তিরুঅনন্তপুরম, 11 নভেম্বর: কেরলের 27তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে(27th IFFK) ৷ শুক্রবার থেকে ডেলিগেট পাস দিতে শুরু করেছে উৎসব কর্তৃপক্ষ ৷ যাঁরা এই ডেলিগেট পাস পেতে চান, তাঁদের জন্য় দু'টি বিকল্প ৷ তিরুঅনন্তপুরমের ঠাকুর থিয়েটার থেকে বা উৎসবের ওয়েবসাইট www.iffk.in-এর মাধ্যমে এই পাস পেতে পারেন দর্শকরা (Delegate registration for 27th IFFK begins )৷
সাধারণ বিভাগের রেজিস্ট্রেশন ফি 1000 টাকা আর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফি হল 500 টাকা(Delegate registration for 27th IFFK) ৷ আট দিনে দেশ বিদেশের প্রায় 180টি ছবি দেখানো হবে এই উৎসবে ৷ তিরুঅনন্তপুরমের 14টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। কেরলের 27তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার অনুষ্ঠিত হতে চলেছে 9 থেকে 16 ডিসেম্বর ৷
এশিয়ান, আফ্রিকান এবং লাতিন আমেরিকার দেশগুলির বিভিন্ন ছবি নিয়ে একটি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে ৷ প্রতিযোগিতায় থাকছে মোট 14টি বিভিন্ন দেশের ছবি ৷ 'টাগ অব ওয়ার', 'মেমোরি ল্যান্ড', 'আওয়ার হোম'-এর মতো একাধিক ছবিও থাকছে এই উৎসবে ৷ এছাড়াও থাকছে বিভিন্ন দেশের বিখ্যাত উৎসবের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, কিংবদন্তি পরিচালকদের ছবি এবং সমসাময়িক ভারতীয় ছবি ৷
আরও পড়ুন: 47 হাজারি পোশাকে আবেদনময়ী লুকে ছবির প্রচারে হাজির কৃতি
শুধু তাই নয় অতীতের কিংবদন্তি পরিচালকদের শ্রদ্ধা জানাতে একটি বিশেষ অনুষ্ঠান এবং হোমেজ সেকশনেরও আয়োজন করা হয়েছে ৷ অন্যান্য দেশের শতাধিক বিশেষ আমন্ত্রিত এই উৎসবে অংশ নেবেন বলে জানা গিয়েছে । প্রতি বছরের মতো এবছরও জাঁকজমক করে অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব ৷ এই উৎসবের সূত্রপাত হয় 1996 সালে ৷