মুম্বই, 20 ফেব্রুয়ারি: ফ্য়ানেদের অদ্ভুত সব কাণ্ডকারখানা প্রায়শই সহ্য় করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের ৷ অনুরাগীদের ভালোবাসার অভিঘাত কখনও কখনও যে অতিরিক্ত হয়ে যায় না, তা নয় ৷ অনেকেই সেসব নিয়ে রাগও করেন ৷ তবে অনেকেই বিষয়টিকে এত দারুণভাবে সামলে নেন যে তা দর্শকদের মন কেড়ে নেয় ৷ অভিনেতা রণবীর কাপুরের যে ভিডিয়োটি এখন বেশ ভাইরাল সোশাল মিডিয়ায় সেখানেও দেখা গেল এমনই এক কাণ্ড ৷ সম্প্রতি একটি প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা ৷ আর সেখানে তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশ্য়ে কথা বলছেন হঠাৎ এক ফ্য়ান তাঁকে এসে জড়িয়ে ধরেন ৷ ছুটে আসেন দেহরক্ষীরা ৷ কিন্তু এরপর যা করেন রণবীর, তা সকলের নজর কেড়েছে (Ranbir Kapoor viral video with fan )৷
রণবীর চাইলেই দেহরক্ষীদের হাতে ছেলেটিকে তুলে দিতে পারতেন ৷ কিন্তু তিনি মোটেই এমনটা করেননি এবং নিজেকে সেই অনুরাগীর আলিঙ্গন থেকে মুক্ত করারও কোনও চেষ্টা করেননি ৷ বরং তিনি খুব শান্তভাবে সেই অনুরাগীকেও জড়িয়ে ধরেন ৷ একজন অনুরাগীর সঙ্গে তারকার এই সৌজন্যপূর্ণ ব্যবহার তাঁর ফ্যানেদের উচ্ছ্বসিত করেছে ৷ রণবীরের বিভিন্ন সোশাল মিডিয়া ফ্যানক্লাব থেকে ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো ৷ রণবীর নিজে সোশাল মিডিয়ায় থাকেন না ঠিকই ৷ তবে সোশাল মিডিয়ার জন্য় তিনি যে 'হট টপিক', এ নিয়ে সন্দেহ নেই ৷
আর কিছুদিন পরেই তাঁর নতুন ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' নিয়ে পর্দায় ফিরবেন রণবীর ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে ৷ ছবির পরিচালক লভ রঞ্জন ৷ এর আগে 'প্যায়ার কা পঞ্চনামা' এবং 'সোনু কে টিট্টু কি সুইটি'-র মতো ছবি বানিয়েছেন তিনি ৷ 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির টিজার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ প্রেমকে একটু ভিন্ন স্বাদের গল্প তুলে ধরবে এই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: এএমইউতে স্বরা ফাহাদের দাওয়াত নিয়ে শুরু তুমুল বিতর্ক
এর আগে রণবীরকে পর্দায় দেখা গিয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ এই ছবিতে আলিয়া-রণবীর জুটিকে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা ৷ ছবির পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্য়ায় ৷ বক্স অফিসের দুর্দিনে মোটামুটি ভালোই ব্যবসা করেছিল সেই ছবি ৷