কলকাতা, 30 নভেম্বর: এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঞ্চালনায় জুন মালিয়ার জুটি হিসেবে থাকছেন না পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতা-সঞ্চালক পরমব্রতর জায়গায় এবার দেখা যাবে বাংলার জনপ্রিয় অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। তাঁর সঙ্গে জুটিতে থাকছেন জুন মালিয়া।
এবারই প্রথমবার নয়। এর আগেও দু'বার চূর্ণী গঙ্গোপাধ্যায় সঞ্চালনা করেছেন চলচ্চিত্র উৎসবে।
আগের দু'বার চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সঞ্চালনায় জুটিতে ছিলেন যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। আবার বেশ কয়েকবছর পর তাঁকে দেখা যাবে সঞ্চালনাতে। অভিনেত্রী তথা সঞ্চালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইটিভি ভারত কথা বলে নেয় এই বিষয়ে। চূর্ণী বলেন, "এর আগেও আমি দু'বছর করেছি সঞ্চালনা। তখন একবার আমার সঙ্গে ছিল যিশু আরেকবার জুন। দু'জনেই ভীষণ ভালো সঞ্চালক। আর জুনের সঙ্গে সঞ্চালনা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সাধারণত সঞ্চালনা করি না। যেহেতু ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন তাই আমি রাজি হই। আগেও এই একই কারণে আমি সঞ্চালনা করেছি।"
প্রস্তুতি শুরু হয়েছে? অভিনেত্রীর উত্তর, "একেবারেই না। আমার কাছ থেকে জানতে চাওয়া হয় আমি রাজি আছি কি না। আমি সম্মতি জানাই এখনও কোনও কাজই এগোয়নি। কবে কাজ নিয়ে বসা হবে, কবে রিহার্সাল হবে কিছুই জানি না এখনও। তবে, সময়ও বেশি নেই। তাই খুব শীঘ্রই সবটা এগোনোর কথা হবে বলে মনে হয়।"
এবারও জুন মালিয়ার সঙ্গে সঞ্চালনা, কেমন লাগছে ? চূর্ণী বলেন, "আমি এখনও সঠিকভাবে জানি না আমার সঙ্গে জুন নাকি অন্য কেউ থাকছেন। কিন্তু জুনের সঙ্গে সঞ্চালনা করতে আমার খুব ভালো লাগে।"
হরনাথ চক্রবর্তীর কাছ থেকে ইটিভি ভারত জানতে পারে, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন জুন মালিয়া। তবে সমাপ্তি অনুষ্ঠানে কারা থাকছেন সঞ্চালনায় তা জানা যায়নি এখনও। তবে সূত্রের খবর, সমাপ্তি অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারেন পরমব্রত।
আরও পড়ুন: