ETV Bharat / entertainment

Deepika on Ranveer: 'বিয়ে করলে প্রিয় বন্ধুকে করুন', দীপিকার পোস্টের জবাবে কী বললেন রণবীর? - Deepika Ranveer Relation

বিয়ে করলে প্রিয় বন্ধুকেই বিয়ে করা উচিত ৷ এভাবেই স্বামী রণবীরকে ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছা জানালেন দীপিকা ৷

Pic Courtesy Deepika instagram
রণবীরকে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা জানাতে বিশেষ পোস্ট দীপিকার
author img

By

Published : Aug 7, 2023, 4:49 PM IST

হায়দরাবাদ, 7 অগস্ট: 'বিয়ে করলে প্রিয় বন্ধুকেই বিয়ে করুন ৷', ঠিক এই ভাষাতেই বেটার-হাফ রণবীরকে ফ্রেন্ডশিপ ডে'র শুভেচ্ছা জানালেন দীপিকা পাড়ুকোন ৷ 'দীপবীর' নামেই অনুরাগীদের কাছে বেশি পরিচিত রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ৷ বলিউডের কিউট কাপলদের তালিকায় শুরুর দিকেই থাকবে এই নাম দু'টি ৷ প্রায় ছ'বছর ডেটিংয়ের পর সঞ্জয় লীলা বনশালির ছবির সেটে শুরু হওয়া প্রেমকে পরিণতি দিয়েছিলেন টিনসেল টাউনের এই তারকা জুটি ৷ দীপবীরের বিয়ের পাঁচ বছর কেটে গিয়েছে ৷

মাঝে বিবাহ-বিচ্ছেদের জল্পনা যে দানা বাঁধেনি তা নয় ৷ তবে তাতে নিজেরাই জল ঢেলে দীপবীর দেখিয়ে দিয়েছেন রূপোলি পর্দার নায়ক-নায়িকা বাস্তবে জুটি বাঁধলেই মতের অমিল, ইগোর লড়াইয়ের প্রশ্ন উঠবে তা সত্যি নয় ৷ বরং দীপিকা তো বারবার বলেছেন, "রণবীরই হলেন তাঁর সবচেয়ে বড় চিয়ার লিডার ৷" একসঙ্গে একের পর এক মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন এই জুটি ৷ আবার আলাদাভাবে কাজ করেও নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন ৷

রবিবার মধ্যরাতে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে একটি দীর্ঘ পোস্ট করেন দীপিকা ৷ লেখাটি আসলে এন'টিমা প্রিউসারের ৷ দীপিকা এদিন সেটি শেয়ার করেছেন রণবীরের জন্য ৷ লেখাটিতে বলা হয়েছে, "বিয়ে করলে আপনার প্রিয় বন্ধুকেই করুন ৷ আমি একেবারেই হালকা চালে কথাটা বলছি না ৷ যে মানুষটিকে ভালোবাসেন তাঁর সঙ্গে গভীর এবং দৃঢ় বন্ধুত্বের বন্ধনটাই আসল ৷ যিনি আপনাকে সম্মান দিতে জানেন ৷ যিনি আপনার সঙ্গে হাসতে পারেন ৷ এমন হাসি যা আপনার পেটে খিল ধরিয়ে দিতে পারে ৷" তিনি আরও লিখেছেন জীবনে সব ধরনের হাসিই ভীষণ জরুরি ৷ যেমন সেই হাসি ক্ষতে প্রলেপ লাগাবে, আবার কখনও একসঙ্গে নতুন যাত্রা শুরু করতেও সাহায্য করবে ৷

আরও পড়ুন: ঝাঁটাকে বানালেন গিটার, 'ক্যায়া হুয়া তেরা ওয়াদা' গেয়ে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন অক্ষয়ের

দীপিকার শেয়ার করা এই লেখায় উঠে এসেছে সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ৷ লেখায় বলা হয়েছে, "জীবন খুব ছোট্ট তাই এমন এক কাউকে ভালোবাসবেন না যে নিজের সঙ্গে আপনাকেও বোকা বানাতে চায় ৷ একজনকে বেছে নিন যাঁর সঙ্গে কাঁদতে পারবেন ৷" এই দীর্ঘ পোস্টে একেবারে শেষে রয়েছে একটি অমোঘ সত্য ৷ লেখাটির শেষে বলা হয়েছে, "জল যতই অন্ধকার বা গভীর হোক না কেন ভালোবাসা এমন হোক যেন তা হারিয়ে না যায় ৷" রণবীরও কমেন্ট করেছেন সেই পোস্টে ৷ তিনি এদিন শেয়ার করেছেন তিনটি অর্থপূর্ণ ইমোজি ৷ তার মধ্যে রয়েছে একটি 'বুলস আই' এবং একটি 'ব্ল্যাক হার্ট' ৷ অভিনেতা বুঝিয়ে দিয়েছে এক্ষেত্রে তাঁর মনের কথাটিই তুলে ধরেছেন দীপিকা ৷

হায়দরাবাদ, 7 অগস্ট: 'বিয়ে করলে প্রিয় বন্ধুকেই বিয়ে করুন ৷', ঠিক এই ভাষাতেই বেটার-হাফ রণবীরকে ফ্রেন্ডশিপ ডে'র শুভেচ্ছা জানালেন দীপিকা পাড়ুকোন ৷ 'দীপবীর' নামেই অনুরাগীদের কাছে বেশি পরিচিত রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ৷ বলিউডের কিউট কাপলদের তালিকায় শুরুর দিকেই থাকবে এই নাম দু'টি ৷ প্রায় ছ'বছর ডেটিংয়ের পর সঞ্জয় লীলা বনশালির ছবির সেটে শুরু হওয়া প্রেমকে পরিণতি দিয়েছিলেন টিনসেল টাউনের এই তারকা জুটি ৷ দীপবীরের বিয়ের পাঁচ বছর কেটে গিয়েছে ৷

মাঝে বিবাহ-বিচ্ছেদের জল্পনা যে দানা বাঁধেনি তা নয় ৷ তবে তাতে নিজেরাই জল ঢেলে দীপবীর দেখিয়ে দিয়েছেন রূপোলি পর্দার নায়ক-নায়িকা বাস্তবে জুটি বাঁধলেই মতের অমিল, ইগোর লড়াইয়ের প্রশ্ন উঠবে তা সত্যি নয় ৷ বরং দীপিকা তো বারবার বলেছেন, "রণবীরই হলেন তাঁর সবচেয়ে বড় চিয়ার লিডার ৷" একসঙ্গে একের পর এক মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন এই জুটি ৷ আবার আলাদাভাবে কাজ করেও নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন ৷

রবিবার মধ্যরাতে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে একটি দীর্ঘ পোস্ট করেন দীপিকা ৷ লেখাটি আসলে এন'টিমা প্রিউসারের ৷ দীপিকা এদিন সেটি শেয়ার করেছেন রণবীরের জন্য ৷ লেখাটিতে বলা হয়েছে, "বিয়ে করলে আপনার প্রিয় বন্ধুকেই করুন ৷ আমি একেবারেই হালকা চালে কথাটা বলছি না ৷ যে মানুষটিকে ভালোবাসেন তাঁর সঙ্গে গভীর এবং দৃঢ় বন্ধুত্বের বন্ধনটাই আসল ৷ যিনি আপনাকে সম্মান দিতে জানেন ৷ যিনি আপনার সঙ্গে হাসতে পারেন ৷ এমন হাসি যা আপনার পেটে খিল ধরিয়ে দিতে পারে ৷" তিনি আরও লিখেছেন জীবনে সব ধরনের হাসিই ভীষণ জরুরি ৷ যেমন সেই হাসি ক্ষতে প্রলেপ লাগাবে, আবার কখনও একসঙ্গে নতুন যাত্রা শুরু করতেও সাহায্য করবে ৷

আরও পড়ুন: ঝাঁটাকে বানালেন গিটার, 'ক্যায়া হুয়া তেরা ওয়াদা' গেয়ে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন অক্ষয়ের

দীপিকার শেয়ার করা এই লেখায় উঠে এসেছে সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ৷ লেখায় বলা হয়েছে, "জীবন খুব ছোট্ট তাই এমন এক কাউকে ভালোবাসবেন না যে নিজের সঙ্গে আপনাকেও বোকা বানাতে চায় ৷ একজনকে বেছে নিন যাঁর সঙ্গে কাঁদতে পারবেন ৷" এই দীর্ঘ পোস্টে একেবারে শেষে রয়েছে একটি অমোঘ সত্য ৷ লেখাটির শেষে বলা হয়েছে, "জল যতই অন্ধকার বা গভীর হোক না কেন ভালোবাসা এমন হোক যেন তা হারিয়ে না যায় ৷" রণবীরও কমেন্ট করেছেন সেই পোস্টে ৷ তিনি এদিন শেয়ার করেছেন তিনটি অর্থপূর্ণ ইমোজি ৷ তার মধ্যে রয়েছে একটি 'বুলস আই' এবং একটি 'ব্ল্যাক হার্ট' ৷ অভিনেতা বুঝিয়ে দিয়েছে এক্ষেত্রে তাঁর মনের কথাটিই তুলে ধরেছেন দীপিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.