ETV Bharat / entertainment

Deepika Ignored Ranveer: রণবীর চাইলেও হাত ধরলেন না দীপিকা, ভাইরাল ভিডিয়োয় চর্চা সোশ্যালে - Deepika Ranveer Video Viral

দীপিকা পাড়ুকোন (Deepika Ignored Ranveer) এবং রণবীর সিংয়ের একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে (Deepika Padukone and Ranveer Singh) এবং তা নিয়ে চর্চা চলছে নেট নাগরিকদের মধ্যে (Deepika-Ranveer Video Viral)৷

Deepika Padukone and Ranveer Singh ETV Bharat
দীপিকা পাড়ুকোন রণবীর সিং
author img

By

Published : Mar 24, 2023, 2:04 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ: বৃহস্পতিবার তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ইন্ডিয়ান অনার্স স্পোর্টস ইভেন্টে (Indian Honours Sports event) গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ সঙ্গে ছিলেন তাঁর হাবি রণবীর সিং-ও (Deepika-Ranveer Video Viral)৷ সেই অনুষ্ঠানে সেলিব্রিটি দম্পতির একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে (Deepika Padukone and Ranveer Singh)। তাই নিয়েই উঠে আসছে নানা প্রশ্ন ৷

তাঁরা ইভেন্টে পৌঁছনোর পর রণবীর তাঁদের গাড়ি থেকে প্রথম নামেন, তারপরে নামেন দীপিকা (Deepika Ignored Ranveer)। ভিডিয়োয় দেখা গিয়েছে, রণবীর তাঁর হাত ধরার জন্য দীপিকার দিকে নিজের হাতটা এগিয়ে দেন ৷ কিন্তু 'বেশরম' স্টার হাবির হাতে হাত না রেখে নিজের শাড়িটি ধরে রাখতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন । আপাতদৃষ্টিতে রণবীরের এই রোমান্টিক আচরণ দীপিকা উপেক্ষা করায় তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে ৷

অনেকেই এই ভিডিয়ো দেখার পর প্রায় একই ধরনের মন্তব্য করেছেন ৷ তাঁদের প্রশ্ন, বলিউডের এই শক্তপোক্ত জুটির মধ্যে সবকিছু ঠিক আছে তো ? নাকি কোনও কারণে জমেছে বিষাদের মেঘ ? একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই । কারণ এই মুহূর্তটি মিডিয়া এবং জনসাধারণের সামনে যে কোনও সেলিব্রিটি দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ।" অন্য একজন মন্তব্য করেছেন, "তাঁদের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে । রণবীর তাঁর হাত ধরার প্রস্তাব দেন এবং দীপিকা তা উপেক্ষা করলেন ।" আরও একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "সম্ভবত তাঁদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়েছে ।"

তবে সেলেব দম্পতির পাশেই দাঁড়িয়েছেন তাঁদের অনুরাগীরা ৷ একজন ভক্ত লিখেছেন, "আরে ভাই, তিনি (দীপিকা) দেখতেও পাননি যে রণবীর তাঁর হাত ধরার প্রস্তাব দিয়েছেন ৷ যদি তিনি দেখতেন, তাহলে হাতটা ধরেই নিতেন ৷ সবকিছুকে এ ভাবে বিশ্লেষণ করার কোনও মানে হয় না ৷"

আরও পড়ুন: শেষবার একসঙ্গে খাওয়ার ভিডিয়ো পোস্ট, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ কঙ্গনা

অন্য একজন লিখেছেন, "কেউ কি বাবাকে লক্ষ্য করেননি!!??" তাঁর কথায়, সেলিব্রিটিরাও মানুষ ৷ তাঁদের ব্যক্তিগত সময়ের প্রতিটি মুহূর্ত যে এ ভাবে বিশ্লেষণ করা হবে সেটা তাঁরা মাঝে মাঝে ভুলে যান ৷ বিয়ে হওয়া মানেই সবসময় হাত ধরাধরি করে থাকতে হবে এবং পাওয়ার কাপল হিসেবে হাসিমুখে থাকতে হবে তা নয়, মত ওই নেট নাগরিকের ৷ অন্য একজন ভক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একহাত নিয়ে লিখেছেন, তাঁরা হাত ধরলেও সমস্যা, না ধরলেও আবার বিচ্ছেদের গুজব ছড়াবে ৷ এ সব ঠিক নয় ৷

দীপিকা এবং রণবীর 2018 সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন । বাজিরাও মাস্তানি, পদ্মাবত এবং 83-সহ বেশ কয়েকটি ফিল্মে তাঁদের অন স্ক্রিন রোম্যান্স প্রত্যক্ষ করেছে দর্শক ৷

হায়দরাবাদ, 24 মার্চ: বৃহস্পতিবার তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ইন্ডিয়ান অনার্স স্পোর্টস ইভেন্টে (Indian Honours Sports event) গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ সঙ্গে ছিলেন তাঁর হাবি রণবীর সিং-ও (Deepika-Ranveer Video Viral)৷ সেই অনুষ্ঠানে সেলিব্রিটি দম্পতির একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে (Deepika Padukone and Ranveer Singh)। তাই নিয়েই উঠে আসছে নানা প্রশ্ন ৷

তাঁরা ইভেন্টে পৌঁছনোর পর রণবীর তাঁদের গাড়ি থেকে প্রথম নামেন, তারপরে নামেন দীপিকা (Deepika Ignored Ranveer)। ভিডিয়োয় দেখা গিয়েছে, রণবীর তাঁর হাত ধরার জন্য দীপিকার দিকে নিজের হাতটা এগিয়ে দেন ৷ কিন্তু 'বেশরম' স্টার হাবির হাতে হাত না রেখে নিজের শাড়িটি ধরে রাখতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন । আপাতদৃষ্টিতে রণবীরের এই রোমান্টিক আচরণ দীপিকা উপেক্ষা করায় তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে ৷

অনেকেই এই ভিডিয়ো দেখার পর প্রায় একই ধরনের মন্তব্য করেছেন ৷ তাঁদের প্রশ্ন, বলিউডের এই শক্তপোক্ত জুটির মধ্যে সবকিছু ঠিক আছে তো ? নাকি কোনও কারণে জমেছে বিষাদের মেঘ ? একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই । কারণ এই মুহূর্তটি মিডিয়া এবং জনসাধারণের সামনে যে কোনও সেলিব্রিটি দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ।" অন্য একজন মন্তব্য করেছেন, "তাঁদের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে । রণবীর তাঁর হাত ধরার প্রস্তাব দেন এবং দীপিকা তা উপেক্ষা করলেন ।" আরও একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "সম্ভবত তাঁদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়েছে ।"

তবে সেলেব দম্পতির পাশেই দাঁড়িয়েছেন তাঁদের অনুরাগীরা ৷ একজন ভক্ত লিখেছেন, "আরে ভাই, তিনি (দীপিকা) দেখতেও পাননি যে রণবীর তাঁর হাত ধরার প্রস্তাব দিয়েছেন ৷ যদি তিনি দেখতেন, তাহলে হাতটা ধরেই নিতেন ৷ সবকিছুকে এ ভাবে বিশ্লেষণ করার কোনও মানে হয় না ৷"

আরও পড়ুন: শেষবার একসঙ্গে খাওয়ার ভিডিয়ো পোস্ট, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ কঙ্গনা

অন্য একজন লিখেছেন, "কেউ কি বাবাকে লক্ষ্য করেননি!!??" তাঁর কথায়, সেলিব্রিটিরাও মানুষ ৷ তাঁদের ব্যক্তিগত সময়ের প্রতিটি মুহূর্ত যে এ ভাবে বিশ্লেষণ করা হবে সেটা তাঁরা মাঝে মাঝে ভুলে যান ৷ বিয়ে হওয়া মানেই সবসময় হাত ধরাধরি করে থাকতে হবে এবং পাওয়ার কাপল হিসেবে হাসিমুখে থাকতে হবে তা নয়, মত ওই নেট নাগরিকের ৷ অন্য একজন ভক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একহাত নিয়ে লিখেছেন, তাঁরা হাত ধরলেও সমস্যা, না ধরলেও আবার বিচ্ছেদের গুজব ছড়াবে ৷ এ সব ঠিক নয় ৷

দীপিকা এবং রণবীর 2018 সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন । বাজিরাও মাস্তানি, পদ্মাবত এবং 83-সহ বেশ কয়েকটি ফিল্মে তাঁদের অন স্ক্রিন রোম্যান্স প্রত্যক্ষ করেছে দর্শক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.