কলকাতা, 19 অগস্ট: এক পর্দায় দুই তারকা, তাও আবার একদিকে দেব (Dev) তো অন্যদিকে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ৷ 'ককপিট'-এর পর পুজোয় মুক্তি পেতে চলা দেব-বুম্বা জুটির 'কাছের মানুষ' ছবি ঘিরে পারদ চড়ছে ৷ 30 সেপ্টেম্বরে ছবি মুক্তির ঘোষণা হয়ে গিয়েছিল আগেই ৷ এবার সামনে এল ছবির প্রথম অফিসিয়াল পোস্টার ৷ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ছবির দুটি পোস্টার পোস্ট করেছেন দেব (Kacher Manush Official Poster Releases) ৷ যার একটিতে তাঁকে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর অন্যদিকে তাঁর সঙ্গে রয়েছেন ঈশা সাহা ৷
ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু ৷ দু'টি পোস্টারেই মিশে রয়েছে কলকাতার নস্টালজিয়া ৷ ছবির গল্প নিয়ে খুব বেশি আভাস না-মিললেও ছবিতে অভিনেতাদের লুক অত্যন্ত সাদামাটা ৷ আর তা দেখেই শহরের সাধারণ মানুষের কথাই বলতে চলেছে এই ছবি ৷ এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে দেব এবং প্রসেনজিৎকে এক পর্দায় এনেছিল 'জুলফিকার' ৷ এছাড়া 'ককপিট' ছবিতেও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ ৷ তাই বাংলা ছবির দুই সুপারস্টারকে ফের একবার পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন সিনে অনুরাগীরা ৷ শুক্রবার ছবির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করে নির্মাতারা লেখেন, "মুখ মুখোশের ভিড় যখন চিনিয়ে দেয় 'কাছের মানুষ'।" আর অন্যদিকে দ্বিতীয় পোস্টারটির ক্য়াপশনে লেখা হয়, 'ইচ্ছেগুলো মেঘমুলুকে রঙিন ফানুস, মন খারাপের খবর রাখে 'কাছের মানুষ'।"
আরও পড়ুন: পথ নিরাপত্তা অভিযানে পাশে চেয়ে বিগ বির দ্বারে গড়করি
দেব-প্রসেনজিৎ জুটির এই ছবি বড় পর্দায় আসতে চলেছে আগামী 30 সেপ্টেম্বর ৷ অর্থাৎ পুজোয় এবার হাত ধরছেন ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার ৷ দেব এন্টারটেইনমেন্টের ব্যানারেই আসতে চলেছে এই ছবি ৷ এখন এই দুই সুপারস্টার পর্দায় এখন দর্শকদের কতখানি কাছের মানুষ হয়ে উঠতে পারেন, সেটাই দেখার ৷