মুম্বই, 10 ফেব্রুয়ারি: চারহাত এক হল 'দৃশ্যম 2' ছবির পরিচালক অভিষেক পাঠক এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী শিবালিকা ওবেরয়ের (Abhishek Pathak ties the knot with Shivaleeka)৷ শুক্রবার সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের খবর ঘোষণা করেছেন এই সেলেব জুটি ৷ গোয়ায় বৃহস্পতিবার আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি ৷ বিনোদন জগতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷
27 বছর শিবালিকা পরিচিত তাঁর 'ইয়ে শালি আশিকি' এবং 'খুদা হাফিজ'-এর মতো ছবিগুলির জন্য় ৷ তাঁর অফিসিয়াল ইনস্টা হ্য়ান্ডেলে কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'গত 9 ফেব্রুয়ারি কিছু ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমরা সেই জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যেখানে একদিন আমাদের ভালোবাসার জন্ম হয়েছিল ৷'
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অভিনেত্রী আরও লিখেছেন, 'আমাদের জীবনে এটা সর্বদা একটা ম্যাজিকাল মুহূর্ত হয়ে থাকবে ৷ আমাদের হৃদয় নানান অভিজ্ঞতায় আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ৷ আমাদের এই নতুন যাত্রায় এমনই আরও অনেক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য় আমরা আর অপেক্ষা করতে পারছি না ৷' তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেকও ৷ তিনি এদিন লেখেন, 'আপনি কখনও প্রেমে পড়েন না ৷ প্রেম আপনাকে খুঁজে বের করে ৷'
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিগুলি সোশাল মিডিয়ায় আসার পরেই শুরু হয়েছে কমেন্টের সুনামি ৷ ঈশা গুপ্ত, অহনা কুমার, বিশাল জেঠওয়া এবং আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নব দম্পতিকে ৷ অভিষেকের বিবাহের অনুষ্ঠানেও বি টাউনের অনেকেই উপস্থিত ছিলেন ৷ একদিকে যেমন ছিলেন অভিষেকের 'দৃশ্যম 2' ছবির নায়ক অজয় দেবগণ তেমনই হাজির ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, বিদ্যুৎ জামাল এবং সানি সিংহই ৷ প্রযোজক ভূষণ কুমার, পরিচালক লভ রঞ্জন, নুসরত ভারুচা এবং ঈশিতা রাজ শর্মারও দেখা মিলল এদিনের অনুষ্ঠানে ৷ প্রসঙ্গত, অভিষেকের শেষ ছবি 'দৃশ্যম 2' ছিল ব্লকবাস্টার হিট ৷ 50 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় সাতগুণ ৷ 344 কোটিরও বেশি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বিয়ের স্পেশাল ভিডিয়ো শেয়ার করলেন সিড কিয়ারা