ETV Bharat / entertainment

Durnibar-Oindrila Announcement: দেবীপক্ষের সূচনায় খুশির খবর শোনালেন দুর্নিবার-ঐন্দ্রিলা, পরিবারে আসছে ছোট্ট সদস্য - entertainment news

দেবীপক্ষের শুরুতেই খুশির খবর দিলেন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ৷ বিয়ের আটমাসের মাথায় সোশাল মিডিয়ায় তারকা জুটি জানালেন বাবা-মা হতে চলেছেন তাঁরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 12:47 PM IST

হায়দরাবাদ, 15 অক্টোবর: দেবীপক্ষের শুরুতেই খুশির খবর শোনালেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ৷ শনিবার ছিল মহালয়া ৷ রবিবার প্রতিপদ ৷ এই দিনেই তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সূচনার খবর দিলেন সোশাল মিডিয়ায় ৷ বাবা হতে চলেছেন দুর্নিবার ৷ ঐন্দ্রিলা সন্তানসম্ভবা ৷ বিয়ের আট মাসের মাথায় খুশির খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা ৷

সোশাল মিডিয়ায় দুর্নিবার-ঐন্দ্রিলা লিখেছেন, "আমাদের জীবনে একটা মিরাকল হতে চলেছে ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে গিয়েছি এবার আমরা সেটাই করছি যেটা করতে চেয়েছি ৷" এই পোস্ট দিয়েই জীবনে শুভ মাতৃপক্ষের সূচনা করলেন হবু মা-বাবা দুর্নিবার-ঐন্দ্রিলা ৷

চলতি বছর মার্চ মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ দুর্নিবারের ছিল এটি দ্বিতীয় বিয়ে ৷ ফলে শুরু থেকেই এই জুটিকে অনেক সমালোচনা ও কটাক্ষ শুনতে হয়েছে ৷ এর আগে 2021 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী ৷ তবে বছর ঘুরতে না-ঘুরতেই সেই বিয়েতে ধরে ভাঙন ৷ এরপর শোনা যায়, 2022 সালে তিনি নাকি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর অর্থাৎ ঐন্দ্রিলার প্রেমে পড়েছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তারপর বেশ কিছুটা সময় নানা ঝড়-ঝাপটা গিয়েছে তাঁদের জীবনে ৷ অনেকে সোশাল মিডিয়ায় দুর্নিবারের বিয়ে ভাঙার কারণ হিসাবে দায়ী করেন ঐন্দ্রিলাকে ৷ তবে সব বিতর্ককে পিছনে ফেলে জয় হয় তাঁদের ভালোবাসার ৷ চলতি বছর বেশ ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ অভিনেতা প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ের দায়িত্ব দাদা হিসাবে গ্রহণ করেছিলেন ৷ জানা গিয়েছে, আপাতত তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার উপদেশ দিয়েছেন অভিনেতা ৷ বাড়ি থেকেই সব কাজ সামলাচ্ছেন মোহর ৷ আগামী বছর শুরুর দিকেই কোল আলো করে আসতে চলেছে দুর্নিবার-ঐন্দ্রিলার প্রথম সন্তান ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

হায়দরাবাদ, 15 অক্টোবর: দেবীপক্ষের শুরুতেই খুশির খবর শোনালেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ৷ শনিবার ছিল মহালয়া ৷ রবিবার প্রতিপদ ৷ এই দিনেই তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সূচনার খবর দিলেন সোশাল মিডিয়ায় ৷ বাবা হতে চলেছেন দুর্নিবার ৷ ঐন্দ্রিলা সন্তানসম্ভবা ৷ বিয়ের আট মাসের মাথায় খুশির খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা ৷

সোশাল মিডিয়ায় দুর্নিবার-ঐন্দ্রিলা লিখেছেন, "আমাদের জীবনে একটা মিরাকল হতে চলেছে ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে গিয়েছি এবার আমরা সেটাই করছি যেটা করতে চেয়েছি ৷" এই পোস্ট দিয়েই জীবনে শুভ মাতৃপক্ষের সূচনা করলেন হবু মা-বাবা দুর্নিবার-ঐন্দ্রিলা ৷

চলতি বছর মার্চ মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ দুর্নিবারের ছিল এটি দ্বিতীয় বিয়ে ৷ ফলে শুরু থেকেই এই জুটিকে অনেক সমালোচনা ও কটাক্ষ শুনতে হয়েছে ৷ এর আগে 2021 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী ৷ তবে বছর ঘুরতে না-ঘুরতেই সেই বিয়েতে ধরে ভাঙন ৷ এরপর শোনা যায়, 2022 সালে তিনি নাকি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর অর্থাৎ ঐন্দ্রিলার প্রেমে পড়েছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তারপর বেশ কিছুটা সময় নানা ঝড়-ঝাপটা গিয়েছে তাঁদের জীবনে ৷ অনেকে সোশাল মিডিয়ায় দুর্নিবারের বিয়ে ভাঙার কারণ হিসাবে দায়ী করেন ঐন্দ্রিলাকে ৷ তবে সব বিতর্ককে পিছনে ফেলে জয় হয় তাঁদের ভালোবাসার ৷ চলতি বছর বেশ ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ অভিনেতা প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ের দায়িত্ব দাদা হিসাবে গ্রহণ করেছিলেন ৷ জানা গিয়েছে, আপাতত তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার উপদেশ দিয়েছেন অভিনেতা ৷ বাড়ি থেকেই সব কাজ সামলাচ্ছেন মোহর ৷ আগামী বছর শুরুর দিকেই কোল আলো করে আসতে চলেছে দুর্নিবার-ঐন্দ্রিলার প্রথম সন্তান ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.