ETV Bharat / entertainment

Dev on Kulpi: 'কুলপি'র পাশে দেব, টুইটে জানালেন শুভেচ্ছা - Dev Greets Kulpi

29 জুলাই বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি 'কুলপি'। ছবির মুক্তির দিনেই 'কুলপি'র পাশে দাঁড়ালেন সুপারস্টার দেব (Dev Greets Kulpi)। টুইটে তিনি লেখেন, "কুলপি মুক্তি পেয়েছে, সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। খুব ভালো হোক।"

dev appeals audiences to watch kulpi
'কুলপি'র পাশে দেব, টুইটে জানালেন শুভেচ্ছা
author img

By

Published : Jul 30, 2022, 9:35 AM IST

কলকাতা, 30 জুলাই: 29 জুলাই বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি 'কুলপি'। বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে উঠে এসেছে এক বামন যুবকের ভালোবাসার গল্প । এর আগেও তাঁদের ভালবাসার গল্প ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সম্ভবত, 'ছোটদের কথা' নামক সেই ছবিতেই আমরা প্রথম দেখেছিলাম একজন বামন নায়ককে (Dev Greets Kulpi)৷

বামনরাও মানুষ, শারীরিক সমস্য়ার কারণে তাঁদের সাধারণ ইচ্ছাগুলি মরে যায় না । তাঁরাও কাউকে ভালোবাসতে পারে, তাঁদেরও মন আছে, তাঁদেরও ভালোবাসার চাহিদা আছে তা বোঝে বা বুঝতে চায় ক'জন ? বুঝেছেন পরিচালক বর্ষালি । তাই তিনি বানিয়েছেন 'কুলপি'।

  • #Kulpi মুক্তি পেয়েছে আজ, সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। খুব ভালো হোক। @Paayel_12353

    — Dev (@idevadhikari) July 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ওটিটি তে পা রেখেই শুভশ্রী খুলছেন 'ইন্দুবালা ভাতের হোটেল'

"বাংলা সিনেমার পাশে দাঁড়ান..." এই আবেদন সফল করতে সদা তৎপর দেব । প্রত্যেকটি বাংলা ছবিকেই এভাবে সাপোর্ট করছেন তিনি । বর্ষালি পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় প্রত্যয় ঘোষ । তাঁর বিপরীতে রয়েছেন পায়েল সরকার । নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন চুমকি চৌধুরী । পর্দায় পায়েল-প্রত্যয়ের কেমিস্ট্রি কতটা জমল, তা জানা যাবে ছবিটি দেখলে। ওদিকে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ'' আসছে 30 সেপ্টেম্বর। পাশাপাশি দেব, মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি'ও আসবে এই বছরেই ।

কলকাতা, 30 জুলাই: 29 জুলাই বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি 'কুলপি'। বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে উঠে এসেছে এক বামন যুবকের ভালোবাসার গল্প । এর আগেও তাঁদের ভালবাসার গল্প ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সম্ভবত, 'ছোটদের কথা' নামক সেই ছবিতেই আমরা প্রথম দেখেছিলাম একজন বামন নায়ককে (Dev Greets Kulpi)৷

বামনরাও মানুষ, শারীরিক সমস্য়ার কারণে তাঁদের সাধারণ ইচ্ছাগুলি মরে যায় না । তাঁরাও কাউকে ভালোবাসতে পারে, তাঁদেরও মন আছে, তাঁদেরও ভালোবাসার চাহিদা আছে তা বোঝে বা বুঝতে চায় ক'জন ? বুঝেছেন পরিচালক বর্ষালি । তাই তিনি বানিয়েছেন 'কুলপি'।

  • #Kulpi মুক্তি পেয়েছে আজ, সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। খুব ভালো হোক। @Paayel_12353

    — Dev (@idevadhikari) July 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ওটিটি তে পা রেখেই শুভশ্রী খুলছেন 'ইন্দুবালা ভাতের হোটেল'

"বাংলা সিনেমার পাশে দাঁড়ান..." এই আবেদন সফল করতে সদা তৎপর দেব । প্রত্যেকটি বাংলা ছবিকেই এভাবে সাপোর্ট করছেন তিনি । বর্ষালি পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় প্রত্যয় ঘোষ । তাঁর বিপরীতে রয়েছেন পায়েল সরকার । নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন চুমকি চৌধুরী । পর্দায় পায়েল-প্রত্যয়ের কেমিস্ট্রি কতটা জমল, তা জানা যাবে ছবিটি দেখলে। ওদিকে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ'' আসছে 30 সেপ্টেম্বর। পাশাপাশি দেব, মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি'ও আসবে এই বছরেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.