কলকাতা, 30 জুলাই: 29 জুলাই বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি 'কুলপি'। বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে উঠে এসেছে এক বামন যুবকের ভালোবাসার গল্প । এর আগেও তাঁদের ভালবাসার গল্প ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সম্ভবত, 'ছোটদের কথা' নামক সেই ছবিতেই আমরা প্রথম দেখেছিলাম একজন বামন নায়ককে (Dev Greets Kulpi)৷
বামনরাও মানুষ, শারীরিক সমস্য়ার কারণে তাঁদের সাধারণ ইচ্ছাগুলি মরে যায় না । তাঁরাও কাউকে ভালোবাসতে পারে, তাঁদেরও মন আছে, তাঁদেরও ভালোবাসার চাহিদা আছে তা বোঝে বা বুঝতে চায় ক'জন ? বুঝেছেন পরিচালক বর্ষালি । তাই তিনি বানিয়েছেন 'কুলপি'।
-
#Kulpi মুক্তি পেয়েছে আজ, সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। খুব ভালো হোক। @Paayel_12353
— Dev (@idevadhikari) July 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Kulpi মুক্তি পেয়েছে আজ, সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। খুব ভালো হোক। @Paayel_12353
— Dev (@idevadhikari) July 29, 2022#Kulpi মুক্তি পেয়েছে আজ, সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। খুব ভালো হোক। @Paayel_12353
— Dev (@idevadhikari) July 29, 2022
আরও পড়ুন: ওটিটি তে পা রেখেই শুভশ্রী খুলছেন 'ইন্দুবালা ভাতের হোটেল'
"বাংলা সিনেমার পাশে দাঁড়ান..." এই আবেদন সফল করতে সদা তৎপর দেব । প্রত্যেকটি বাংলা ছবিকেই এভাবে সাপোর্ট করছেন তিনি । বর্ষালি পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় প্রত্যয় ঘোষ । তাঁর বিপরীতে রয়েছেন পায়েল সরকার । নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন চুমকি চৌধুরী । পর্দায় পায়েল-প্রত্যয়ের কেমিস্ট্রি কতটা জমল, তা জানা যাবে ছবিটি দেখলে। ওদিকে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ'' আসছে 30 সেপ্টেম্বর। পাশাপাশি দেব, মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি'ও আসবে এই বছরেই ।