ETV Bharat / entertainment

Deepika Visits Cinema Hall: পাঠান দেখে কতটা আপ্লুত দর্শকরা ? দেখতে মুখ লুকিয়ে সটান সিনেমা হলে দীপিকা - সিনেমা হলে দীপিকা

পাঠান (Pathaan Latest News) দেখে আপ্লুত দর্শকদের প্রতিক্রিয়া নিজে প্রত্যক্ষ করতে মুখ লুকিয়ে (Deepika Padukone hides face) সটান মুম্বইয়ের সিনেমা হলে চলে গেলেন দীপিকা পাড়ুকোন (Deepika Visits Cinema Hall)৷

Deepika Padukone ETV Bharat
দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Jan 30, 2023, 6:30 PM IST

Updated : Jan 30, 2023, 8:13 PM IST

মুম্বই , 30 জানুয়ারি: প্রথম সপ্তাহেই অভূতপূর্ব সফল 'পাঠান' (Pathaan Latest News)৷ শাহরুখ খানের এই ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ৷ দর্শকদের এই ভালোবাসা চাক্ষুস করার লোভ সামলাতে পারলেন না ফিল্মের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ পাঠান দেখে দর্শকরা কতটা আপ্লুত তা নিজে চোখে দেখতে মুখ লুকিয়ে তিনি হানা দিলেন মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে (Deepika Visits Cinema Hall)৷

মুখ লুকিয়ে সিনেমা হলে দীপিকা: রবিবার দীপিকা আচমকা চলে যান মুম্বইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সিতে । কালো হুডিতে তাঁর মাথা ঢাকা (Deepika Padukone hides face)৷ মাস্কে ঢাকা মুখের বেশিরভাগটাই ৷ আম আদমির মতোই তিনি মিশে যেতে চেয়েছিলেন সাধারণ দর্শকদের মাঝে ৷ সেই কারণেই এই ছদ্মবেশ ৷

কালো হুডিতে নিজেকে আড়াল করার চেষ্টা: তবে ফাঁকি দিতে পারেননি পাপারাৎজিদের ৷ মুম্বইয়ের প্রেক্ষাগৃহে তাঁর ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিয়ো ঘুরছে ইন্টারনেটে ৷ সেখানে দেখা গিয়েছে, কালো পোশাকে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীপিকা ৷ তবে দ্রুতই প্রেক্ষাগৃহে ঘুরে সেখান থেকে বেরিয়ে যান 'বেশরম' স্টার ৷

Deepika Padukone ETV Bharat
সিনেমা হলে দীপিকা (ছবি সৌজন্য: সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড)

আরও পড়ুন: 500 কোটির ব্যবসা সেরে ফেলল 'পাঠান', শাহরুখ-জ্বরে আক্রান্ত বিশ্ব

বক্স অফিসে রেকর্ড পাঠানের: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান চার দিনে বিশ্বব্যাপী 429 কোটি টাকা আয় করেছে ৷ রবিবার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এ কথা জানিয়েছে । জানানো হয়, "পাঠান তার চতুর্থ দিনে আরও 100 কোটি টাকা+ ছাড়িয়ে গিয়েছে ৷ এটি ভারতে ওই দিন নেট 53.25 কোটি টাকা (হিন্দি, সমস্ত ডাব সংস্করণ) ও ভারতের বাইরে 64 কোটি টাকা সংগ্রহ করেছে । প্রেস নোটে বলা হয়েছে, "চতুর্থ দিনে মোট 116 কোটি টাকা সংগ্রহ করেছে পাঠান ।" শুধু তাই নয়, শেষ পাওয়া খবরে জানা গিয়েছে 500 কোটির ব্যবসাও করে ফেলেছে পাঠান ৷

বাহুবলী 2-কেজিএফ 2-কে পেছনে ফেলে দিচ্ছে পাঠান: বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, চলচ্চিত্রটি এসএস রাজামৌলীর 'বাহুবলী 2' এবং যশ-অভিনীত 'কেজিএফ 2'কে পেছনে ফেলে দ্রুততম 250 কোটির ক্লাবে প্রবেশের পথে পা বাড়িয়েছে । দীপিকা ছাড়াও অ্যাকশন-স্পাই ফিল্মে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম । এই ছবিতে সুপারস্টার সলমন খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে ৷

মুম্বই , 30 জানুয়ারি: প্রথম সপ্তাহেই অভূতপূর্ব সফল 'পাঠান' (Pathaan Latest News)৷ শাহরুখ খানের এই ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ৷ দর্শকদের এই ভালোবাসা চাক্ষুস করার লোভ সামলাতে পারলেন না ফিল্মের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ পাঠান দেখে দর্শকরা কতটা আপ্লুত তা নিজে চোখে দেখতে মুখ লুকিয়ে তিনি হানা দিলেন মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে (Deepika Visits Cinema Hall)৷

মুখ লুকিয়ে সিনেমা হলে দীপিকা: রবিবার দীপিকা আচমকা চলে যান মুম্বইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সিতে । কালো হুডিতে তাঁর মাথা ঢাকা (Deepika Padukone hides face)৷ মাস্কে ঢাকা মুখের বেশিরভাগটাই ৷ আম আদমির মতোই তিনি মিশে যেতে চেয়েছিলেন সাধারণ দর্শকদের মাঝে ৷ সেই কারণেই এই ছদ্মবেশ ৷

কালো হুডিতে নিজেকে আড়াল করার চেষ্টা: তবে ফাঁকি দিতে পারেননি পাপারাৎজিদের ৷ মুম্বইয়ের প্রেক্ষাগৃহে তাঁর ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিয়ো ঘুরছে ইন্টারনেটে ৷ সেখানে দেখা গিয়েছে, কালো পোশাকে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীপিকা ৷ তবে দ্রুতই প্রেক্ষাগৃহে ঘুরে সেখান থেকে বেরিয়ে যান 'বেশরম' স্টার ৷

Deepika Padukone ETV Bharat
সিনেমা হলে দীপিকা (ছবি সৌজন্য: সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড)

আরও পড়ুন: 500 কোটির ব্যবসা সেরে ফেলল 'পাঠান', শাহরুখ-জ্বরে আক্রান্ত বিশ্ব

বক্স অফিসে রেকর্ড পাঠানের: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান চার দিনে বিশ্বব্যাপী 429 কোটি টাকা আয় করেছে ৷ রবিবার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এ কথা জানিয়েছে । জানানো হয়, "পাঠান তার চতুর্থ দিনে আরও 100 কোটি টাকা+ ছাড়িয়ে গিয়েছে ৷ এটি ভারতে ওই দিন নেট 53.25 কোটি টাকা (হিন্দি, সমস্ত ডাব সংস্করণ) ও ভারতের বাইরে 64 কোটি টাকা সংগ্রহ করেছে । প্রেস নোটে বলা হয়েছে, "চতুর্থ দিনে মোট 116 কোটি টাকা সংগ্রহ করেছে পাঠান ।" শুধু তাই নয়, শেষ পাওয়া খবরে জানা গিয়েছে 500 কোটির ব্যবসাও করে ফেলেছে পাঠান ৷

বাহুবলী 2-কেজিএফ 2-কে পেছনে ফেলে দিচ্ছে পাঠান: বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, চলচ্চিত্রটি এসএস রাজামৌলীর 'বাহুবলী 2' এবং যশ-অভিনীত 'কেজিএফ 2'কে পেছনে ফেলে দ্রুততম 250 কোটির ক্লাবে প্রবেশের পথে পা বাড়িয়েছে । দীপিকা ছাড়াও অ্যাকশন-স্পাই ফিল্মে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম । এই ছবিতে সুপারস্টার সলমন খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে ৷

Last Updated : Jan 30, 2023, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.