ETV Bharat / entertainment

Dostojee at Times Square: টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে 'দোস্তজী'-র ট্রেলার, প্রথম বাংলা ছবি হিসেবে অনন্য সম্মান - টাইম স্কোয়ারের বিলবোর্ড

বাংলা ভাষার প্রথম ছবি হিসাবে 'দোস্তজী' চললো টাইমস স্কোয়ারের বিলবোর্ডে (Dostojee at Times square) ৷ শুধু পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের কাছে গর্বের বিষয় নয়, গর্ব সিনেপ্রেমী বাঙালীদেরও ৷

Etv Bharat
টাইমস স্কোয়ারের বিলবোর্ডে 'দোস্তজী'
author img

By

Published : Mar 20, 2023, 7:26 PM IST

হায়দরাবাদ, 20 মার্চ: একটা সময় ছবিটি তৈরি করার পর শহরের বুকে দু'টো হোর্ডিং লাগানোর মতোও আর্থিক সামর্থ্য ছিল না ৷ আজ সেই ছবির বিজয়রথ উড়ান দিচ্ছে বিদেশের মাটিতে ৷ 'দোস্তজী' (Dostojee)-র টিজার-ট্রেলার চলছে নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিলবোর্ডে (Dostojee at Times square) ৷ যা শুধু পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (director Prasun Chatterjee) কাছে গর্বের বিষয় নয়, গর্ব সিনেপ্রেমী বাঙালীদেরও ৷

'দোস্তজী'- 2022 র নভেম্বরে মুক্তি পেয়েছিল বাংলার মাটিতে ৷ বন্ধুত্ব-ভালবাসার উর্দ্ধে গিয়ে এই ছবি বলেছে মানবতার গল্প ৷ নিজের লেখা ও পরিচালনায় প্রসূনের প্রথম ছবি আপামর চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নিয়েছে ৷ বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ প্রেক্ষাগৃহে চলেছিল 'দোস্তজী' ৷ আরিফ শেখ ওরফে সফিকুল ও আসিক শেখ ওরফে পলাশ, অল্পদিনেই হয়ে উঠেছিল প্রত্যেকটি বাঙালির ঘরের ছেলে ৷ তাদের সেই দস্যিপনার সাক্ষী থাকতে চলেছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো বড় বড় দেশও ৷ তবে বাংলা ভাষার প্রথম ছবি হিসাবে 'দোস্তজী'-র টিজার/ট্রেলার চলল নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়্যারের বিলবোর্ডে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিদেশের মাটিতে বাংলা ছবির মুকুটে এমন পালক দেখে উচ্ছ্বসিত পরিচালক প্রসূন, সেই ছবি শেয়ার করেছেন সোশাল মাধ্যমে ৷ ব্যক্ত করেছেন নিজের খুশিও ৷ তিনি লিখেছেন, "অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারব না ৷ যখন নিজের দেশে, নিজের শহরে 'দোস্তজী' রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টর, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিল না ৷ আমেরিকায় এসে জানতে পারলাম দোস্তজী'র টিজার/ট্রেলার চলছে নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিশাল বিশাল সব বিলবোর্ডে ৷ যেখানে হলিউডের সব তাবড়-তাবড় ছবির টিজার/ট্রেইলার চলে সেখানে বাংলা ভাষার এক ছবি !! বাংলা ভাষার প্রথম ছবি হিসাবে দোস্তজী চলল টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: নিকের সবচেয়ে বড় অনুরাগী প্রিয়াঙ্কা, হাবির কনসার্টে চিয়ার লিডারের ভূমিকায় 'পিগি চপস'

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্মস এলএলসি মার্কিন মুলুকে দোস্তজী দেখানোর স্বত্ত্ব পেয়েছে। সবমিলিয়ে আমেরিকার 26টি প্রদেশের 75টি শহরে মুক্তি পাচ্ছে দোস্তজী। এমনকী, 2024 সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে বাংলার এই সিনেমার। এছাড়াও কানাডার 15টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের 10টি শহর, আরব দেশের আবুধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পেতে চলেছে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী'।

হায়দরাবাদ, 20 মার্চ: একটা সময় ছবিটি তৈরি করার পর শহরের বুকে দু'টো হোর্ডিং লাগানোর মতোও আর্থিক সামর্থ্য ছিল না ৷ আজ সেই ছবির বিজয়রথ উড়ান দিচ্ছে বিদেশের মাটিতে ৷ 'দোস্তজী' (Dostojee)-র টিজার-ট্রেলার চলছে নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিলবোর্ডে (Dostojee at Times square) ৷ যা শুধু পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (director Prasun Chatterjee) কাছে গর্বের বিষয় নয়, গর্ব সিনেপ্রেমী বাঙালীদেরও ৷

'দোস্তজী'- 2022 র নভেম্বরে মুক্তি পেয়েছিল বাংলার মাটিতে ৷ বন্ধুত্ব-ভালবাসার উর্দ্ধে গিয়ে এই ছবি বলেছে মানবতার গল্প ৷ নিজের লেখা ও পরিচালনায় প্রসূনের প্রথম ছবি আপামর চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নিয়েছে ৷ বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ প্রেক্ষাগৃহে চলেছিল 'দোস্তজী' ৷ আরিফ শেখ ওরফে সফিকুল ও আসিক শেখ ওরফে পলাশ, অল্পদিনেই হয়ে উঠেছিল প্রত্যেকটি বাঙালির ঘরের ছেলে ৷ তাদের সেই দস্যিপনার সাক্ষী থাকতে চলেছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো বড় বড় দেশও ৷ তবে বাংলা ভাষার প্রথম ছবি হিসাবে 'দোস্তজী'-র টিজার/ট্রেলার চলল নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়্যারের বিলবোর্ডে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিদেশের মাটিতে বাংলা ছবির মুকুটে এমন পালক দেখে উচ্ছ্বসিত পরিচালক প্রসূন, সেই ছবি শেয়ার করেছেন সোশাল মাধ্যমে ৷ ব্যক্ত করেছেন নিজের খুশিও ৷ তিনি লিখেছেন, "অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারব না ৷ যখন নিজের দেশে, নিজের শহরে 'দোস্তজী' রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টর, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিল না ৷ আমেরিকায় এসে জানতে পারলাম দোস্তজী'র টিজার/ট্রেলার চলছে নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিশাল বিশাল সব বিলবোর্ডে ৷ যেখানে হলিউডের সব তাবড়-তাবড় ছবির টিজার/ট্রেইলার চলে সেখানে বাংলা ভাষার এক ছবি !! বাংলা ভাষার প্রথম ছবি হিসাবে দোস্তজী চলল টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: নিকের সবচেয়ে বড় অনুরাগী প্রিয়াঙ্কা, হাবির কনসার্টে চিয়ার লিডারের ভূমিকায় 'পিগি চপস'

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্মস এলএলসি মার্কিন মুলুকে দোস্তজী দেখানোর স্বত্ত্ব পেয়েছে। সবমিলিয়ে আমেরিকার 26টি প্রদেশের 75টি শহরে মুক্তি পাচ্ছে দোস্তজী। এমনকী, 2024 সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে বাংলার এই সিনেমার। এছাড়াও কানাডার 15টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের 10টি শহর, আরব দেশের আবুধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পেতে চলেছে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.