মুম্বই, 4 এপ্রিল : কয়েকদিন আগেই নিজের সাধ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই অভিনেত্রীর পরিবারে এল এক নতুন সদস্য ৷ রবিবার কন্যাসন্তানের জননী হলেন দেবিনা আর বাবা হলেন গুরমিত চৌধুরী ৷ সোশ্য়াল মিডিয়ায় খুব সুন্দর একটি ভিডিয়োর মাধ্যমে বিষয়টি সকলকে জানিয়েছেন এই দম্পতি (Debina Bonnerjee Gave Birth to a Baby Boy on Sunday)৷
সদ্যোজাত কন্যার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁরা ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেবিনার দু‘হাত ঢেকে রেখেছেন গুরমিত ৷ গুরমিত হাত খুলে দিতে বেরিয়ে আসে দেবিনার হাত ৷ আর তারপর দেবিনা খুলতেই বেরিয়ে আসের ছোট্ট কন্য়াটির নরম হাত ৷ ক্যাপশনে দম্পতি লেখেন, "3.04.22 তারিখে আমরা সমস্ত ভালবাসা দিয়ে আমাদের কন্যাসন্তানকে এই দুনিয়ায় স্বাগত জানিয়েছি ৷ আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ৷ ভালবাসা এবং কৃতজ্ঞতা ৷ গুরমিত এবং দেবিনা ৷ "
আরও পড়ুন : মা হলেন কমেডি কুইন ভারতী সিং, সুপারহিরোর সঙ্গে তুলনা নেটিজেনদের
অভিনেত্রী মুনমুন দত্ত, অভিনেতা অর্জুন বিজলানি-সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দেবিনা এবং গুরমিতকে ৷ প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে নিজের মাতৃত্বের খবর সকলকে জানিয়েছিলেন দেবিনা ৷