট প্রভু ৷ ছবিটি তৈরি একজন কনস্টেবলকে কেন্দ্র করে ৷ চাকরি সূত্রে তাঁকে একজন গ্যাংস্টারকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য় পাহাড়া দিতে হয় ৷ তবে সে একদিন পরিকল্পনা শুরু করে সে এই গ্য়াংস্টারকে পুলিশ কাস্টোডিতেই মেরে ফেলবে ৷ এরপর কী হয় তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি ৷

আরও পড়ুন: নিকের প্রাক্তনদের নিয়ে কী মনোভাব প্রিয়াঙ্কার ? জানালেন নিজেই

হায়দরাবাদ, 11 মে: বিনোদনের দুনিয়ার তুফান আসতে চলেছে শুক্রবার ৷ একইসঙ্গে পর্দায় আসছেন আবির-ঋতাভরী, সোনাক্ষী-বিজয়, নাগা চৈতন্য থেকে শুরু করে নিক-প্রিয়াঙ্কারা ৷ সিনে অনুরাগীদের জন্য 'কোনটা ছেড়ে কোনটা দেখি' তা ঠিক করাই মুশকিল হতে চলেছে ৷ শুধু সিনেমা হল নয় ওটিটিতেও 12 মে রিলিজ করতে চলেছে বেশকিছু আলোচিত প্রজেক্ট ৷ যার জেরে এই উইকএন্ডটা সিনেমা হল বা বিঞ্জ ওয়াচ-এর জন্য যে একেবারে আদর্শ হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিমত নেই ৷ আসুন দেখে নেওয়া যাক শুক্রবার পর্দায় আসছেন কোন কোন তারকা ?

New Films And Web Series
দাহাড়

দাহাড়: রিমা কাগাতি পরিচালিত এই থ্রিলার সিরিজে লেডি দাবাং রোলেই দেখা যাবে শত্রুঘ্ন কন্য়াকে ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন সোনাক্ষী ৷ 27 জন নারীর রহস্যমৃত্য়ুর তদন্তের দায়িত্ব সামলাবেন ৷ কীভাবে তিনি এই প্যাঁচালো রহস্য়ের জট খুলে অপরাধীর পাকড়াও করেন সেটাই দেখার ৷ সিরিজটি আসতে চলেছে আমাজন প্রাইম ভিডিয়ো-তে ৷ এই প্রজেক্টে তাঁর সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং গুলশন দেভাইয়াকেও ৷

New Films And Web Series
আইবি 71

আইবি 71: স্পাই থ্রিলার যদি আপনার পছন্দের বিষয় হয় তাহলে শুক্রবার অবশ্য়ই হলে গিয়ে দেখে ফেলতে হবে 'আইবি 71' ৷ ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় তৈরি এক আইবি এজেন্টের কাহিনি এই ছবিতে তুলে ধরবেন অ্য়াকশন হিরো বিদ্য়ুৎ জামওয়াল ৷ সঙ্গে থাকছেন অনুপম খেরও । তাই পরতে পরতে রহস্য আর অ্যাকশনে ভরপুর এই ছবি আপনার মেজাজ ভালো করে দেওয়ার জন্য় যথেষ্ট ।

New Films And Web Series
ফাটাফাটি

ফাটাফাটি: অরিত্র মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন আবির চট্টোপাধ্য়ায় এবং ঋতাভরী চক্রবর্তী ৷ মুচমুচে প্রেমের পাশাপাশি সামাজিক বার্তা নিয়ে হাজির হতে চলেছে ছবিটি ৷ আসলে রোগা বা মোটা হওয়া কোনও স্বপ্নের যাত্রাকে থামিয়ে দিতে পারে না ৷ সেই কথাই তুলে ধরবে 'ফাটাফাটি' ৷

New Films And Web Series
লাভ এগেন

লাভ এগেন: হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়াও আবার পর্দায় ফিরছেন তাঁর নতুন ছবি 'লাভ এগেন' নিয়ে ৷ তার সঙ্গে রয়েছেন স্যাম হিউগেন ৷ এই রোম্য়ান্টিক ড্রামায় বিশেষ দৃশ্যে দেখা যাবে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকেও ৷ তবে এবার আর ওটিটিতে নয় নিক-প্রিয়াঙ্কার রোম্যান্স দেখতে আপনাকে যেতে হবে সিনেমাহলে ৷

New Films And Web Series
কাস্টোডি
কাস্টোডি: দক্ষিণি ছবির ভক্ত হলে আপনার জন্য় উপযুক্ত হতে পারে নাগা চৈতন্য়ের 'কাস্টোডি' ৷ ছবিতে নাগার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি শেঠি, আর শরৎকুমারও ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে বেঙ্কট প্রভু ৷ ছবিটি তৈরি একজন কনস্টেবলকে কেন্দ্র করে ৷ চাকরি সূত্রে তাঁকে একজন গ্যাংস্টারকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য় পাহাড়া দিতে হয় ৷ তবে সে একদিন পরিকল্পনা শুরু করে সে এই গ্য়াংস্টারকে পুলিশ কাস্টোডিতেই মেরে ফেলবে ৷ এরপর কী হয় তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি ৷

আরও পড়ুন: নিকের প্রাক্তনদের নিয়ে কী মনোভাব প্রিয়াঙ্কার ? জানালেন নিজেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.