ETV Bharat / entertainment

Dev on Politics : যেদিন অন্য দলকে শত্রু ভাবব সেদিন রাজনীতি ছেড়ে দেব, মন্তব্য দেবের

সিপিআইএমের পতাকা হাতে তাঁকে স্লোগান দিতে দেখা যাবে নতুন ছবি 'কিশমিশ'-এ ৷ শাসকদলের প্রতিনিধি হিসাবে কেমন অনুভূতি হল তাঁর ৷ জিজ্ঞেস করা হলে দেব বলেন, "একটা দলকে ভালবাসা বা তার প্রশংসা করা কিংবা সমর্থন বা সেই দলের লোক হওয়া মানে আমার কাছে এই নয় যে বাকিরা আমার শত্রু (Dev Shares His Thoughts on Politics)।"

Dev on CPIM
যেদিন অন্য দলকে শত্রু ভাবব সেদিন রাজনীতি ছেড়ে দেব, মন্তব্য দেবের
author img

By

Published : Apr 12, 2022, 4:32 PM IST

কলকাতা, 12 এপ্রিল : চলছে বালিগঞ্জ উপনির্বাচন । একে তো প্রখর রোদ তায় আবার ভোটের হাওয়াও বেশ গরম । এরই মাঝে করোনার আক্রমণ ভুলে ধীরে ধীরে কামব্য়াক করছে টলিউড । এই বছরেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি । আসছে 'বেলাশুরু', 'একেন বাবু', 'কিশমিশ', 'মিনি'-সহ আরও বেশ কয়েকটি বাংলা ছবি । কদিন আগেই হয়ে গেল 'কিশমিশ' ছবির মিউজিক লঞ্চ । স্বাভাবিকভাবেই সেখানে হাজির ছিলেন ছবির নায়ক-নায়িকা দেব এবং রুক্মিণী মৈত্র ।

দেব হাজির মানেই তাঁর অগণিত অনুরাগীও সেখানে সময়ের আগেই হাজির । সেদিনও এমনই চিত্র ধরা পড়ে শহরের এক ঝাঁ চকচকে মলে । এদিন একের পর এক প্রশ্নবাণ ভেসে আসতে থাকে দেবের দিকে ৷ তিনি তার যথাযথ উত্তরও দেন ভেবেচিন্তে । উল্লেখ্য, এই ছবিতে সিপিআইএম-এর ঝাণ্ডা হাতে তাঁকে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান তুলতে দেখা যাবে। ছবিতে ফিরে আসবে আশির দশক ।

এই আশির দশক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী রুক্মিণী বলেন, "আশির দশক সিপিআইএমকে ছাড়া ভাবাই যেত না । এই ছবিতে যেহেতু আশির দশকের প্রেম উঠে আসবে তাই বাদ দেওয়া যায় না সিপিআইএমকেও । সবটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক রাহুল । দেবকে এখানে এই পার্টির সমর্থক হিসেবে দেখবে দর্শক ।"

আরও পড়ুন : কলকাতার চারু মার্কেটে গেলেই দেখা মিলবে মাণিকবাবুর

অভিনেত্রীর বক্তব্যের রেশ টেনে দেবের কাছে জানতে চাওয়া হয়, শাসকদলের সমর্থক হয়েও ছবিতে লাল ঝান্ডা হাতে দেখা যাবে আপনাকে । কীরকম অনুভূতি? দেবের উত্তর, "আমার কাছে যে যখন সাহায্যের জন্য এসেছে তাকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি । আমি দল দেখিনি। একটা দলকে ভালবাসা বা তার প্রশংসা করা কিংবা সমর্থন বা সেই দলের লোক হওয়া মানে আমার কাছে এই নয় যে, বাকিরা আমার শত্রু । আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না । যেদিন তা বিশ্বাস করতে শিখব সেদিন রাজনীতি ছেড়ে দেব । কথা দিলাম (Dev Shares His Thoughts on Politics) ।"

কলকাতা, 12 এপ্রিল : চলছে বালিগঞ্জ উপনির্বাচন । একে তো প্রখর রোদ তায় আবার ভোটের হাওয়াও বেশ গরম । এরই মাঝে করোনার আক্রমণ ভুলে ধীরে ধীরে কামব্য়াক করছে টলিউড । এই বছরেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি । আসছে 'বেলাশুরু', 'একেন বাবু', 'কিশমিশ', 'মিনি'-সহ আরও বেশ কয়েকটি বাংলা ছবি । কদিন আগেই হয়ে গেল 'কিশমিশ' ছবির মিউজিক লঞ্চ । স্বাভাবিকভাবেই সেখানে হাজির ছিলেন ছবির নায়ক-নায়িকা দেব এবং রুক্মিণী মৈত্র ।

দেব হাজির মানেই তাঁর অগণিত অনুরাগীও সেখানে সময়ের আগেই হাজির । সেদিনও এমনই চিত্র ধরা পড়ে শহরের এক ঝাঁ চকচকে মলে । এদিন একের পর এক প্রশ্নবাণ ভেসে আসতে থাকে দেবের দিকে ৷ তিনি তার যথাযথ উত্তরও দেন ভেবেচিন্তে । উল্লেখ্য, এই ছবিতে সিপিআইএম-এর ঝাণ্ডা হাতে তাঁকে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান তুলতে দেখা যাবে। ছবিতে ফিরে আসবে আশির দশক ।

এই আশির দশক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী রুক্মিণী বলেন, "আশির দশক সিপিআইএমকে ছাড়া ভাবাই যেত না । এই ছবিতে যেহেতু আশির দশকের প্রেম উঠে আসবে তাই বাদ দেওয়া যায় না সিপিআইএমকেও । সবটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক রাহুল । দেবকে এখানে এই পার্টির সমর্থক হিসেবে দেখবে দর্শক ।"

আরও পড়ুন : কলকাতার চারু মার্কেটে গেলেই দেখা মিলবে মাণিকবাবুর

অভিনেত্রীর বক্তব্যের রেশ টেনে দেবের কাছে জানতে চাওয়া হয়, শাসকদলের সমর্থক হয়েও ছবিতে লাল ঝান্ডা হাতে দেখা যাবে আপনাকে । কীরকম অনুভূতি? দেবের উত্তর, "আমার কাছে যে যখন সাহায্যের জন্য এসেছে তাকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি । আমি দল দেখিনি। একটা দলকে ভালবাসা বা তার প্রশংসা করা কিংবা সমর্থন বা সেই দলের লোক হওয়া মানে আমার কাছে এই নয় যে, বাকিরা আমার শত্রু । আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না । যেদিন তা বিশ্বাস করতে শিখব সেদিন রাজনীতি ছেড়ে দেব । কথা দিলাম (Dev Shares His Thoughts on Politics) ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.