হায়দরাবাদ, 29 এপ্রিল : সামনে এল বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানওয়াতের নতুন ছবির ট্রেলার (Kangana Ranaut starrer Dhaakad Trailer Releases ) ৷ 20 মে পর্দায় আসতে চলেছে অভিনেত্রীর নতুন স্পাই অ্য়াকশন থ্রিলার 'ধাকড়' ৷ ছবিতে কঙ্গনার সঙ্গেই অভিনয় করছেন অর্জুন রামপল, দিব্য়া দত্ত এবং শাশ্বত চট্টোপাধ্য়ায়ের মত অভিনেতা- অভিনেত্রীরা ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীপক মুকুট এবং সোহেল মাকলাই এবং সহ-প্রযোজক হলেন হুনার মুকুট ৷
হিন্দি, মালায়ালাম, তামিল এবং তেলেগু এই চারটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা আগেই বলেছিলেন, "এটা এমন একটি দুরন্ত গল্প, যা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত এবং 'ধাকড়' একাধিক ভাষায় মুক্তি পাবে এটা ঘোষণা করতে পরে আমি ভীষণ খুশি । আমি দর্শকদের এজেন্ট অগ্নির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না । অগ্নি তার রাগ, সাহস এবং শক্তি দিয়ে তাদের মন মাতিয়ে দেবে ৷ " ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছে রজনীশ গাজির উপর ৷
আরও পড়ুন : বিজয়ের মধুর প্র্য়াঙ্ক, জন্মদিনে আনন্দে চোখে জল সামান্থার
স্পাই থ্রিলারটি অ্যাকশনের একেবারে ভরপুর হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আশামতো কঙ্গনা এবং অর্জুনকে এই ট্রেলারে মুখ্য় ভূমিকায় দেখা গিয়েছে ৷ এজেন্ট অগ্নির দৃঢ়তা নিশ্চয়ই ভালভাবেই ফুটিয়ে তোলে ট্রেলার ৷ বুদাপেস্ট, মুম্বই এবং ভোপালজুড়ে শ্যুট করা হয়েছে এই ছবির ৷ যার দায়িত্বে ছিলেন বিভিন্ন পুরস্কার জয়ী জাপানি সিনেমাটোগ্রাফার তেতসুও নাগাতা ৷ ট্রেলারেও সেই চমক রয়েছে যথেষ্টই ৷