ETV Bharat / entertainment

Bigg Boss 17: বিগ বসের ঘরে এবার বড় চমক ! আসতে পারেন সলমনের নায়িকা মমতা - সলমন খান

শুরু হতে চলেছে বিগ বস সিজন 17 ৷ এই সিজন আগের থেকে আরও চমকপ্রদ হতে চলেছে বলে প্রোমোতে জানিয়েছেন সঞ্চালক সলমন খান ৷ সূত্রের খবর, এই সিজনে প্রতিযোগী হিসাবে আসতে পারেন চর্চিত অভিনেত্রী তথা সলমনের 'করণ অর্জুন' ছবির নায়িকা মমতা কুলকার্নি ও অনুপমা ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র সমর শাহ অর্থাৎ সাগর পারেখ ৷

Etv Bharat
বিগ বসের ঘরে অভিনেত্রী মমতা কুলকার্নি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:44 PM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস শুরু হতে চলেছে ৷ 15 অক্টোবর থেকে দর্শকদের মনোরঞ্জন ও সেলেব্রিট্রিদের হাঁড়ির খবর দিতে এবং নিতে হাজির হবেন সলমন খানও ৷ 17তম বিগ বস সিজনে আবারও সঞ্চালকের আসনে তিনি ৷ প্রতিবার বিগ বসের ঘরে কারা আসবেন তা নিয়ে দর্শকদের মধ্যে একটা কৌতুহল কাজ করে ৷ তবে সেই চমক অনুষ্ঠানের দিনই পান দর্শকরা ৷ অবশ্য সূত্র বলছে এবারের বিগ বস হতে চলেছে আরও ধাঁধাময় ৷ থাকবে পরতে পরতে চমক ৷ আর সবচেয়ে বড় চমক হল এই সিজনে দেখা যেতে পারে 90 দশকের বিতর্কিত অভিনেত্রী তথা সলমনের 'করণ অর্জুন' ছবির নায়িকা মমতা কুলকার্নিকে ৷ এছাড়াও থাকতে পারেন 'অনুপমা' খ্যাত সাগর পরেখ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রতি বছর বিগ বস মানেই নতুন নতুন প্রতিযোগী আর নতুন নতুন বিতর্ক ৷ যে বিতর্ক অনেক সময় ঘরের ভিতর শুরু হলেও তা চলতে থাকে বাইরেও ৷ আবার কখনও বিগ বস মানেই ভালোবাসার মানুষকে খোঁজার প্রচেষ্টা ৷ সব মিলিয়ে বিনোদনের বেশিরভাগ মশলা মজুত থাকে এই শোতে ৷ সেই কারণেই মনে করা হচ্ছে, এই সিজনে বিগ বসের নজরে রয়েছেন বিটাউনের চর্চিত অভিনেত্রী মমতা কুলকার্নি ৷ ম্যাগাজিনে টপলেস ছবি থেকে বোল্ড স্টেমেন্টস, সব বিষয়ে বারবার তিনি এসেছেন খবরের শিরোনামে ৷ তাই শোনা যাচ্ছে, শোয়ের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে অভিনেত্রীর সঙ্গে ৷

অন্যদিকে, এই মুহূর্তে টেলিভিশনে টিআরপি তালিকায় দীর্ঘ সময় ধরে থাকা ধারাবাহিক 'অনুপমা'-তে সমর শাহের চরিত্রে দেখা গিয়েছে সাগর পরেখকে ৷ তবে এখন পর্যন্ত কোনও নাম ফাইনালি সামনে আসেনি ৷ তবে গুঞ্জন এই সিরিয়ালে নিজের যাত্রা শেষ করেছেন সাগর ৷ শোতে তাঁকে মৃত বলে দেখানো হচ্ছে ৷ তাই অনুরাগীদের মতে, তিনি বিগ বসের ঘরে যাবেন বলেই তাঁর শো শেষ করা হয়েছে ৷

শুধু তাই নয়, 'অনুপমা' ধারাবাহিক থেকে বিদায় নিয়ে দীর্ঘ একটা পোস্ট করেছেন সাগর ৷ যেখানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ দর্শকদের ভালোবাসায় ধন্যবাদ জানিয়েছেন ৷ সমর চরিত্র অনুপমা ধারাবাহিকে বেশ জনপ্রিয় ৷ ফলে তাঁর শো থেকে বিদায় নেওয়াতেই জল্পনা শুরু হয়েছে ৷ তবে শেষ পর্যন্ত কারা যাবেন বিগ বসের ঘরে, তা তো খোদ সলমন খানই জানাবেন ৷

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মুখোমুখি অক্ষয়-ভূমি; উইকএন্ডে কার ছবি দেখবেন ?

হায়দরাবাদ, 6 অক্টোবর: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস শুরু হতে চলেছে ৷ 15 অক্টোবর থেকে দর্শকদের মনোরঞ্জন ও সেলেব্রিট্রিদের হাঁড়ির খবর দিতে এবং নিতে হাজির হবেন সলমন খানও ৷ 17তম বিগ বস সিজনে আবারও সঞ্চালকের আসনে তিনি ৷ প্রতিবার বিগ বসের ঘরে কারা আসবেন তা নিয়ে দর্শকদের মধ্যে একটা কৌতুহল কাজ করে ৷ তবে সেই চমক অনুষ্ঠানের দিনই পান দর্শকরা ৷ অবশ্য সূত্র বলছে এবারের বিগ বস হতে চলেছে আরও ধাঁধাময় ৷ থাকবে পরতে পরতে চমক ৷ আর সবচেয়ে বড় চমক হল এই সিজনে দেখা যেতে পারে 90 দশকের বিতর্কিত অভিনেত্রী তথা সলমনের 'করণ অর্জুন' ছবির নায়িকা মমতা কুলকার্নিকে ৷ এছাড়াও থাকতে পারেন 'অনুপমা' খ্যাত সাগর পরেখ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রতি বছর বিগ বস মানেই নতুন নতুন প্রতিযোগী আর নতুন নতুন বিতর্ক ৷ যে বিতর্ক অনেক সময় ঘরের ভিতর শুরু হলেও তা চলতে থাকে বাইরেও ৷ আবার কখনও বিগ বস মানেই ভালোবাসার মানুষকে খোঁজার প্রচেষ্টা ৷ সব মিলিয়ে বিনোদনের বেশিরভাগ মশলা মজুত থাকে এই শোতে ৷ সেই কারণেই মনে করা হচ্ছে, এই সিজনে বিগ বসের নজরে রয়েছেন বিটাউনের চর্চিত অভিনেত্রী মমতা কুলকার্নি ৷ ম্যাগাজিনে টপলেস ছবি থেকে বোল্ড স্টেমেন্টস, সব বিষয়ে বারবার তিনি এসেছেন খবরের শিরোনামে ৷ তাই শোনা যাচ্ছে, শোয়ের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে অভিনেত্রীর সঙ্গে ৷

অন্যদিকে, এই মুহূর্তে টেলিভিশনে টিআরপি তালিকায় দীর্ঘ সময় ধরে থাকা ধারাবাহিক 'অনুপমা'-তে সমর শাহের চরিত্রে দেখা গিয়েছে সাগর পরেখকে ৷ তবে এখন পর্যন্ত কোনও নাম ফাইনালি সামনে আসেনি ৷ তবে গুঞ্জন এই সিরিয়ালে নিজের যাত্রা শেষ করেছেন সাগর ৷ শোতে তাঁকে মৃত বলে দেখানো হচ্ছে ৷ তাই অনুরাগীদের মতে, তিনি বিগ বসের ঘরে যাবেন বলেই তাঁর শো শেষ করা হয়েছে ৷

শুধু তাই নয়, 'অনুপমা' ধারাবাহিক থেকে বিদায় নিয়ে দীর্ঘ একটা পোস্ট করেছেন সাগর ৷ যেখানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ দর্শকদের ভালোবাসায় ধন্যবাদ জানিয়েছেন ৷ সমর চরিত্র অনুপমা ধারাবাহিকে বেশ জনপ্রিয় ৷ ফলে তাঁর শো থেকে বিদায় নেওয়াতেই জল্পনা শুরু হয়েছে ৷ তবে শেষ পর্যন্ত কারা যাবেন বিগ বসের ঘরে, তা তো খোদ সলমন খানই জানাবেন ৷

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মুখোমুখি অক্ষয়-ভূমি; উইকএন্ডে কার ছবি দেখবেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.