ETV Bharat / entertainment

Dev shares Jaalbandi trailer: 'জালবন্দী' ছবির ট্রেলার শেয়ার করে দরাজ প্রশংসা দেবের - জালবন্দীর ট্রেলার

নতুন বাংলা ছবি 'জালবন্দী'র ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করলেন দেব (Dev shares Jaalbandi trailer)৷ শুধু তাই নয়, দরাজ প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেতা-পরিচালককে (Jaalbandi trailer releases)৷

Dev shares trailer of new Bengali film Jaalbandi
'জালবন্দী' ছবির ট্রেলার শেয়ার করে দরাজ প্রশংসা দেবের
author img

By

Published : Jun 5, 2022, 10:41 AM IST

কলকাতা, 5 জুন: "বাংলা ছবির পাশে দাঁড়ান" - এই স্লোগান যতই সপ্তম সুরে কানে বাজুক না কেন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় রেষারেষির কথা । বড় প্রযোজক চাপে ফেলেন ছোট প্রযোজদের, এ হেন ঘটনা আকছার ঘটে ইন্ডাস্ট্রিতে । তবে এ বার একদম অন্যরকম একটি ঘটনার সাক্ষী থাকল বাংলা ছবির জগৎ ।

পরিচালক-প্রযোজক পীযুষ সাহার আসন্ন ছবি 'জালবন্দী'র ট্রেলার (Jaalbandi trailer releases) নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুপারস্টার দেব (Dev shares Jaalbandi trailer)। নবাগত প্রিন্স ও পরিচালক-প্রযোজক পীযুষ সাহাকে সেই পোস্টের মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা । ফলত, একদিনে এক মিলিয়ন ভিউস পার করল 'জালবন্দী' ছবির ট্রেলার ।

'প্রিন্স এন্টারটেইনমেন্ট পি ফোর'-এর প্রযোজনায় 'জালবন্দী' ছবিটি বলবে এক তরুণ মধ্যবিত্ত যুবক অনীশের গল্প । বাবার আকস্মিক মৃত্যুর পর সম্পূর্ণ পৃথিবী ওলট-পালট হয়ে গেলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক ইনশিওরেন্স কোম্পানির বিমা এজেন্ট হিসেবে কাজ করা শুরু করতে হয় তাকে । সব স্বপ্ন বিসর্জন দিয়ে টার্গেট পূরণের সংগ্রামে টিকে থাকতে একের পর এক অযাচিত পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে অনীশ । শেষ অবধি এই জাল ছিঁড়ে সেই সাদা-সিধে ছেলেটা বেরোতে পারল কি না তারই গল্প বলবে এই ছবি (new Bengali film)।

Dev shares trailer of new Bengali film Jaalbandi
'জালবন্দী' ছবির ট্রেলার শেয়ার করেন দেব

রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর ‘সমরেশ মজুমদারের’ রহস্য উপন্যাস 'জালবন্দী' অবলম্বনে পীযুষ সাহার এই নতুন ছবির নির্মাণ । ছবিটি মুক্তি পাবে 17 জুন ।

আরও পড়ুন: Swastika Mukherjee FB Post : X=প্রেম, সৃজিতের সঙ্গে পুরনো সম্পর্কে উঁকি দিলেন স্বস্তিকা

প্রসঙ্গত, পীযুষ সাহা পরিচালনার ক্ষেত্রে বরাবর দর্শককে নতুন মুখ ও নতুন ধরনের গল্প উপহার দিয়ে এসেছেন । তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপালি পর্দার সঙ্গে প্রথম পরিচয় । 'গ্যাঁড়াকল', ' তুলকালাম', 'কেল্লাফতে', 'রাজু আঙ্কেল', 'বাজিমাত', ' নীল আকাশের চাঁদনী', 'বেপরোয়া'-র মতো হিট ছবি ইন্ডাস্ট্রিকে খারাপ সময়েও আলোর দিশা দেখিয়েছে । বলাবাহুল্য তিনিই উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় হেভিওয়েট তারকাদের । 'জালবন্দী' ছবির মাধ্যমে আবার এক নতুন মুখ প্রিন্সকে দর্শকের দরবারে আনতে চলেছেন তিনি ।

Dev shares trailer of new Bengali film Jaalbandi
'জালবন্দী' ছবির ট্রেলার

ছবিতে অভিনয় করেছেন দীপঙ্কর দে, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, প্রিন্স প্রাচুর্য, পম্পা সাহা, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও রণজয় । ক্যামেরায় গোপী ভগত ।

কলকাতা, 5 জুন: "বাংলা ছবির পাশে দাঁড়ান" - এই স্লোগান যতই সপ্তম সুরে কানে বাজুক না কেন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় রেষারেষির কথা । বড় প্রযোজক চাপে ফেলেন ছোট প্রযোজদের, এ হেন ঘটনা আকছার ঘটে ইন্ডাস্ট্রিতে । তবে এ বার একদম অন্যরকম একটি ঘটনার সাক্ষী থাকল বাংলা ছবির জগৎ ।

পরিচালক-প্রযোজক পীযুষ সাহার আসন্ন ছবি 'জালবন্দী'র ট্রেলার (Jaalbandi trailer releases) নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুপারস্টার দেব (Dev shares Jaalbandi trailer)। নবাগত প্রিন্স ও পরিচালক-প্রযোজক পীযুষ সাহাকে সেই পোস্টের মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা । ফলত, একদিনে এক মিলিয়ন ভিউস পার করল 'জালবন্দী' ছবির ট্রেলার ।

'প্রিন্স এন্টারটেইনমেন্ট পি ফোর'-এর প্রযোজনায় 'জালবন্দী' ছবিটি বলবে এক তরুণ মধ্যবিত্ত যুবক অনীশের গল্প । বাবার আকস্মিক মৃত্যুর পর সম্পূর্ণ পৃথিবী ওলট-পালট হয়ে গেলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক ইনশিওরেন্স কোম্পানির বিমা এজেন্ট হিসেবে কাজ করা শুরু করতে হয় তাকে । সব স্বপ্ন বিসর্জন দিয়ে টার্গেট পূরণের সংগ্রামে টিকে থাকতে একের পর এক অযাচিত পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে অনীশ । শেষ অবধি এই জাল ছিঁড়ে সেই সাদা-সিধে ছেলেটা বেরোতে পারল কি না তারই গল্প বলবে এই ছবি (new Bengali film)।

Dev shares trailer of new Bengali film Jaalbandi
'জালবন্দী' ছবির ট্রেলার শেয়ার করেন দেব

রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর ‘সমরেশ মজুমদারের’ রহস্য উপন্যাস 'জালবন্দী' অবলম্বনে পীযুষ সাহার এই নতুন ছবির নির্মাণ । ছবিটি মুক্তি পাবে 17 জুন ।

আরও পড়ুন: Swastika Mukherjee FB Post : X=প্রেম, সৃজিতের সঙ্গে পুরনো সম্পর্কে উঁকি দিলেন স্বস্তিকা

প্রসঙ্গত, পীযুষ সাহা পরিচালনার ক্ষেত্রে বরাবর দর্শককে নতুন মুখ ও নতুন ধরনের গল্প উপহার দিয়ে এসেছেন । তাঁর হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী, রুবেলের রূপালি পর্দার সঙ্গে প্রথম পরিচয় । 'গ্যাঁড়াকল', ' তুলকালাম', 'কেল্লাফতে', 'রাজু আঙ্কেল', 'বাজিমাত', ' নীল আকাশের চাঁদনী', 'বেপরোয়া'-র মতো হিট ছবি ইন্ডাস্ট্রিকে খারাপ সময়েও আলোর দিশা দেখিয়েছে । বলাবাহুল্য তিনিই উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় হেভিওয়েট তারকাদের । 'জালবন্দী' ছবির মাধ্যমে আবার এক নতুন মুখ প্রিন্সকে দর্শকের দরবারে আনতে চলেছেন তিনি ।

Dev shares trailer of new Bengali film Jaalbandi
'জালবন্দী' ছবির ট্রেলার

ছবিতে অভিনয় করেছেন দীপঙ্কর দে, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, প্রিন্স প্রাচুর্য, পম্পা সাহা, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও রণজয় । ক্যামেরায় গোপী ভগত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.