হায়দরাবাদ, 10 ডিসেম্বর: আজ থেকে 23 বছর আগে সিলভার স্ক্রিনে বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন পরিচালক ফারহান আখতার ৷ আকাশ, সমীর আর সিডের মধ্যে আজও দর্শক খুঁজে পায় নিজেদের কলেজ জীবন, প্রথম প্রেম ৷ 23 বছর পর আজও ছবির দুনিয়ায় রঙিন 'দিল চাহাতা হ্যায়' ৷ পরিচালক ফারহানের প্রথম ছবি 'দিল চাহতা হ্যায়' রয়ে গিয়েছে সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় ৷
2001 সালে মুক্তি পায় এই ছবি ৷ মুক্তির পর দুটি জাতীয় পুরস্কার পায় 'দিল চাহতা হ্যায়' ৷ এছাড়াও 13টি ফিল্মফেয়ার নমিনেশনের মধ্যে 7টি পুরস্কার জিতে নেয় ফারহানের প্রথম ছবি ৷ 23 বছর পর পরিচালক হিসেবে নিজের প্রথম ছবির শুটিং স্পট গোয়ার চাপোরা ফোর্টে সেই জায়গায় ফিরে গেলেন ফারহান ৷ নস্ট্যালজিয়ায় গা ভাসালেন ৷
সোশাল মিডিয়া পোস্টে একটি ছবি শেয়ার করেছেন ফারহান ৷ তাঁর সঙ্গে দেখা গিয়েছে পরিচালক সুজাত সৌদাগরকে ৷ পিছনে সূর্য অস্ত যাচ্ছে ৷ চাপোরা ফোর্টের পাঁচিলে বসে দুই পরিচালক ৷ ফারহান সেই ছবি দিয়ে লেখেন, "আকাশ, সিড আর সমীর প্রথমবার নিজেদের জীবন নিয়ে যেখানে কথা বলছিল সেই চাপোরা ফোর্টে 23 বছর পর আবার এলাম ৷ এতগুলো বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুর ৷ কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সমুদ্রের নোনা হাওয়া আজও সেই একই অনুভূতি এনে দেয় ৷ কিছু কিছু জায়গায় ম্যাজিক রয়েছে ৷"
এতগুলো বছর পরেও যে দর্শকমনে ছবির স্মৃতি যে তরতাজা, তা কমেন্ট দেখেই স্পষ্ট ৷ কেউ বলেছেন, "এই সিনেমা অনেক কিছু শিখিয়েছে ৷ আকাশ, সমীর ও সিডের আবার ফিরে আসা উচিত ৷" আবার কেউ লিখেছেন, "24 বছর বয়সে এই ধরনের গল্প লিখেছেন ৷ যা আজও মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে ৷ ফারহান আখতার আপনি লেজেন্ড ৷"
আরও পড়ুন:
1. জঙ্গলে আদিমতায় মত্ত বিদ্যুৎ জামাল, জন্মদিনে প্রকৃতির কাছে সঁপলেন নিজেকে
2. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ'