ETV Bharat / entertainment

Siddhanth Kapoor released on bail: মাদক মামলায় জামিনে মুক্তি পেলেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত - সিদ্ধান্ত কাপুর

জামিনে মুক্তি পেলেন শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor released on bail)৷ মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে (Drugs case)৷

Drugs Case: Shakti Kapoor's Son, Siddhanth, Released On Bail
জামিনে মুক্তি পেলেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত
author img

By

Published : Jun 14, 2022, 12:50 PM IST

বেঙ্গালুরু, 14 জুন: জামিনে মুক্তি পেলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor released on bail)৷ মাদক সেবনের অভিযোগে বেঙ্গালুরুর একটি রেভ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ (Drugs case)৷ তিনি ছাড়াও আরও যে চারজনকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, তাঁরাও জামিনে মুক্তি পেয়েছেন (Siddhanth Kapoor arrested)৷

পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার ভীমা শংকর গুলেদ জানিয়েছেন, যখনই সিদ্ধান্ত ও বাকি চারজনকে ডেকে পাঠানো হবে, তখনই তাঁদের থানায় হাজিরা দিতে হবে ৷ রবিবার রাতে বেঙ্গালুরুর একটি হোটেলে রেভ পার্টিতে হানা দিয়ে শক্তি কাপুরের ছেলেকে গ্রেফতার করে পুলিশ ৷

ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন যে, "সিদ্ধান্ত কাপুরের মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে যে তিনি মাদক সেবন করেছেন ৷ আমরা তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছি ৷" তিনি আরও জানিয়েছেন, "আমাদের কাছে খবর এসেছিল যে একটি পার্টি চলছে যেখানে তাঁরা মাদক সেবন করেছেন ৷ আমরা সেখানে হানা দিয়ে 35 জনকে আটক করি ৷ সেখান থেকে গাঁজা ও এমডিএমএ উদ্ধার হয়েছে ৷ সিসিটিভি-র ফুটেজ দেখে আমরা তদন্ত করছি ৷"

আরও পড়ুন: Shraddha Kapoor brother arrested: মাদক সেবনের অভিযোগে গ্রেফতার শ্রদ্ধা কাপুরের ভাই

ওই হোটেলটির থেকে বেশকিছু প্রশ্ন জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে ৷ চলতি মাসের শুরুর দিকে আরও এক জায়গায় হানা দিয়ে 34 জনকে আটক করা হয় যাদের শরীরে মিলেছে মাদক ৷

বেঙ্গালুরু, 14 জুন: জামিনে মুক্তি পেলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor released on bail)৷ মাদক সেবনের অভিযোগে বেঙ্গালুরুর একটি রেভ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ (Drugs case)৷ তিনি ছাড়াও আরও যে চারজনকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, তাঁরাও জামিনে মুক্তি পেয়েছেন (Siddhanth Kapoor arrested)৷

পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার ভীমা শংকর গুলেদ জানিয়েছেন, যখনই সিদ্ধান্ত ও বাকি চারজনকে ডেকে পাঠানো হবে, তখনই তাঁদের থানায় হাজিরা দিতে হবে ৷ রবিবার রাতে বেঙ্গালুরুর একটি হোটেলে রেভ পার্টিতে হানা দিয়ে শক্তি কাপুরের ছেলেকে গ্রেফতার করে পুলিশ ৷

ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন যে, "সিদ্ধান্ত কাপুরের মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে যে তিনি মাদক সেবন করেছেন ৷ আমরা তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছি ৷" তিনি আরও জানিয়েছেন, "আমাদের কাছে খবর এসেছিল যে একটি পার্টি চলছে যেখানে তাঁরা মাদক সেবন করেছেন ৷ আমরা সেখানে হানা দিয়ে 35 জনকে আটক করি ৷ সেখান থেকে গাঁজা ও এমডিএমএ উদ্ধার হয়েছে ৷ সিসিটিভি-র ফুটেজ দেখে আমরা তদন্ত করছি ৷"

আরও পড়ুন: Shraddha Kapoor brother arrested: মাদক সেবনের অভিযোগে গ্রেফতার শ্রদ্ধা কাপুরের ভাই

ওই হোটেলটির থেকে বেশকিছু প্রশ্ন জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে ৷ চলতি মাসের শুরুর দিকে আরও এক জায়গায় হানা দিয়ে 34 জনকে আটক করা হয় যাদের শরীরে মিলেছে মাদক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.