কলকাতা, 12 এপ্রিল : চলছে বালিগঞ্জ উপনির্বাচন । একে তো প্রখর রোদ তায় আবার ভোটের হাওয়াও বেশ গরম । এরই মাঝে করোনার আক্রমণ ভুলে ধীরে ধীরে কামব্য়াক করছে টলিউড । এই বছরেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি । আসছে 'বেলাশুরু', 'একেন বাবু', 'কিশমিশ', 'মিনি'-সহ আরও বেশ কয়েকটি বাংলা ছবি । কদিন আগেই হয়ে গেল 'কিশমিশ' ছবির মিউজিক লঞ্চ । স্বাভাবিকভাবেই সেখানে হাজির ছিলেন ছবির নায়ক-নায়িকা দেব এবং রুক্মিণী মৈত্র ।
দেব হাজির মানেই তাঁর অগণিত অনুরাগীও সেখানে সময়ের আগেই হাজির । সেদিনও এমনই চিত্র ধরা পড়ে শহরের এক ঝাঁ চকচকে মলে । এদিন একের পর এক প্রশ্নবাণ ভেসে আসতে থাকে দেবের দিকে ৷ তিনি তার যথাযথ উত্তরও দেন ভেবেচিন্তে । উল্লেখ্য, এই ছবিতে সিপিআইএম-এর ঝাণ্ডা হাতে তাঁকে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান তুলতে দেখা যাবে। ছবিতে ফিরে আসবে আশির দশক ।
এই আশির দশক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী রুক্মিণী বলেন, "আশির দশক সিপিআইএমকে ছাড়া ভাবাই যেত না । এই ছবিতে যেহেতু আশির দশকের প্রেম উঠে আসবে তাই বাদ দেওয়া যায় না সিপিআইএমকেও । সবটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক রাহুল । দেবকে এখানে এই পার্টির সমর্থক হিসেবে দেখবে দর্শক ।"
আরও পড়ুন : কলকাতার চারু মার্কেটে গেলেই দেখা মিলবে মাণিকবাবুর
অভিনেত্রীর বক্তব্যের রেশ টেনে দেবের কাছে জানতে চাওয়া হয়, শাসকদলের সমর্থক হয়েও ছবিতে লাল ঝান্ডা হাতে দেখা যাবে আপনাকে । কীরকম অনুভূতি? দেবের উত্তর, "আমার কাছে যে যখন সাহায্যের জন্য এসেছে তাকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি । আমি দল দেখিনি। একটা দলকে ভালবাসা বা তার প্রশংসা করা কিংবা সমর্থন বা সেই দলের লোক হওয়া মানে আমার কাছে এই নয় যে, বাকিরা আমার শত্রু । আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না । যেদিন তা বিশ্বাস করতে শিখব সেদিন রাজনীতি ছেড়ে দেব । কথা দিলাম (Dev Shares His Thoughts on Politics) ।"