ETV Bharat / entertainment

Abhishek Pathak Wedding: বিয়ের পিঁড়িতে 'দৃশ্যম 2' ছবির পরিচালক অভিষেক পাঠক - বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিষেক পাঠক

বৃহস্পতিবার গোয়ায় দীর্ঘ দিনের প্রেমিকা তথা অভিনেত্রী শিবালিকা ওবেরয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'দৃশ্য়ম 2' ছবির পরিচালক অভিষেক পাঠক (Abhishek Pathak ties the knot with Shivaleeka )৷

Etv Bharat
শিবালিকা ওবেরয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দৃশ্য়ম 2 ছবির পরিচালক অভিষেক পাঠক
author img

By

Published : Feb 10, 2023, 4:40 PM IST

মুম্বই, 10 ফেব্রুয়ারি: চারহাত এক হল 'দৃশ্যম 2' ছবির পরিচালক অভিষেক পাঠক এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী শিবালিকা ওবেরয়ের (Abhishek Pathak ties the knot with Shivaleeka)৷ শুক্রবার সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের খবর ঘোষণা করেছেন এই সেলেব জুটি ৷ গোয়ায় বৃহস্পতিবার আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি ৷ বিনোদন জগতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷

27 বছর শিবালিকা পরিচিত তাঁর 'ইয়ে শালি আশিকি' এবং 'খুদা হাফিজ'-এর মতো ছবিগুলির জন্য় ৷ তাঁর অফিসিয়াল ইনস্টা হ্য়ান্ডেলে কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'গত 9 ফেব্রুয়ারি কিছু ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমরা সেই জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যেখানে একদিন আমাদের ভালোবাসার জন্ম হয়েছিল ৷'

অভিনেত্রী আরও লিখেছেন, 'আমাদের জীবনে এটা সর্বদা একটা ম্যাজিকাল মুহূর্ত হয়ে থাকবে ৷ আমাদের হৃদয় নানান অভিজ্ঞতায় আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ৷ আমাদের এই নতুন যাত্রায় এমনই আরও অনেক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য় আমরা আর অপেক্ষা করতে পারছি না ৷' তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেকও ৷ তিনি এদিন লেখেন, 'আপনি কখনও প্রেমে পড়েন না ৷ প্রেম আপনাকে খুঁজে বের করে ৷'

ছবিগুলি সোশাল মিডিয়ায় আসার পরেই শুরু হয়েছে কমেন্টের সুনামি ৷ ঈশা গুপ্ত, অহনা কুমার, বিশাল জেঠওয়া এবং আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নব দম্পতিকে ৷ অভিষেকের বিবাহের অনুষ্ঠানেও বি টাউনের অনেকেই উপস্থিত ছিলেন ৷ একদিকে যেমন ছিলেন অভিষেকের 'দৃশ্যম 2' ছবির নায়ক অজয় দেবগণ তেমনই হাজির ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, বিদ্যুৎ জামাল এবং সানি সিংহই ৷ প্রযোজক ভূষণ কুমার, পরিচালক লভ রঞ্জন, নুসরত ভারুচা এবং ঈশিতা রাজ শর্মারও দেখা মিলল এদিনের অনুষ্ঠানে ৷ প্রসঙ্গত, অভিষেকের শেষ ছবি 'দৃশ্যম 2' ছিল ব্লকবাস্টার হিট ৷ 50 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় সাতগুণ ৷ 344 কোটিরও বেশি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷

আরও পড়ুন: বিয়ের স্পেশাল ভিডিয়ো শেয়ার করলেন সিড কিয়ারা

মুম্বই, 10 ফেব্রুয়ারি: চারহাত এক হল 'দৃশ্যম 2' ছবির পরিচালক অভিষেক পাঠক এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী শিবালিকা ওবেরয়ের (Abhishek Pathak ties the knot with Shivaleeka)৷ শুক্রবার সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের খবর ঘোষণা করেছেন এই সেলেব জুটি ৷ গোয়ায় বৃহস্পতিবার আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি ৷ বিনোদন জগতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷

27 বছর শিবালিকা পরিচিত তাঁর 'ইয়ে শালি আশিকি' এবং 'খুদা হাফিজ'-এর মতো ছবিগুলির জন্য় ৷ তাঁর অফিসিয়াল ইনস্টা হ্য়ান্ডেলে কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'গত 9 ফেব্রুয়ারি কিছু ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমরা সেই জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যেখানে একদিন আমাদের ভালোবাসার জন্ম হয়েছিল ৷'

অভিনেত্রী আরও লিখেছেন, 'আমাদের জীবনে এটা সর্বদা একটা ম্যাজিকাল মুহূর্ত হয়ে থাকবে ৷ আমাদের হৃদয় নানান অভিজ্ঞতায় আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ৷ আমাদের এই নতুন যাত্রায় এমনই আরও অনেক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য় আমরা আর অপেক্ষা করতে পারছি না ৷' তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেকও ৷ তিনি এদিন লেখেন, 'আপনি কখনও প্রেমে পড়েন না ৷ প্রেম আপনাকে খুঁজে বের করে ৷'

ছবিগুলি সোশাল মিডিয়ায় আসার পরেই শুরু হয়েছে কমেন্টের সুনামি ৷ ঈশা গুপ্ত, অহনা কুমার, বিশাল জেঠওয়া এবং আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নব দম্পতিকে ৷ অভিষেকের বিবাহের অনুষ্ঠানেও বি টাউনের অনেকেই উপস্থিত ছিলেন ৷ একদিকে যেমন ছিলেন অভিষেকের 'দৃশ্যম 2' ছবির নায়ক অজয় দেবগণ তেমনই হাজির ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, বিদ্যুৎ জামাল এবং সানি সিংহই ৷ প্রযোজক ভূষণ কুমার, পরিচালক লভ রঞ্জন, নুসরত ভারুচা এবং ঈশিতা রাজ শর্মারও দেখা মিলল এদিনের অনুষ্ঠানে ৷ প্রসঙ্গত, অভিষেকের শেষ ছবি 'দৃশ্যম 2' ছিল ব্লকবাস্টার হিট ৷ 50 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় সাতগুণ ৷ 344 কোটিরও বেশি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷

আরও পড়ুন: বিয়ের স্পেশাল ভিডিয়ো শেয়ার করলেন সিড কিয়ারা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.