হায়দরাবাদ, 24 মার্চ: বৃহস্পতিবার তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ইন্ডিয়ান অনার্স স্পোর্টস ইভেন্টে (Indian Honours Sports event) গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ সঙ্গে ছিলেন তাঁর হাবি রণবীর সিং-ও (Deepika-Ranveer Video Viral)৷ সেই অনুষ্ঠানে সেলিব্রিটি দম্পতির একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে (Deepika Padukone and Ranveer Singh)। তাই নিয়েই উঠে আসছে নানা প্রশ্ন ৷
তাঁরা ইভেন্টে পৌঁছনোর পর রণবীর তাঁদের গাড়ি থেকে প্রথম নামেন, তারপরে নামেন দীপিকা (Deepika Ignored Ranveer)। ভিডিয়োয় দেখা গিয়েছে, রণবীর তাঁর হাত ধরার জন্য দীপিকার দিকে নিজের হাতটা এগিয়ে দেন ৷ কিন্তু 'বেশরম' স্টার হাবির হাতে হাত না রেখে নিজের শাড়িটি ধরে রাখতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন । আপাতদৃষ্টিতে রণবীরের এই রোমান্টিক আচরণ দীপিকা উপেক্ষা করায় তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে ৷
অনেকেই এই ভিডিয়ো দেখার পর প্রায় একই ধরনের মন্তব্য করেছেন ৷ তাঁদের প্রশ্ন, বলিউডের এই শক্তপোক্ত জুটির মধ্যে সবকিছু ঠিক আছে তো ? নাকি কোনও কারণে জমেছে বিষাদের মেঘ ? একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই । কারণ এই মুহূর্তটি মিডিয়া এবং জনসাধারণের সামনে যে কোনও সেলিব্রিটি দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ।" অন্য একজন মন্তব্য করেছেন, "তাঁদের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে । রণবীর তাঁর হাত ধরার প্রস্তাব দেন এবং দীপিকা তা উপেক্ষা করলেন ।" আরও একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "সম্ভবত তাঁদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়েছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে সেলেব দম্পতির পাশেই দাঁড়িয়েছেন তাঁদের অনুরাগীরা ৷ একজন ভক্ত লিখেছেন, "আরে ভাই, তিনি (দীপিকা) দেখতেও পাননি যে রণবীর তাঁর হাত ধরার প্রস্তাব দিয়েছেন ৷ যদি তিনি দেখতেন, তাহলে হাতটা ধরেই নিতেন ৷ সবকিছুকে এ ভাবে বিশ্লেষণ করার কোনও মানে হয় না ৷"
আরও পড়ুন: শেষবার একসঙ্গে খাওয়ার ভিডিয়ো পোস্ট, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ কঙ্গনা
অন্য একজন লিখেছেন, "কেউ কি বাবাকে লক্ষ্য করেননি!!??" তাঁর কথায়, সেলিব্রিটিরাও মানুষ ৷ তাঁদের ব্যক্তিগত সময়ের প্রতিটি মুহূর্ত যে এ ভাবে বিশ্লেষণ করা হবে সেটা তাঁরা মাঝে মাঝে ভুলে যান ৷ বিয়ে হওয়া মানেই সবসময় হাত ধরাধরি করে থাকতে হবে এবং পাওয়ার কাপল হিসেবে হাসিমুখে থাকতে হবে তা নয়, মত ওই নেট নাগরিকের ৷ অন্য একজন ভক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একহাত নিয়ে লিখেছেন, তাঁরা হাত ধরলেও সমস্যা, না ধরলেও আবার বিচ্ছেদের গুজব ছড়াবে ৷ এ সব ঠিক নয় ৷
দীপিকা এবং রণবীর 2018 সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন । বাজিরাও মাস্তানি, পদ্মাবত এবং 83-সহ বেশ কয়েকটি ফিল্মে তাঁদের অন স্ক্রিন রোম্যান্স প্রত্যক্ষ করেছে দর্শক ৷